জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই গায়ে হলুদ অনুষ্ঠান

কনের গায়ে হলুদ হবে। হলুদ বাটা হলো, বাড়ি সাজানো হলো, অতিথিও ১০০ জনের বেশি কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠানটি পাত্র/কনের পরিবারের লোক আয়োজন করেনি, আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরই ক্যাম্পাসে।

যা রীতিমত সাড়া ফেলেছে পুরো বিশ্ববিদ্যালয়ে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ ত্রিশালে। নাদিয়া আফরিন নিগার ময়মনসিংহ ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থী। পড়েন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে। পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয়েছে একই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক ইমরান হাসানের সাথে। বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামি ৭ অক্টোবর।

২ অক্টোবর (বুধবার) বিকাল ৪ টা ৩০ মিনিটে তার গায়ে হলুদের অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা হয় যা রীতিমত অবাক করেছে নাদিয়া আফরিন নিগারকে। বিশ্ববিদ্যালয়ের ১ং গেট সংলগ্ন ‘সাওদা’ হোটেলের দো তোলায় জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। নাদিয়া আফরিন নিগার জানান, প্রত্যেক ভার্সিটি থেকেই যাদের পড়তে থাকা অবস্থায় বিয়ে হয় তদেরকে হল থেকে একটা হলুদ দেয় সিনিয়ররা, জুনিয়ররা, ফ্রেন্ডরা।

আমাদের ভার্সিটিতে এই ট্রেডিশন নাই। ইমরান(পাত্র) আর আমি দুইজনই ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী। ইমরান বিশ্ববিদ্যালয়ের ৫ ব্যাচ আর আমি ১২ ব্যাচের। আমার ফ্রেন্ডরা চেয়েছে এটা মেমোরেবল হোক সবার জন্য। আমার তিন কাছের বন্ধু সামান্তা, মিত্রা ও রিফাতের উদ্যোগ ছিলো এটি। আর পাশে ছিলো ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ।

আর আজকের অনুষ্ঠানে যোগদান করেছে মোটামুটি সব ব্যাচ, জুনিয়র সিনিয়র অনেকেই উপস্থিত ছিল। ওরা চেয়েছে একসাথে আনন্দ করুক। পূজার বন্ধে আমার বিয়ে হবে। আমার বাসা ঢাকায়।। সবাই যেতেও পারবে না। এজন্যই এই আয়োজন করেছে তারা।

নিগার আরো জানান, ক্যাম্পাসে এই গায়ে হলুদের অনুষ্ঠান আয়োজনের যিনি প্রধান উদ্যেক্তা সে আমার বান্ধবি সামান্তা। আমি জানতামই না সে আমাকে এই ভাবে অবাক করে গায়ে হলুদের অনুষ্ঠানটি করবে। এই আয়োজনের কথা আমি বাসায় বলেছি। সবাই-ই সারপ্রাইজড আর খুশি খুব যে আমি এমন কোথাও থাকি যেখানে আমার আরেকটা পরিবার আছে।

আয়োজনের উদ্যেক্তা সামান্তা জানান, নাদিয়ার বিয়ে ঠিক হওয়ার পর থেকেই রেগুলার ক্লাস, টিউশনির চাপে বিয়ের শপিং, প্রিপারেশন কোনকিছুতেই ঠিকভাবে সময় দিতে পারছিলাম না, বারবার নাদিয়া বলছিলো সে হলুদের ঝামেলা করবে না, হলদের প্রোগ্রাম স্কিপ করবে।

আর তাছাড়া ওর বিয়ের অনুষ্ঠান ঢাকায় হওয়ায় বেশিরভাগ বন্ধুরা ওখানে যেতে পারবে না, এজন্যই আরকি মূলত ক্যাম্পাসে হলুদ করা। জানিনা কতটুকু করতে পেরেছি কিন্তু সবাই সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের সবার জন্য দিনটাকে মেমোরেবল বানানোর।আগামি ৭ অক্টোবর বিয়ের দিন ধার্য হয়েছে। নাদিয়া আফরিন নিগার ও ইমরান হাসান সকলের কাছে দোয়া চেয়েছেন।

সিফাত শাহরিয়ার প্রিয়ান
জাককানইবি, ত্রিশাল ময়মনসিংহ