অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধ করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) প্রযুক্তি সরবরাহ ও পরিচালনার জন্য ৩০ কোটি টাকার যন্ত্রপাতি কিনছে বিটিআরসি। এ যন্ত্রপাতি কিনতে সরবরাহকারী প্রতিষ্ঠানও চূড়ান্ত হয়েছে।

বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) জাকির হোসেন খান সোমবার (৯ নভেম্বর)  সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, যন্ত্রপাতি সরবরাহের জন্য সিনেসিস আইটি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে এবং তাদের চিঠি দেওয়া হয়েছে।

পুরো প্রযুক্তি ব্যবস্থা যৌথভাবে পরিচালনা করবে সেনেসিস আইটি, রেডিসন টেকনোলজি এবং কম্পিউটার ওয়ার্ল্ড।

বিদেশি মুদ্রায় ২৩ লাখ ৯ হাজার ৪৬৯ মার্কিন ডলার এবং বাংলাদেশি ১০ কোটি ২ লাখ ৯২ হাজার ৯৫০ টাকা অর্থাৎ মোট প্রায় ৩০ কোটি টাকায় নির্বাচিত প্রতিষ্ঠান এ প্রযুক্তিসেবা সরবরাহ করবে।