ইঞ্জিনিয়ার’স ডায়েরি ফেসবুক ভিত্তিক অনলাইন সংগঠন, যারা ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, বিজ্ঞানসহ একাডেমিক ও অন্যান্য সামাজিক বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে।

২০১৬ সালের ১৬ এপ্রিল ইঞ্জিনিয়ার’স ডায়েরি ফেসবুক পেজ [https://www.facebook.com/EngineersDiary16/] হিসেবে আত্মপ্রকাশ করে। পরবর্তীতে এটি সব পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিশাল তথ্য ভাণ্ডারে পরিণত হয়।

এর সহযোগী সংগঠন হিসেবে অনেকগুলো ফেসবুক গ্রুপ ও পেজ প্রতিষ্ঠা করা হয়, যেগুলো একাদশ শ্রেণীতে ভর্তি থেকে শুরু করে উচ্চশিক্ষা ও রিসার্চের তথ্য প্রদান করে।

আজ ইঞ্জিনিয়ার’স ডায়েরি পা দিলো ৭ম বর্ষে।

যেভাবে নিজেদেরকে একটি ইকোসিস্টেম তৈরির পথে এগিয়ে নিচ্ছে “ইঞ্জিনিয়ার’স ডায়েরি – Engineer’s Diary”

একজন শিক্ষার্থী এস এস সি পাস করার পর সবচেয়ে জরুরি একাদশ শ্রেণীতে ভর্তি। এবং এর জন্য প্রয়োজন নির্ভুল তথ্য ও সঠিক দিকনির্দেশনা।

এজন্য ইঞ্জিনিয়ার’স ডায়েরি তাদের জন্য করেছে XI Class Admission Info গ্রুপ। সাথে সার্বক্ষণিক যোগাযোগের জন্য একাদশ হেল্প টিম কাজ করছে XI Class Admission Info পেজে।

ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এইচএসসি প্রস্তুতির পালা। প্রস্তুতির সঠিক দিকনির্দেশনা ও প্রতিটি বিষয়ের অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নিয়ে সাজানো হয়েছে ডেডিকেটেড ওয়েবসাইট।

HSC Preparation with Engineer’s Diary গ্রুপ রয়েছে সবসময় তাদের পাশে।

এইচএসসি সম্পন্ন করার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের খুঁটিনাটি তথ্য জানার জন্য তৈরি করা হয়েছে Undergraduation Admission Preparation গ্রুপ। যেখানে বিশ্ববিদ্যালয়ের ভাইয়া/আপুরা সবসময় সহায়তা করতে প্রস্তুত।

উচ্চশিক্ষা/অনার্স পর্যায়ে আমাদের একাডেমিক পড়া বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে ভরসা ইউটিউব। সেখানে হিন্দী এবং ইংরেজিতে টিউটোরিয়াল পাওয়া যায়, যা অনেকের বুঝতে অসুবিধা হয়।

এজন্য ইঞ্জিনিয়ার’স ডায়েরি প্রতিষ্ঠা করেছে “অনুশীলন সমিতি ” নামে আলাদা প্লাটফরম। যেখানে বাংলা ভাষায় বিভিন্ন বিষয়ের টিউটোরিয়াল ভিডিও করে আপলোড করা হচ্ছে ইউটিউব চ্যানেলে । সাথে রয়েছে ওয়েবসাইট, ফ্যান পেজ এবং হেল্প গ্রুপ

বিশ্ববিদ্যালয় পার করার পর উচ্চশিক্ষার তথ্যের জন্য রয়েছে  Post-Graduate Admission Preparation গ্রুপ।

এছাড়া যারা চায় গবেষণা খাতে নিজেদের সমৃদ্ধ করতে, তাদের জন্য তৈরি করা হয়েছে Thesis and Research Papers by Bangladeshi Students গ্রুপ। যেখানে অভিজ্ঞরা সাহায্য করতে হাত বাড়িয়ে আছে।

বাংলা ভাষায় বিজ্ঞানচর্চা বৃদ্ধি ও বিজ্ঞানমনস্ক জাতী তৈরির লক্ষ্যে রয়েছে “বাংলায় বিজ্ঞানচর্চা‘ গ্রুপ ও অনলাইন পোর্টাল

এছাড়া সব ক্যাম্পাসকে একে অন্যের সাথে কানেক্টেড রাখতে বা নিজেদের তথ্য শেয়ারের জন্য রয়েছে Campus Connect গ্রুপ ও নিউজ পোর্টাল

এছাড়া এবছরের বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু যারা করোনায় পড়াশোনা করতে বাধাগ্রস্থ হয়েছে, তাদের অনুশীলন সমিতি আয়োজন করেছে ঘরে বসে অনলাইনে মডেল টেস্ট দেয়ার সুযোগ। বিশ্ববিদ্যালয় ক ও গুচ্ছ প্রস্তুতি, বুয়েট প্রিলি প্রস্তুতি, বুয়েট রিটেন প্রস্তুতি ও মেডিকেল এডমিশনের জন্য রয়েছে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট কার্যক্রম, যা শিক্ষার্থীদের নিজেদের প্রস্তুতি যাচাই করতে সাহায্য করবে। অনুশীলন সমিতি ওয়েবসাইটে গিয়ে মডেল টেস্টে অংশগ্রহণ করা যাবে ।

ভবিষ্যৎ চিন্তাঃ

এ মাসেই ইঞ্জিনিয়ার’স ডায়েরি একটি মাসিক ম্যাগাজিন প্রকাশ করার কাজ শুরু করেছে। এতে থাকবে এক মাসে ঘটে যাওয়া দেশ ও বিদেশের ইঞ্জিনিয়ারিং ঘটনাগুলো নিয়ে রিপোর্ট।  বৈশ্বিক নতুন আবিষ্কার ও এর পেছনের গল্প পাঠকরা জানতে পারবে এই ম্যাগাজিন থেকে। এছাড়া স্কলারশিপ ও রিসার্চ পদ্ধতি ও সুযোগ নিয়ে জানা ও শেখা যাবে।

বিদেশে স্কলারশিপ নিয়ে ইঞ্জিনিয়ারস ডায়েরি সবসময় প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করে থাকে। এজন্য আমাদের ওয়েবসাইটে আলাদা ডিপার্টমেন্ট আছে। সেখানে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।

একাডেমিক ছাড়াও গত ৬ বছর ধরে শিক্ষার্থীদের অধিকার ও নানা সামাজিক ইস্যু নিয়ে সবসময় সরব ছিলো ইঞ্জিনিয়ার’স ডায়েরি। কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন সহ বেশকিছু বড় শিক্ষার্থী মুভমেন্টে ইঞ্জিনিয়ার’স ডায়েরির অবদান অনস্বীকার্য। এসময়কার ইঞ্জিনিয়ারস ডায়েরির কার্যক্রম এনে দিয়েছে দেশ ও দেশের বাইরের অনেক গুণি ব্যক্তিদের প্রশংসা। সামাজিক দায়বদ্ধতা আমরা সবসময় মাথায় রাখী, যে কারণে ইঞ্জিনিয়ারস ডায়েরি’র পোস্টগুলোতে সমসাময়িক ঘটনার প্রাধান্য সবচেয়ে বেশী।

আশা করছি সত্য ও সঠিক পথে চলার এই ধারায় আপনারদের আমরা সবসময় সাথে পাবো।

Regards: engineersdiarybd.com