কৃষির সমন্বিত ভর্তি পরিক্ষায় ভাল করার জন্য সাজানো গোছানো ও বেসিক সমৃদ্ধ পড়াশোনার বিকল্প নেই। অল্প কিছুদিনের গোছানো পড়াশোনার মাধ্যমে তুমি পৌঁছে যেতে পারো দেশের শীর্ষস্থানীয় কৃষিবিশ্ববিদ্যালয় গুলোতে।

প্রথমেই বলে নেই GPA মার্কস সহ ২০০ তে Around 160 এ চান্স হয়

পরিক্ষায় ভাল করতে হলে যা যা করতে হবেঃ

👉যেকোনো ভর্তি পরিক্ষায় ভাল করার একটা অন্যতম শর্ত হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে ফেলা। তাই প্রথমত তোমাদের অবশ্যই সকল কৃষির বিগত সালের প্রশ্ন গুলো সবার আগে খুব ভলকরে পড়ে ফেলতে হবে। কারন প্রশ্ন + টাইপ মিলিয়ে ৪০% পর্যন্ত রিপিট হয়। আর বিগত সালের প্রশ্ন পড়লে তুৃমি নিজেই বুজতে পারবে কোন কোন টপিকস থেকে বেশী প্রশ্ন আসে, প্রশ্নের প্যাটার্ন কেমন হয় (যেহেতু এইবার বাকৃবি নেতৃত্ব দিচ্ছে তাই প্রশ্নের প্যাটার্ন বেশী সম্ভব বাকৃবির মতই হবে) এবং কোনগুলো ইম্পরট্যান্ট । মনে রাখবে ইম্পরট্যান্ট টপিকস গুলো সবার জন্যই ইম্পরট্যান্ট এবং ঘুরেফিরে সেগুলো থেকেই বারবার প্রশ্ন আসে

👉👉যেহেতু এইবার বোটানি+ জুওলজি তে ৩০ মার্কস তাই সবার উচিৎ হবে বোটানি(হাসান স্যারের) এবং জুওলজি(আজমল স্যারের) বইটা খুব ভাল করে পড়া। কোন টপিকস গুলো বেশী গুরুত্ব দিয়ে পড়বে তা বিগত সালের সকল কৃষির প্রশ্ন পড়লে ধারনা হয়ে যাবে। সহায়ক বই হিসেবে নেটওয়ার্ক বইটি পড়তে পারো,,,আমি নিজেও পড়েছিলাম।

একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে জীববিজ্ঞানের প্রশ্নে কোনো পেচ নাই,ডিরেক্ট মুখস্থ,তাই জীব এ ২৮ উঠানো কঠিন কিছুনা। জীববিজ্ঞানে ২৮ পেলে তুমার চান্স পাওয়ার প্রায় ৫০% মার্কস হয়ে গেলো। তাই ভাল করার জন্য অবশ্যই জীববিজ্ঞানকে তোমার মেইন টার্গেট রাখতে হবে।

👉👉 কৃষিতে রসায়নে থিওরী টাইপ প্রশ্ন বেশী আসে ম্যাথ টাইপ খুবই কম আসে। তাই সকল কৃষিতে বিগত সালে যে টপিকস গুলো থেকে প্রশ্ন আসছে ঐ টপিকস গুলো হাজারী নাগ স্যার/ রবিউল স্যারের বই থেকে খুব ভাল করে পড়ে ফেলো। কৃষিতে জৈব যৌগ থেকে বেশি প্রশ্ন আসনা,, ২-৩ টা সর্বোচ্চ,,প্রথম পত্রের ২য়,৩য় এবং ৫ম অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে। বিগত সালের প্রশ্ন + ঐ টপিকস গুলো + হাজারী নাগ স্যারের বইয়ের অধ্যায় শেষের mcq গুলো ভালকরে পড়লে খুব সহজেই ২০ এ ১৮ উঠাতে পারবে। সহায়ক বই নেটওয়ার্ক

👉👉পদার্থবিজ্ঞানে প্রায় সব ই ম্যাথ আসে থিওরী খুবই কম আসে। তাই বিগত সালে আসা ম্যাথ গুলো+ ঐ টপিকস এর ম্যাথ + প্রতিটা অধ্যায়ের ইম্পরট্যান্ট টপিকস এর ম্যাথ গুলো বারবার প্র্যাকটিস করো। আমির স্যার/তপন স্যারের বই এর শেষের mcq গুলো অবশ্যই ভালভাবে পড়তে হবে।নেটওয়ার্ক বইটা পদার্থবিজ্ঞানে তোমাকে পরিপূর্ণ প্রস্তুতি নিতে হেল্প করবে আশা করি। এতে প্রশ্ন হার্ড হলেও তুমি মিনিমাম ১৫ পাবে আর সহজ হলে ২০ ও পেতে পারো

👉👉যারা মেডিকেল কোচিং করে তাদের বড় ভয়টা থাকে ম্যাথ নিয়ে। ম্যাথ নিয়ে ভয়ের কিছুই নেই। বিগত প্রশ্ন + টাইপ থেকে এমনিই ১০+ কমন পাবা,,তাই বিগত প্রশ্ন + টাইপ গুলো প্র্যাকটিস করো। ম্যাথ এর বেশী প্রশ্ন আসে অন্তরীকরণ, যোগজীকরণ,সরলরেখা থেকে। যোগজীকরণ এর ক্ষেত্রে সকল বিগত প্রশ্ন উত্তর সহ মুখস্ত করে ফলো কারন ঘুরেফিরে ওগুলাই বারবার আসে। পূর্ণ প্রস্তুতির জন্য নেটওয়ার্ক ফলো করো। বিগত প্রশ্নগুলো + টাইপগুলো ভালভাবে প্র্যাকটিস করলে এবং নেটওয়ার্ক বইটা থেকে অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নিলে ২০ এ ১৮ পাওয়া কোনো ব্যাপার না।

👉👉ইংলিশ সব প্রশ্ন হবে বেসিক গ্রামার থেকে। প্রস্তুতি না নিলেও ক্লাশ ৬-১০ এর বেসিক ধারনা থেকে ৪-৫ টা উত্তর করা সম্ভব।

💥💥English এ যে যে টপিকস গুলো হতে প্রশ্ন বেশী হয়,

Right form of verb(1-2টা)
sentence (1-2টা)
Preposition (1টা)
Narration(1টা)
Voice change(1টা)
Spelling(1টা)
Subject verb agreement(1টা)
Synonym +antonym(1টা)
Proverb (1টা)
Translation (1টা)

💥💥প্রতিটা টপিকস এর ব্যাতিক্রম পার্ট গুলো অনেক ইম্পরট্যান্ট
এইগুলো ভালকরে পড়লে খুব সহজে ৯ মার্কস পাওয়া যাবে

শুভ কামনায়
মোঃ সুমন হোসেন
শেকৃবি