1. NSU–
NSU তে ভর্তি পরীক্ষা দিতে নূন্যতম SSC তে 3.50 এবং HSC তে 3.50 থাকতে হবে এবং টোটাল 8.00 পয়েন্ট থাকতে হবে।
2. BRAC–
BRACU তে ভর্তি পরীক্ষা দিতে নূন্যতম SSC তে 3.50 এবং HSC তে 3.50 থাকতে হবে।

3. AIUB —
AIUB তে ভর্তি পরীক্ষা দিতে নূন্যতম SSC তে 2.75 এবং HSC তে 2.75 এবং টোটাল 6 থাকতে হবে ।
4. IUB—
IUB তে ভর্তি পরীক্ষা দিতে নূন্যতম SSC তে 3 এবং HSC তে 3
এবং টোটাল 7থাকতে হবে ।
5. EWU —
EWU তে ভর্তি পরীক্ষা দিতে নূন্যতম SSC তে 3 এবং HSC তে 3 থাকতে হবে ।
6. AUST—-
AUSTতে ভর্তি পরীক্ষা দিতে নূন্যতম SSC তে 3.50 এবং HSC তে 3.50 থাকতে হবে এবং টোটাল 8+ পয়েন্ট থাকতে হবে।
AUST এর ব্যাপারটা Sure হয়ে বলা যাচ্ছে না, HSC 2019 রেজাল্টের উপর নির্ভর করবে। লাস্ট Exam এ যাদের 8+ রেজাল্ট ছিলো তারাই Exam দিতে পারছে AUSTএ ।
( AUST শুধু Engineering এর জন্য ভাল )।
N.B—উপরের ভার্সিটি গুলাতে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়ে ভর্তি হতে হয় সকলের, ভর্তি পরীক্ষা ছাড়া এগুলাতে পড়া যাবে না এবং ভর্তি পরীক্ষায় তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়।
প্রত্যেকটা Subject এর জন্যই এই ভার্সিটি গুলা সবচেয়ে ভাল এবং Financial সমস্যা না থাকলে সবার উচিৎ এই ভার্সিটি গুলাতে পড়া।
7.UIU—–United International University
যাদের HSC তে GPA 5, তারা UIU তে ডিরেক্ট ভর্তি হতে পারবে, কোনোপ্রকার Exam ছাড়া।
তাছাড়া UIU তে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়ে ভর্তি হতে হবে। এই ভার্সিটি টা অনেক ভাল করতেছে এবং ক্রমান্বয়ে ভাল করবে ।
UIU তে ভর্তি পরীক্ষা দিতে নূন্যতম SSC তে 2.5 এবং HSC তে 2.5 থাকতে হবে ।
8.DIU—Daffodil International University
DIU এর 3 টা ক্যাম্পাস।
DIU তে ভর্তি পরীক্ষা দিতে নূন্যতম SSC তে 2.5 এবং HSC তে 2.5 থাকতে হবে ।
* Main campus (Dhanmondi )–
যাদের SSC, HSC দুইটা মিলে 9 পয়েন্ট তারা CSE তে ডিরেক্ট ভর্তি হতে পারবে।
আর যাদের SSC, HSC দুইটা মিলে 8.50 রেজাল্ট, তারা বাকি যে কোনো Subject এ ডিরেক্ট ভর্তি হতে পারবে।
তাছাড়া, এর কম পয়েন্ট থাকলে ভর্তি পরীক্ষা দিতে হবে DIU তে ।
এইখানের ভর্তি পরীক্ষা খুব সহজ।
*Permanent Campus- (Savar)—-
যাদের রেজাল্ট 8+ তারা এইখানে সরাসরি যেকোনো Subject এ ভর্তি হতে পারবে।
আর এই ক্যাম্পাসে ভর্তি হলেই 20% ওয়েভার পাওয়া যায়।
9.UAP—-University of Asia Pacific
@ Pharmacy + CIVIL +Architecture
এই তিনটা ডিপার্টমেন্টে সবাইকেই ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে হয়।
এই পয়েন্ট থাকলে ভর্তি পরীক্ষা দিতে পারবে–
Pharmacy = ssc 3.5+ HSC 3.5= Total 8
CIVIL = Total 7.5
Architecture = Total 7
@ CSE + LLB
SSC+HSC মিলে যদি কারো 10 পয়েন্ট থাকে তাহলে ডিরেক্ট এ্যাডমিট হওয়া যাবে CSE / LLB তে । তাছাড়া সবাইকেই ভর্তি পরীক্ষা দিতে হবে
এই পয়েন্ট থাকলে ভর্তি পরীক্ষা দিতে পারবে—
CSE ==Total 7.50
LLB = = Total 6
———————————————————-
@ BBA+English
SSC+HSC মিলে যদি কারো 9+ রেজাল্ট থাকে তাহলে ডিরেক্ট এ্যাডমিট হওয়া যাবে BBA / English তে । তাছাড়া সবাইকেই ভর্তি পরীক্ষা দিতে হবে ।
এই পয়েন্ট থাকলে ভর্তি পরীক্ষা দিতে পারবে—
BBA = Total 6
English = Total 6
—————————————————————–
@ EEE
SSC+HSC মিলে যদি কারো 8+ রেজাল্ট থাকে তাহলে ডিরেক্ট এ্যাডমিট হওয়া যাবে EEE তে । তাছাড়া সবাইকেই ভর্তি পরীক্ষা দিতে হবে ।
এই পয়েন্ট থাকলে ভর্তি পরীক্ষা দিতে পারবে—
EEE = Total = 6
10. ULAB———
ULAB তে ভর্তি পরীক্ষা দিতে নূন্যতম SSC তে 2.50 এবং HSC তে 2.50 থাকতে হবে।
ULAB ভার্সিটি তে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়ে ভর্তি হতে হয় ।
11. IUBAT——–
যাদের রেজাল্ট টোটাল 8 point , তারা সরাসরি ভর্তি হতে পারবে এই ভার্সিটি তে।
12..BGMEA——
Textile এর জন্য 9+ রেজাল্ট থাকতে হবে ডিরেক্ট ভর্তির জন্য, তাছাড়া ভর্তি পরীক্ষা দিতে হবে ।
বাকি গুলাতে রেজাল্টের ভিত্তিতে ভর্তি হওয়া যায় ।
———————————————————————————————————————————————————–
@ ভর্তি পরীক্ষা ছাড়া এই ভার্সিটি গুলাতে ভর্তি হতে পারবে —
1. Stamford University —-
2. Southeast University—
3. Eastern University——-
4.State University——-
5. Green University ——
6. Primesia University —-
7. Northern University —-
8.BUBT—————–
এই ভার্সিটি গুলার খরচ তুলনামূলক অনেক কম বাকি ভার্সিটি গুলার চেয়ে , যাদের বাজেট কম তারা এই ভার্সিটি গুলাতে পড়তে পারো।
আর কোন Subject এর জন্য এইখানের কোন ভার্সিটি ভাল, তা সিনিয়রদের কাছে থেকে জেনে নেওয়া।