কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত পরীক্ষার সার্কুলার হয়ে গেলো।অনেকের মনে অনেক প্রশ্ন। চেষ্টা করবো প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার।
🍁🍁সিলেক্ট নিয়া সবার টেনশন।ভাইয়া আমার টোটাল ৮.০০,৮.২০,৮.৩+আমি কি সিলেক্ট হবো??
👉উত্তরঃভাইয়ারা টোটাল পরীক্ষা দিতে পারবে ৩৫৫১০।হিউজ একটা সংখ্যা।
👉প্রথমেই বলতে চাই কৃষিতে পড়াশুনা করার স্বপ্ন সকল জিপিএ ৫ দারীরা করেনা যেমনটা তারা স্বপ্ন দেখে মেডিকেল,ইন্জিনিয়ারিং, ঢাবিতে।এখানে অনেক ভালো ফলাফল দারী ফরমই তুলবে না।
👉অনেকেই জিপিএ ৫ পাইসে কিন্তু গনিত নাই।এস এস সি তে উচ্চতর গনিতের নাই।তারা ফরম তুলবে না।
👉কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে মেডিকেল পরীক্ষা হয়ে যাবে।স্বভাবগত ভাবেই ৫০০০+ প্রতিযোগী কমে গেলো তোমার।কারন তারা ফরম ই তুলবে না যেহেতু কৃষির ফরম তোলার লাস্ট ডেট ১৫ অক্টোবর।
👉কৃষি বিশ্ব বিদ্যালয়ের আগে ঢাবি,বুয়েট,চুয়েট,জগন্নাথ এর পরীক্ষা হয়ে যাবে।নিশ্চিত ভাবে বলতে পারি আরো ৪৫০০+ প্রতিযোগী তোমার কমে গেলো।
👉এগুলা বাদ দিয়ে এখন আসো ৩৫৫১০ টি সিটে।
এখন তুমিই ক্যালকুলেশন করে ফেলো তুমি টিকবে কি টিকবে না।
🍁🍁সেকেন্ড টাইম আসে কি??
👉উত্তরঃ জি ভাইয়া কচি করে সেকেন্ড টাইম আছে।
🍁🍁এইচ এস সি তে গনিতের আছে কিন্তু এস এস সি তে উচ্চতর গনিতের নাই আমি কি আবেদন করতে পারবো??
👉উত্তরঃআপনার জন্যে ভালো কোনো উত্তর দিতে পারলাম না আমরা।আপনি ফরম তুলতেই পারবেন না।
🍁🍁ভাইয়া আমরা কি সব জেলায় পরীক্ষা দিতে পারবো বলেন না প্লিজ?
উত্তরঃসব জেলায় তো মেডিকেল পরীক্ষায় হয়না তাইলে এখানে কেমনে দিবেন??
শুধুমাত্র ৬ টি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন।এগুলা নিম্নরুপ
🌺 বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
🌺শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়,ঢাকা।
🌺 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়,গাজীপুর।
🌺 সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।
🌺 চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়।
🌺পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
🍁🍁ভাইইয়াাাা ক্যালকুলেটর নামক মেশিনটা কে কি ব্যবহার করা যাবে???
👉উত্তরঃআমরাও কনফিউজের মধ্যে আছি।তোমায় কি বলবো??
তবে যেহেতু বাকৃবি নেতৃত্ব দিচ্ছে তাই একটা সম্ভাবনা রয়েছে।কারন অনেক বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর নিষিদ্ধ থাকলেও বাকৃবি তে বিগত বছর গুলোতে বীরদর্পে ক্যালকুলেটর ব্যাবহার করেছেন শিক্ষার্থীরা।
🍁🍁ভাইইআআআ আমি যদি গনিতের উত্তর না দেই তাহলে কি চান্স পাবো???
👉উত্তরঃকেন পাবে না???তুমি যদি বাকি ৮০ থেকে ৮০ পেয়ে যাও তাহলে তোমার চান্স ঠেকায় কে??গনিতের তে শুধু ২০।
রেজাল্ট সহ ১৫০+ পাইলেই সিট পাইয়া যাবা।অতীত তাইই বলছে।
🍁🍁ভাইয়া রেজাল্ট থেকে নাম্বার কিভাবে গননা করা হবে??
👉উত্তরঃজি ভাইয়া খুবই সহজ উপায়
৪র্থ বিষয় ছাড়া
SSC × 8 =
HSC × 12=
এইবার হিসাব করে ফেলো তুমি নিজেই।তারপর হিসাব করো ১৫০+ পাইতে কত লাগবে তোমার।
🍁🍁ভাইয়া ওয়েবসাইট টার লিংক টা দিলে খুব খুশি হইতাম।
👉উত্তরঃএত সুন্দর কইরা বলো না দিয়া পারি???
www.admission-agri.org
🍁🍁ভাইয়া লিখিত পরীক্ষা কি আছে???
👉উত্তরঃ জ্বী না।এখন কৃষি বিশ্ববিদ্যালয় কমিটিকে এখন একটা ধন্যবাদ দিয়ে দাও।
এতে কষ্ট কইরা লেখলাম আমারে একটা ধন্যবাদ দিবা না???
পরিশেষে এটাই বলতে চাই যাই করো না কেনো সময়ের অপচয়টা করো না।ইনশাআল্লাহ ভালো কিছু অপেক্ষা করছে তোমাদের জন্যে।দোয়া রইলো।