(আবেদন প্রক্রিয়ার সময়সীমা ১৮ ই আগস্ট হতে ১০ই অক্টোবর)

পরীক্ষা হয় ৪ টা ফ্যাকাল্টির অধীনেঃ
★ ফ্যাকাল্টি_অফ_আর্টস_এন্ড_সোশ্যাল_সায়েন্স বা (FASS) এর অন্তর্ভুক্ত বিষয় সমূহ–
.
I) BSS(Hons) in development Studies
ii) BSS(Hons) in Disaster and human security
management
iii) BSS(Hons) in Economics
iv) BSS(Hons) in English
v) BSS(Hons) in Public administration
vi) BSS(Hons) in Sociology

 

◼আবেদনের যোগ্যতা ও মান বন্টন (২০১৯-২০):

👉 বিজ্ঞান বিভাগ:
সর্বমোট ৮.৫০ জিপিএ (SSC + HSC)

SSC & HSC -৪.০০ জিপিএ (নূন্যতম)

👉 ব্যবসায় শিক্ষা বিভাগ:
সর্বমোট ৮.২৫ জিপিএ (SSC + HSC)

SSC & HSC- ৩.৭৫ জিপিএ (নূন্যতম)

👉 মানবিক বিভাগ:
সর্বমোট ৭.৭৫ জিপিএ(SSC + HSC)

SSC & HSC- ৩.৭৫ জিপিএ (নূন্যতম)

◼ মান বন্টনঃ(MCQ) -১০০ নম্বর
সাধারণ জ্ঞান- ৩০, ইংরেজী-৪০ ও বাংলা- ৩০

Booklist:
প্রশ্নব্যাংক/গাইড:

বাংলা:
১. এইচএসসির ১ম পত্র মূল বই ্ো

ইংরেজি:
১. English Written+MCQ,
Competitive Math
General Knowledge: ভর্তি সহায়িকা থেকে দেখলেই হবে।
.
.
★ ফ্যাকাল্টি_অফ_সায়েন্স_এন্ড_টেকনোলজি বা (FST) এর অন্তর্ভুক্ত বিষয় সমূহ–
.
I) BSc(Hons) in Information and communication
Technology
ii) BSc(Hons) in Environmental science

◼আবেদনের যোগ্যতা ও মান বন্টন (২০১৯-২০):
FST : শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
👉 সর্বমোট ৯.২৫ জিপিএ (SSC + HSC)

SSC & HSC – ৪.৫০ জিপিএ (নূন্যতম)

◼ মান বন্টনঃ(MCQ)- ১০০ নম্বর
গণিত/জীববিজ্ঞান- ২৫
পদার্থ বিজ্ঞান-২৫, রসায়ন-২৫ ও ইংরেজী-২৫

প্রশ্নব্যাংক/গাইড:
BUP ভর্তি পরীক্ষার জন্য অনেক বই বা ভর্তি সহায়িকা বাজারে রয়েছে তবে সবচেয়ে ভালো ও নির্ভুল ভর্তি গাইড হচ্ছে “NEXUS BUP FST ভর্তি সহায়িকা” এই গাইডটি থেকে ৯০% প্রশ্ন কমন পাবা। তাই আজেবাজে ভুলে ভরা বই ফলো না করে নিজেকে শতভাগ প্রস্তুত করতে “NEXUS BUP FST ভর্তি সহায়িকা” ফলো করো। এটা ফলো করলেই শতভাগ প্রস্তুতি হয়ে যাবে।

ইংরেজির জন্য NEXUS Grammar, NEXUS Memorising & NEXUS Vocabulary দেখলেই হবে।
বাকি বিষয়গুলো কোচিংয়ের সিট বা যেকোন বই থেকে দেখলেই হবে।
.

★ ফ্যাকাল্টি_অফ_বিজনেস_স্টাডিস বা (FBS) এর অন্তর্ভুক্ত বিষয় সমূহ–
.
I) BBA in Accounting and information system
ii) BBA in Finance & Banking
iii) BBA – General
iv) BBA in Management
v) BBA in Marketing

◼আবেদনের যোগ্যতা ও মান বন্টন (২০১৯-২০):
👉 বিজ্ঞান বিভাগ:
সর্বমোট ৮.৫০ জিপিএ (SSC + HSC)

SSC & HSC -৪.০০ জিপিএ (নূন্যতম)

👉 ব্যবসায় শিক্ষা বিভাগ:
সর্বমোট ৮.২৫ জিপিএ (SSC + HSC)

SSC / HSC- ৩.৭৫ জিপিএ (নূন্যতম)

👉 মানবিক বিভাগ:
সর্বমোট ৮.২৫ জিপিএ(SSC + HSC)

