লাতিন নাম: Khulna University of Engineering and Technology(KUET)
প্রাক্তন নামসমূহ: খুলনা প্রকৌশল কলেজ (1967-1986) Bangladesh Institute of Technology (BIT), Khulna (1986-2003)
নীতিবাক্য :প্রভু আমায় জ্ঞান দাও। Oh Lord! Bestow me with Knowledge.
ধরন: সরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত: ১৯৬৭
আচার্য:রাষ্ট্রপতি আব্দুল হামিদ
উপাচার্য:অধ্যাপক ড. মো আলমগীর ( ২০ জুলাই ২০১০ থেকে বর্তমান )
ডীন:অধ্যাপক. মো: মাহবুব আলম
অধ্যাপক. ডঃ তারাপদ ভৌমিক,
অধ্যাপক ডঃ এ এন এম মিজানুর রহমান
প্রশাসনিক কর্মকর্তা:300+
শিক্ষার্থী: 5200
স্নাতক: 4178
স্নাতকোত্তর:986
ডক্টরেট শিক্ষার্থী:29
Department of Subject: 14
অবস্থান:ফুলবাড়িগেট, খান জাহান আলী, খুলনা, বাংলাদেশ।
শিক্ষাঙ্গন:১০১ একর
অধিভুক্তি:বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইট: www.kuet.ac.bd
হল : ৭
ফজলুল হক হল (প্রথম হল) (আসন ১৭৫ টি)
♠খান জাহান আলী হল (আসন ৩০০ টি)
♠ডঃ এম এ রশিদ হল (আসন ১৭৫ টি)
♠লালন শাহ হল (আসন ৩০০ টি)
♠রোকেয়া হল (মহিলা হল) (আসন ৪০০ টি
♠অমর একুশে হল (আসন ৫৫০ টি)
♠বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল (আসন ৫৫০ টি)
কুয়েটের শক্তি:Senior-Junior Understanding.
Job Market:অন এভারেজে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং জব মার্কেটে এখন বুয়েটের চেয়েও কুয়েটের স্টুডেন্টদের প্রিফারেন্স বেশী, দেশে এক নাম্বার প্রায়োরিটি বলা যায়। . . দেশের সবথেকে বড় বড় ইঞ্জিনিয়ার বেইসড কোম্পানি এখন কুয়েটিয়ানরাই চালাচ্ছে।
হায়ার স্টাডি:হায়ার স্টাডির ক্ষেত্রে বুয়েটের দীর্ঘ্য সময় ধরে লম্বা এলামনাই চেইন থাকাতে কুয়েট এখনো ওই পজিশন ধরতে পারে নাই কিন্তু সেখানেও বুয়েটের পর পরেই কুয়েটের প্রিফারেন্স আছে।
রিসার্চ:ছাত্র সংখ্যার অনুপাতে এই বছর দেশে রিসার্চ আর্টিকেল পাবলিকেশনে যেকোনো বিশ্ববিদ্যালয়ের মধ্যে কুয়েট টপে।
পরিশেষে কিছু কথা:বুয়েট দীর্ঘদিন ছিলো দেশের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং মানেই দেশে বুয়েট বুঝতো। সেটাও চিনতে মানুষ সময় পেয়েছে প্রায় ৪০ বছর।
সেই তুলনায় কুয়েট নিতান্তই নতুন।
একটু কম চিনবে সেটা স্বাভাবিক নয় কি?
কিন্তুু,এত কম সময়ে একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের এত সফলতা সবাই কে অবাক করে দেয়।
কুয়েট থেকে পাশ করে একসময় আপনি হবেন দেশের প্রতিষ্ঠিত কম্পানিতে জব করা প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার। কুয়েটের গাধা-গরুগুলিও কীভাবে কীভাবে ৫-৬ বছর পর বড় বড় কোম্পানির ইঞ্জিনিয়ার বেঞ্চের উপরে চলে যায়। এইটাই কুয়েটের সাফল্য।
Salute Engineers…
Proud to be a Kuetian…
Ruksad Rifat
BECM,2k17
KUET💜