আবেদন করার যোগ্যতাঃ
১. এস.এস.সি তে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪ out of ৫ এর মধ্যে থাকলেই হবে।( optional সাবজেট সহ)। অবশ্যই এস.এস.সিতে উচ্চতর গণিত থাকতে হবে।

২. এইস.এস.সি পরীক্ষার শর্তটা প্রতি বছর বোর্ড পরীক্ষার রেজাল্ট এর উপর কিছুটা নির্ভর করে। উচ্চতর গণিত, পদার্থ, রসায়ন, বাংলা, ইংরেজি এই পাচটি সাবজেক্ট এর ২৫ পয়েন্টের মধ্যে
২০১৮ সালে ২২.৫ পয়েন্ট চাইছিলো।(বোর্ড পরীক্ষার রেজাল্ট খারাপ ছিলো,, এ+ এর সংখ্যা কম ছিল।
২০১৭ সালে ২৩ পয়েন্ট চাইছিলো।

২০১৬ সালে ২৪ পয়েন্ট চাইছিলো। এই বছর এ+ এর সংখ্যা অনেক ছিলো।

৩. এস.এস.সি পরীক্ষা ২০১৬ সাল বা ২০১৭ সালে পাস করতে হবে।
৪.এইস.এস.সি অবশ্যই ২০১৯ পাস করতে হবে।

কোন বিষয়ের নির্দিষ্ট জিপিএ উল্লেখ্য করে না। যেমনঃ ২০১৮ সালে ইংলিশে B পেয়েও যদি উপরোক্ত পাচটা সাবজেক্ট এ ২২.৫ থাকে তাহলে সে পরীক্ষা দিতে পারছিলো।।

২০১৯ এ ৩ বিষয়ে ৪৮০+ থাকলে আবেদন করা যাবে ।

ভর্তি পরীক্ষার জন্য যোগ্য ১২০০০ জন নির্বাচনঃ
বুয়েট এ ভর্তি পরীক্ষার জন্য আবেদন করে অনেক। কিন্তু বুয়েট মোট ১২০০০ জনকে ভর্তি পরীক্ষা দিতে দেয়। এই ১২০০০ জন নির্বাচন করার একটা পদ্ধতি আছে।
১. তিনটি সাবজেক্ট ( উচ্চতর গণিত, পদার্থ, রসায়ন) এর মোট নাম্বারের ভিত্তিতে প্রথম ১২০০০ জনকে সিলেক্ট করা হয়। ২০১৮ তে এটা লাস্ট ছিলো ৪৬৫ নাম্বার। ২০১৭ তে ৪৮৬, এবং ২০১৬ তে ৫৩৯ নাম্বার।
২. দেখা গেল ১২০০০ তম সিরিয়ালে অনেক জন আছে।। সেক্ষেত্রে পর্যায় ক্রমে উচ্চতর গণিত, পদার্থ, রসায়নের বেশি নাম্বারের ভিত্তিতে ১২০০০ তম পজিশন সিলেক্ট করা হয়। সবার আগে ম্যাথের নাম্বারটা দেখা হয়।

২০১৯ সালের এইস.এস.সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৪১ হাজারের বেশি A+ পেয়েছে। তাই এবার যে যে শর্ত থাকার সম্ভবনা আছেঃ

১. GPA ২৫ পয়েন্টের মধ্যে ২৩ চাইতে পারে
২. পদার্থ, ম্যাথ, রসায়নের মোট নাম্বার ৫০০ এর উপরে থাকলে ভর্তি পরীক্ষার জন্য যোগ্য হওয়ার সম্ভবনা অনেক বেশি থাকবে।

Md Ashikur Rahman
CE’ 18, BUET

যোগ দিন হতে চাইলে BUET’ian