অনার্স পাসের আগেই গুগলে চাকরি পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবু সায়েম সেফাতুল্লাহ। গুগল এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী আবু সায়েম সেফাতুল্লাহ।

তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী।

এ বছরের জানুয়ারি মাসে তিনি স্নাতক শেষবর্ষের পরীক্ষায় অংশ নেন। তবে ফলাফল এখনো প্রকাশ হয়নি।

এরই মধ্যে শুক্রবার (৮ এপ্রিল) গুগলের নিয়োগপত্র হাতে পেয়েছেন সেফাতুল্লাহ। আগামী মে অথবা জুনে তিনি কাজে যোগ দেবেন।

অনার্স পাসের আগেই গুগলে চাকরি পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবু সায়েম সেফাতুল্লাহ
আবু সায়েম সেফাতুল্লাহ

আবু সায়েম সেফাতুল্লাহ বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও পরে এইচএসসি পাস করেন।

গুগলে চাকরি পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এসএসসি পাস করার পর স্বপ্ন দেখতাম গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, ফেসবুকের মতো প্রতিষ্ঠানে চাকরি করবো।

সেজন্য এইচএসসি পাস করার পর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছিলাম। দীর্ঘদিনের সেই স্বপ্ন পূরণ হয়েছে। এ অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না।’

তিনি আরোও বলেন, ‘তবে এ পথটা মসৃণ ছিল না। গুগলের কর্মী বাছাই প্রক্রিয়া বেশ দীর্ঘ ও জটিল। গত বছরের নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত আট দফায় অনলাইনে পরীক্ষা নেয় গুগল। এর মধ্যে সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় একটি আইটি প্রতিষ্ঠান থেকেও কাজের প্রস্তাব পেয়েছিলাম। তবে সেখানে যোগ দিতে মন সায় দেয়নি।

অবশেষে শুক্রবার স্বপ্নের প্রতিষ্ঠান গুগলের রিক্রুটমেন্ট বিভাগ থেকে নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়। তারা আমাকে গুগলের পোল্যান্ডের অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিতে বলেছে।’