২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ জুন বিকাল ৩.৩০।

পরীক্ষার সিট পড়বে ঢাবি এরিয়ায়। (ইডেন, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়)

পরীক্ষা হবে ১২০ মার্কে। ১২০টি প্রশ্ন। পদার্থ -৩৫,রসায়ন- ৩৫,গণিত – ৩৫,ইংরেজি- ১৫। মোট =১২০

সময়- ১ ঘন্টা ৩০ মিনিট

৪৮ এ পাশ।

নেগেটিভ মার্কিং নেই।

ক্যালকুলেটর নেই।

আসন বিন্যাস জানা যাবে পরীক্ষার দুদিন আগে। ওয়েবসাইটে লগ ইন করে দেখা যাবে।

প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে। পরীক্ষার দিন সকাল পর্যন্ত করা যাবে।

বিস্তারিত নিয়মাবলি ও বিজ্ঞপ্তি পাওয়া যাবে এখানে।

প্রযুক্তি ইউনিট পরিক্ষার্থীদের নিজেদের প্রস্তুতি যাচাই করার জন্য মডেল টেস্টের অনুরোধ করেছিলো অনেকেই। তাই তোমাদের জন্য ৭টি পেপার ফাইনাল ও ২টি ফাইনাল মডেল টেস্ট আয়োজন করা হয়েছে।
অংশগ্রহণ করতে এই লিংকে গিয়ে এনরোল করতে হবে। https://onusheelon.engineersdiarybd.com/course/du-tech/

আগের বছরের প্রশ্নঃ

বিগত বছরের প্রশ্ন-

২০১৫-১৬

প্রশ্ন  ২০১৬-০১৭

2017-18: PDF, Photo Album- 1Album 2 

18-19 Link

2019-20 এর প্রশ্ন

এক ফোল্ডার এ সব প্রশ্ন

2020-21 এর প্রশ্ন ‘

২০২১-২২ সেশনের  প্রশ্ন

2022-23 সেশনের প্রশ্ন 

পুরো রিভিউ পড়তে ভিজিট করো এখানে  , এখানে

যেকোনো তথ্যের জন্য পোস্ট করো এই গ্রুপে