SSC / HSC- ৩.৭৫ জিপিএ (নূন্যতম )

◼মান বন্টনঃ(MCQ)-১০০ নম্বর
সাধারণ গণিত- ৩৫, ইংরেজী-৩৫ ও সাধারণ জ্ঞান-৩০

প্রশ্নব্যাংক/গাইড:
BUP ভর্তি পরীক্ষার জন্য অনেক বই বা ভর্তি সহায়িকা বাজারে রয়েছে তবে সবচেয়ে ভালো ও নির্ভুল ভর্তি গাইড হচ্ছে “NEXUS BUP FBS ভর্তি সহায়িকা” এই গাইডটি থেকে ৯০% প্রশ্ন কমন পাবা। তাই আজেবাজে ভুলে ভরা বই ফলো না করে নিজেকে শতভাগ প্রস্তুত করতে “NEXUS BUP FBS ভর্তি সহায়িকা” ফলো করো। এটা ফলো করলেই শতভাগ প্রস্তুতি হয়ে যাবে। তারপরও নিচে কিছু সহায়ক বই নাম দিয়ে। দিলাম।
Booklist:
ইংরেজি:
১. English Written+MCQ, NEXUS Grammar, NEXUS Memorising & NEXUS Vocabulary
Mathematics:
Competitive Math
General Knowledge: ভর্তি সহায়িকা থেকে দেখলেই হবে।
.

★ ফ্যাকাল্টি_অফ_সিকিউরিটি_এন্ড_স্ট্র্যাটেজিক_স্টাডিস বা (FSSS) এর অন্তর্ভুক্ত বিষয় সমূহ–
.
I) BSS(Hons) in International Relations
ii) LL.B(Hons)
iii) BSS(Hons) in Mass Communication & Journalism

👉 বিজ্ঞান বিভাগ:
সর্বমোট ৮.৫০ জিপিএ (SSC + HSC)

SSC & HSC -৪.০০ জিপিএ (নূন্যতম)

👉 ব্যবসায় শিক্ষা বিভাগ:
সর্বমোট ৮.২৫ জিপিএ (SSC + HSC)

SSC & HSC- ৩.৭৫ জিপিএ (নূন্যতম)

👉 মানবিক বিভাগ:
সর্বমোট ৮.২৫ জিপিএ(SSC + HSC)

SSC & HSC- ৩.৭৫ জিপিএ (নূন্যতম)

◼ মান বন্টনঃ(MCQ) -১০০ নম্বর
সাধারণ জ্ঞান- ৩০, ইংরেজী-৫০ ও বাংলা- ২০

প্রশ্নব্যাংক/গাইড:
BUP ভর্তি পরীক্ষার জন্য অনেক বই বা ভর্তি সহায়িকা বাজারে রয়েছে তবে সবচেয়ে ভালো ও নির্ভুল ভর্তি গাইড হচ্ছে “NEXUS BUP FSSS ভর্তি সহায়িকা” এই গাইডটি থেকে ৯০% প্রশ্ন কমন পাবা। তাই আজেবাজে ভুলে ভরা বই ফলো না করে নিজেকে শতভাগ প্রস্তুত করতে “NEXUS BUP FSSS ভর্তি সহায়িকা” ফলো করো। এটা ফলো করলেই শতভাগ প্রস্তুতি হয়ে যাবে। তারপরও নিচে কিছু সহায়ক বই নাম দিয়ে। দিলাম।
Booklist:
বাংলা:
১. এইচএসসির ১ম পত্র মূল বই ও
২. একুশে বাংলা ব্যাকরণ
৩. নেক্সাস বাংলা বিরচন
ইংরেজি:
১. English Written+MCQ, NEXUS Grammar, NEXUS Memorising & NEXUS Vocabulary
General Knowledge: ভর্তি সহায়িকা থেকে দেখলেই হবে।
.

লক্ষ্যণীয় :
১) জিপিএর উপর “প্রাথমিক বাছাই” হয়ে নির্দিষ্ট
সংখ্যক শিক্ষার্থীকেই কেবলমাত্র ভর্তি পরীক্ষায়
অংশগ্রহন করতে দেয়া হবে।
২) MCQ প্রশ্নে পরীক্ষা হয়।
৩) এমসিকিউ তে চান্স পেলে পরবর্তীতে ভাইবা পরীক্ষার জন্য অবতীর্ণ হতে হবে। এমসিকিউ + ভাইবা ২ টাতে চান্স পেলেই তবে বিইউপির জন্য নির্বাচিত হওয়া যাবে।

এরপর মেডিকেল টেস্টের রিপোর্ট জমা করতে হবে ।
.
বিঃদ্রঃ কোনো ইলেক্ট্রনিকস ডিভাইস বা ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

————————————————-