“মনে রাখতে হবে, দেশের ইমেজ সবার আগে। সাবধান করে বলছি, যারা দেশের ইমেজ নষ্ট করবেন, তাদের জামিনের বিষয়ে আমরা বিবেচনা করব না।” – প্রধান বিচারপতি

ইমেজ কি? দেশের ইমেজ আসলে কারা নষ্ট করছে?

একটি মানুষ কেবল লেখার জন্য প্রায় ১০ মাস কারাবন্দি থেকে অবর্ণনীয়ভাৱে নির্যাতিত কারাগারে মারা গেল এবং তারপর বলা হলো স্বাভাবিক মৃত্যু। তাতে কি দেশের ইমেজ কমেছে না বেড়েছে? একটি মানুষ ব্যাঙ্গাত্বক কার্টুন আঁকার কারণে প্রায় ১০ মাস জেলে পচল।

জেলে যাওয়ার আগের মানুষ ১০ মাস নির্যাতনের ফলে তার চেহারা দেখে বোঝা যাচ্ছে তার বয়স ১০ বছর বেড়ে গেছে এবং তার আয়ু কমে গেছে। তার নাকি এখন দুটো অপারেশন করতে হবে। দেশ বিদেশের মানুষ যখন এইটা জানে তখন কি দেশের ইমেজ বাড়ে না কমে? কার্টুন কি কখনো তোষামোদি হয়? কার্টুন মানেই ব্যাঙ্গাত্বক।

কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের একটি নগ্ন মূর্তি বানিয়ে লস -এঞ্জেলেস শহরের একটি মোরে রাখা হয় আর নিচে লেখা হয় “the emperor has no balls”! মানুষ সেই মূর্তি নিয়ে নানা রকম ব্যাঙ্গাত্বক কমেন্ট করেছে এবং নানা ভাবে ব্যঙ্গাত্বকভাবে মূর্তির বিভিন্ন অংশে ধরে ছবি তুলেছে।

তাতে কি আমেরিকার ইমেজ নষ্ট করার কারণে ওই মূর্তি যে তৈরী করেছিল বা যারা সেই মূর্তিকে ওই রাস্তার মোড়ে রেখেছে তাদের বা সেই আর্চিটেক্টকে কি জেলে নিয়েছিল? আসলে আমেরিকার ইমেজ নষ্ট করেছে ট্রাম্প।

মাত্র দুইদিন আগে জানলাম ইন্টারনেট স্পিডের দিক থেকে পৃথিবীর ১৪০টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৬তম। অথচ দেশকে বলা হয় ডিজিটাল বাংলাদেশ। আমাদের অবস্থান আফ্রিকার উগান্ডা, সোমালিয়ারও নিচে। এতে কি আমাদের ইমেজ নষ্ট হয় না?

তারও কিছুদিন আগে গ্লোবাল নলেজ ইনডেক্স ২০২০ এ ১৩৮টি দেশের মধ্যে ১১২তম অবস্থানে বাংলাদেশ। অন্যদিকে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবচেয়ে নিচে। এতে কি আমাদের ইমেজ নষ্ট হয় না?

শিক্ষা ও গবেষণার মানের দিক থেকে যে আমরা দিন দিন তলিয়ে যাচ্ছি তাতে কি আমাদের ইমেজ নষ্ট হচ্ছে না?

এইরকম আরো অসংখ্য উদাহরণ দেওয়া যাবে যার মাধ্যমে দেখানো সম্ভব গত ৩০-৩৫ বছর ধরে যারাই ক্ষমতায় থেকেছে তারা সবাই দেশের ইমেজ নষ্ট করেছে। এইসব নিয়ে যদি আমাদের প্রধান বিচারপতি কোন মন্তব্য করতেন তাহলে একটু সস্থি পেতাম। যারা দেশের ইমেজ রক্ষার জন্য জীবন বাজি রাখছে তাদেরকে আপনি দেশের ইমেজ নষ্ট করার দায় দিলেন?

– কামরুল হাসান মামুন

অধ্যাপক

ঢাবি