SAU Connect: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজন করেছে অনলাইনভিত্তিক অন্তর্জাল চলচ্চিত্র উৎসব। উৎসব সামনে রেখে স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র জমাদানের আহ্বান করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

প্রথমবারের মত এ আয়োজনে এই চলচ্চিত্র সংসদ যুক্ত করতে যাচ্ছে ”গৃ হ স্পৃহা” নামক পর্ব যেখানে মূলত করোনার ক্রান্তিকালে গৃহবন্দি মানুষগুলো কি চিন্তা করছে, তাদের মনের ইচ্ছাই বা কি তা নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে।

এই করোনাকালে আমরা অনেকেই বিরক্ত হয়ে যাচ্ছে,ভেবে পাচ্ছে না কি করা যায়। আবার অনেকেই কিন্তু চমৎকার সব চিন্তা নিয়ে বসে আছে কিন্তু একটি ভালো প্লাটফরমের অভাবে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ জানতে চায় আপনার ভাবনাগুলোকে চলচ্চিত্রের মাধ্যমে।

গৃহবন্দি চিন্তাগুলোকে মুক্ত করে দেব বিশ্ববাসীর দরবারে। এটি হতে পারে আপনার বার্তা গুলোকে সবার কাছে ছড়িয়ে দেওয়া ও পৌঁছানোর প্লাটফর্ম।এভাবেই গড়ে উঠবে একটা আন্তর্জাল, যেখানে হবে চলচ্চিত্রের উন্মুক্ত চর্চা।।

সংগঠনের সভাপতি ইফতেখার আহমেদ জানান, বিশেষত করোনাভাইরাসের জন্য গৃহবন্দী সারা দেশের মানুষগুলোর স্বাধীনধারার নির্মাতাদের চমৎকার ভাবনাগুলো ,অনুভূতিগুলো চলচ্চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারেন, তার জন্যই এই আয়োজন। পাশাপাশি চলচ্চিত্রের এমন উন্মুক্ত চর্চা এই অবস্থায় বিনোদনের খোরাক জোগাবে গৃহবন্দী মানুষের মাঝে।।

||ঘরে বসে যে কেউ সর্বোচ্চ তিন মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়ে জমা দিতে পারবেন।৩১ মের মধ্যে বাংলাদেশের যেকোনো নাগরিক চলচ্চিত্র জমা দিতে পারবেন। চলচ্চিত্রগুলোর উন্মুক্ত প্রদর্শনীও হবে অনলাইনেই||

শর্তাবলীঃ
১. ফিল্মের কন্টেন্ট অবশ্যই সাম্প্রতিক সময়ের সম সাময়িক হতে হবে।
২. চলচ্চিত্রের দৃশ্য ইনডোর অথবা আউটডোর হতে পারে। চাইলে আগের নেয়া শটও ব্যবহার করা যাবে।
৩. আগের কোনো কাজ সাবমিট করা যাবে না।
৪. অন্য কোনো সাইট কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে পূর্বে প্রকাশিত হলেও সাবমিট করা যাবে।
৫. ব্যক্তিগত কিংবা কোনো প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যবহৃত কোনো কন্টেন্ট দেয়া যাবে না।
৬. চলচ্চিত্রের দৈর্ঘ্য ৩ মিনিটের বেশি হওয়া যাবে না।
৭. নিম্নোক্ত লিংকে গিয়ে চলচ্চিত্র সাবমিট করা যাবেঃ
https://docs.google.com/forms/d/15IrdQvSrghh5sFVm1nqOeOE5NedO01zrnguBi4YLQe0

•সাবমিশনের শেষ সময়ঃ ৩১ মে, ২০২০।

||আগামী ৫ জুন তারিখে উপযুক্ত ২০টি চলচ্চিত্র বাছাইয়ের পর ফেসবুকে স্ক্রিনিং করা হবে|
জুরি সদস্যদের মতামতে ভিত্তিতে ৩ জন বিজয়ী পাবে সার্টিফিকেট ও গিফট||

কোনো প্রশ্ন ও জানার জন্য এবং যোগাযোগ:-http://facebook.com/Saufilmsociety

MD Ismail Hossain
#EdCampusConnector
Sylhet Agricultural University