আমার নিজের একটা পার্সোনাল স্কলারশিপ এক্সেল শীট ডাটাবেজ বানানো আছে যেটাতে ২০১৭-১৮ সালে গ্লোবাল লেভেলে বাংলাদেশীদের জন্য কি কি স্কলারশিপ অপরচুনিটিজ আছে সেগুলো ইন ডিটেইলসে সেভ করে রেখেছিলাম।

সেই ডাটাবেজ আপডেট করতে গিয়ে বুঝলাম, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবার ফলে গত কয়েক বছরে অনেকগুলো গ্লোবাল স্কলারশিপ স্কিম থেকে বাদ পড়ে গেছে।

তাই বলে কি আমরা স্কলারশিপের জন্য এপ্লাই করব না, করব না আমরা এপ্লাই? অবশ্যই করব। 😀

আমি বিলিভ করি যে, এভেইলএবল যেসব অপরচুনিটিজ আছে, সেগুলোর জন্য অবশ্যই আমাদের ইয়াং স্টাররা সেরা ফাইট দেবে।

আমার এই সিরিজে একটা করে স্কলারশিপ প্রোগ্রাম নিয়ে আলোচনা করব প্রতিটা লেখায়। আজকে বিষয় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক – জাপান স্কলারশিপ প্রোগ্রাম।

এডিবি-জাপান স্কলারশিপ প্রোগ্রামঃ যারা ইয়াং প্রফেশনাল, অলরেডি দুবছরের জব এক্সপেরিয়েন্স আছে, এবং ফ্রেশ গ্রাজুয়েট তারা এই প্রোগ্রামের জন্য এপ্লাই করতে পারবেন বাংলাদেশ থেকে।

প্রতিবছর ৩০০ এর মত স্কলারশিপ দেয়, নয়টা দেশের যেকোন একটাতে পড়ার সুযোগ আছে এবং চারটি মেজর ফিল্ডে এই স্কলারশিপগুলো দেয়া হয়।

ফিল্ডগুলো হলঃ
a) Science and Technology:
Agriculture, Biological Science, Computer Science, Energy, Engineering, Environment, Forestry, Genetics, and Health

b) Economics, Business and Management:
Accounting, Business Administration/Management, Commerce, E-Business, Entrepreneurship, Economics, Finance, International Cooperation, and Social Sciences

c) Development Studies:
Asia Pacific Studies, Development Management, and Development Studies

d) Law and Public Policy:
International Business Law, International Environmental Law, Policy Studies, Political Science, Public Administration, and Public Policy

এই স্কলারশিপে আপনি কি কি পাবেনঃ
*সম্পূর্ণ বিনা বেতনে পড়ালেখার সুযোগ
*আবাসন ভাতা প্রাপ্তি
*শিক্ষাসামগ্রী ক্রয়ের জন্য অ্যালাউন্স প্রাপ্তি
*হেলথ ইনস্যুরেন্সের সুবিধা
*ইকোনমি ক্লাসে ফ্রি বিমান টিকিট
*ভিসা ফি
*রিসার্চ অ্যালাউন্সসহ অন্যান্য সুবিধা

প্রোগ্রামের ব্রশিউর এখান থেকে ডাউনলোড করতে পারবেনঃ https://www.adb.org/publications/asian-development-bank-japan-scholarship-program-jsp-brochure

এপ্লিকেশন ডেডলাইনঃ এটা কোর্স ও ইন্সটিটিউট ভেদে ভ্যারি করে। আপনাকে ইন্সটিউট ও কোর্স ওয়েবসাইট থেকে বিস্তারিত জেনে নিতে হবে, না বুঝতে পারলে ভার্সিটিতে মেইল পাঠাতে হবে। তবে কোর্স শুরু হবার মিনিমাম ছমাস আগে সব কিছু কমপ্লিট করে ফেলতে হবে এমনটাই বলা আছে ওদের এপ্লিকেশন প্রসিডিউর পেজে।

Academic Institutions and Course এর লিস্ট এই লিংকে পাবেনঃ
https://www.adb.org/work-with-us/careers/japan-scholarship-program/institutions#accordion-0-0

এপ্লিকেশন প্রসিডিউরঃ https://www.adb.org/work-with-us/careers/japan-scholarship-program/procedures-applying

প্রোগ্রাম নিয়ে যদি মনে কোন প্রশ্ন থেকে তার অনেক উত্তর পেয়ে যাবেন এই লিংকেঃ https://www.adb.org/work-with-us/careers/japan-scholarship-program/faq

সর্বশেষ বলব, প্রোগ্রাম ওয়েবসাইট ঘেটে সব তথ্য সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার করে এপ্লাই করা ভাল। এটা ওদের মেইন ওয়েবসাইট (https://www.adb.org/work-with-us/careers/japan-scholarship-program), চেক করে দেখুন।

যেহেতু এই প্রোগ্রাম বছরব্যাপী চলতে থাকে, আপনার সাব্জেক্ট ইন্সটিটিউট দেখে কবে কখন এপ্লাই করতে হয়, রিকয়েরমেন্ট কি চায়, ডকুমেন্টস কি লাগে সেগুলো নোট করে রাখুন, কি কি লাগে এপ্লাই করতে সেগুলো রেডি করে রাখুন।

পারলে, ফেসবুক, লিংকডইন, টুইট্যারে ওদের এলাম্নাইদের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করুন, তাদের কাছে জানতে চান যে কিভাবে তারা প্রিপারেশন নিয়েছিলেন।

স্কলারশিপ এপ্লিকেশন ব্যাপারটা একটা বিশাল আয়োজনের ব্যাপার, লেগে থাকা লাগে প্রচুর। বেশিরভাগ মানুষ এই লেগে থাকা ব্যাপারটায় হাল ছেড়ে দেয়।

আমার কথা হল, হাল ছেড়ে দেয়া যাবে না। এপ্লাই করে যেতে হবে, ইউ নেভার নোউ হোয়াট উইল ওয়ার্ক।

পরের পর্বে ওয়ার্ল্ড ব্যাংকের স্কলারশিপ নিয়ে আলোচনার ট্রাই করব।

সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। 🙂

Written by Bari Hasan Shuvo