পরিকল্পনা মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রনালয় এবং অধিদপ্তরসমূহ সারা বছরই গবেষণা করার জন্য গবেষকদের কে বরাদ্দ দেয় ।

সাধারণত প্রমোশনাল , ফেলোশিপ , প্রাতিষ্ঠানিক ইত্যাদি ; ক্যাটাগরিতে গবেষণার বরাদ্দ দেওয়া হয় এবং প্রমোশনাল ক্যাটাগরি অর্জন করতে হলেও ন্যূনতম স্নাতক পাস করা লাগে । খুব ব্যাতিক্রম না হলে ; সরকারি প্রতিষ্ঠানসমূহে আন্ডারগ্রাড শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকে না । বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) এক্ষেত্রে ব্যতিক্রম ।

যারা আবেদন করবেন বলে মনস্থির করেছেন ; তাদের মধ্যে একটা বড় অংশ এখনো জানেন না , আবেদনপত্রের সাথে কি কি লাগবে । অনেকের মাথায় আইডিয়া আছে কিন্তু প্রপোজাল সাবমিট করতে গিয়ে যখন দেখে যে , এতগুলা ডকুমেন্ট জমা দেওয়া লাগবে ; তখন আর জমা দেয়ার আগ্রহ হারিয়ে ফেলে ।

আপনারা যারা সরকারি বিভিন্ন মন্ত্রনালয় এবং অধিদপ্তরে অনুদানের জন্য গবেষণা প্রস্তাব দিবেন , মোটামুটি সবসময়ই এই ডকুমেন্টগুলো রেডি রাখবেন ।

১. গবেষণা প্রস্তাবনার হার্ড কপি ও সফট কপি;
২. গবেষণা ক্যাটাগরি অনুযায়ী গবেষক/প্রতিষ্ঠানের যোগ্যতা ও দক্ষতার প্রমাণক’
৩. প্রাতিষ্ঠানিক গবেষণার ক্ষেত্রে গবেষকদের ছবি ও জীবন বৃত্তান্ত;
৪. গবেষকের ছবি ও জীবন বৃত্তান্ত:
৫. প্রাতিষ্ঠানিক গবেষণা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রতিষ্ঠানের গবেষণা সংশ্লিষ্ট কার্যক্রমের বিবরণী;
৬. জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের সত্যায়িত কপি;
৭. জন্ম সনদের সত্যায়িত কপি;
৮. সুপারভাইজার ও দলনেতার সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত।
এটা (স্পারসো) এর জন্য না । বরং ওভারঅল সরকারি যে কোন মন্ত্রণালয়ের গবেষণা প্রস্তাবনা দেওয়ার জন্য মোটামুটি যে যে ডকুমেন্ট লাগবে ।