এবার হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে ডাক্তারদের সাথে সহযোদ্ধা হিসেবে যোগ দিয়েছে রুয়েট।
Department of Chemical and Food Process Engineering ( CFPE ) এর ছাত্র-শিক্ষকগণের মিলিত প্রয়াসে হ্যান্ড স্যানিটাইজার তৈরির প্রথম ব্যাচের কাজ সফল ভাবে সম্পন্ন হয়েছে ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর নিয়মকানুন অনুযায়ী পুরো কাজটি তাদের নিজস্ব ল্যাবে করা হয়েছে। কাজটিতে GCE department এর বেশ কয়েকজনেরও সক্রিয় অংশগ্রহণ ছিল।
রুয়েটের সম্মানিত ভিসি এর পৃষ্ঠপোষকতায় কাজটি প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে রুয়েটের শিক্ষার্থীবৃন্দ।এই হ্যান্ড স্যানিটাইজার গুলো রাজশাহী মেডিকেলসহ রাজশাহী সকল করোনা ঝুঁকি পূর্ণ এলাকায় বিতরণ করা হবে।