এই প্রজেক্ট যদি হয় তাইলে সেটা হবে বড় ধরনের অপচয়।

একেবারে দ্বিপ এলাকা যেমন হংকং, ম্যানহাটন ইত্যাদি বাদে, যে কোন দেশেই ত্রিশ তলার চেয়ে উচু দালান করা অপচয়। কারন হচ্ছে যত বেশি উপরে ওঠা যায় তত বেশি করে যায়গা লিফট আর পিলার এর জন্য নষ্ট হয়। এক পর্যায়ে বিল্ডিং শুধু উচুই হতে থাকে প্রয়োজনীয় যায়গা আর বাড়ে না। এছাড়াও উচু দালানের মেইনটেইন্যান্স খরচ ভয়াবহ রকম বেশি। অগ্নি নিরাপত্তাও কম।

তার পরও নানা দেশ, বিশেষ করে যারা নতুন করে দারিদ্রতা থেকে বের হয়ে আসছে , বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়াতে চায়, সেসসব দেশ তাদের সামর্থ প্রমানের জন্য উচু করে দালান বানায়। সেই পিরামিড থেকে শুরু করে সেইন্ট পিটার ক্যাথেড্রাল, কুতুব মিনার, তাজমহল, দুবাইতে দালানের সারি, আমাদের পাহাড়পুর, ইত্যাদি সব দালান এ ধরনের প্রদর্শনী।

বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই প্রদর্শনী অনেক গুলো কারনে বন্ধ হওয়া উচিত। তার মধ্যে প্রথমত:

ইন্টারনেট ও করোনার কারনে এক সাথে বহু মানুষ জড়ো হয়ে বসে কাজ করার প্রয়োজনীয়তা নাই হয়ে যাচ্ছে।

দ্বিতীয়ত: গ্লোবাল ওয়ার্মিং এর কারনে এনার্জি সাশ্রয়ী দালান বানানোটাই এখন সারা বিশ্বে বেশি সম্মানের ব্যাপার হচ্ছে এবং

তৃতীয়ত বাংলাদেশ গ্লোবাল ওয়ার্মিং এ সবচেয়ে হুমকির মুখে থাকার কারনে আমাদের চক্ষু লজ্জার কারনে হলেও বাড়তি সচেতনতা দেখানো দরকার।

আমাদের কৃষিভূমি রক্ষার জন্য বর্তমানে প্রস্তাবিত ড্যাপে যে পাচ তলার মত নীচু ভবন ঢাকা শহরে যেমন প্রত্যাশিত না, ঠিক সেভাবে সারি বাধা চল্লিশ বা একশ তলা দালান ও বেমানান।

দুবাইয়ের শাষকগনের মত মেধাহীন, চিন্তা ভাবনাহীন সারি বাধা দালান না বানালেই বরং আমরা যে উন্নত হচ্ছি সেটা ভাল করে প্রমান হয়।

Aminul Islam Emon
Architect

Loading