অবশেষে ইংরেজি ভাষায় উড়ন প্রকৌশল বা Aerospace Engineering পড়ার সুযোগ এল জার্মানিতে। এই কোর্সটি চালু হয়েছে জার্মানির ও বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিশ্ববিদ্যালয় টেকনিকাল ইউনিভার্সিটি অব্ মিউনিক (Technical University of Munich) এ।

প্রয়োজন হবে না কোন টিউশন ফী এর। শুধু থাকা-খাওযার খরচ প্রয়োজন হবে। কোর্সটি সম্পূর্ণভাবে ইংরেজিতে করা যাবে। জার্মান ভাষার প্রয়োজন নেই।

বাংলা মাধ্যমে এইচএসসি করে আসা শিক্ষার্থীদের যা প্রয়োজন হবেঃ

১/ ৬-১৩ মাসের জন্য Studienkolleg করে Feststellungsprüfung দিতে হবে। গণিত, পদার্থ বিজ্ঞান ও রসায়নে ভাল ফলাফল আবশ্যক।

২/ ইংরেজি ভাষায় দক্ষতা। IELTS: 6.5 বা TOEFL: 88 (iBT).

৩/ সামান্য জার্মান ভাষার দক্ষতা। DSH-1 (B2 level) পাশ করলেই হবে। এটা শুধু ভর্তির জন্য। লেখাপড়া সব হবে ইংরেজিতে। তবে জার্মানিতে চলতে কিছু জার্মান জানা প্রয়োজন।

জার্মানিতে স্মাতক করলে তোমরা Airbus, Lilium, MTU, Rolls-Royce সহ অসংখ্য কোম্পানিতে কাজ করতে পারবে। পারবে বড় বড় বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে। অনেক স্কিল শিখতে পারবে। তবে প্রচুর পরিশ্রম করতে হবে।

যারা এপ্লাই করবে, তোমাদের জন্য অনেক শুভকামনা।

মনে রাখবেঃ Sky is not the limit. That’s merely where it all begins!

বিস্তারিতঃ
https://www.tum.de/en/studies/degree-programs/detail/aerospace-bachelor-of-science-bsc

তথ্যসূত্রঃ হাসান সাদ ইফতি, এরোস্পেস ইঞ্জিনিয়ার।

বর্তমানে অক্সফোর্ডে অধ্যয়নরত।

আরো লেখাঃ https://engineersdiarybd.com/rocket-scientists/