আমরা তো জামা কাপড় পড়ি নানা কারনে। প্রকৃতি থেকে বাঁচার জন্য, শরীর ঢাকার জন্য এবং নিজেদের সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।
মনে করুন আপনার দেশে গরমকাল এখন। আপনি অবশ্যই গরমে আরাম পাবেন এমন কাপড় ই সিলেক্ট করবেন।
কিন্তু এক ই সাথে আপনার ভাবনায় থাকবে, এ কাপড়ে আমাকে মানাবে তো? সুন্দর লাগবে তো?
আপনি লুঙ্গি পড়ে আর স্যান্ড্রো গেঞ্জি পড়ে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স এ চেক ইন দিবেন না- কারন মানানসই না ব্যাপারটা আপনার সাথে (হয়ত)।
আপনি এ কাপড় দিয়েও কিন্তু বেসিক প্রয়োজন মিটাতে পারেন- এজন্য বাড়িতে বা পাড়ায় হয়ত এটা পড়েন।
আপনার বাড়ির ডিজাইনেও এটা প্রযোজ্য। ধরুন আপনার ৩ টি বেডরুম, ২ টি টয়লেট, ১ টি কিচেন দরকার।
আপনি এত টুকু হয়ত নিজেই প্ল্যান করে ফেলতে পারবেন।
এজন্য এদেশে ছোটখাট বাড়ির ডিজাইন অনেক ক্লায়েন্ট বা রাজমিস্ত্রিরাই করে ফেলে।
কিন্তু এটা অনেকটাই লুঙ্গি আর স্যান্ড্রো গেঞ্জি লেভেল এর ডিজাইন।
এ ডিজাইনে কম্পোজিশন, ফর্ম, স্পেস, অর্ডার , ভিউ, ফাসাদ-ওপেনিং এর ডিটেইল, সেন্সুয়াল পারসেপ্সান, অরগ্যানাইজেশন, এপ্রোচ, অর্ডারিং প্রিন্সিপাল (রিদম, হাইয়ারারকি, ডাটাম, এক্সিস,সিমেট্রি, রেফারেন্স), প্রোপোরশন,স্কেল এবং আরো অনেক কিছু মিসিং থাকবে।
কারন এটা যাদের মস্তিস্ক প্রসূত তারা এসব ৫ বছর ধরে একাডেমীতে পড়ে আসেন নাই। আপনি নিজের জন্য যা ভাল বুঝেন তাই করবেন,স্বাভাবিক। আপনি নিজেই নিজের কাপড় এর সিদ্ধান্ত নিবেন।
কিন্তু সেখানে একটু মানানসই এবং সৌন্দর্য সচেতন ড্রেস সিলেকশন আপনার রুচি এবং বংশের পরিচায়ক হবে হয়ত।
একজন স্থপতি বা আর্কিটেক্ট ঠিক এই জায়গায় রিলেভেন্ট। এটাই তার কল।
এটাই তার ডিসিপ্লিন এর একটি বড় পার্ট- ফাংশন আর আরামদায়ক ডিজাইন নিশ্চিত করার পাশাপাশি।
আমাদের ডিজাইন শিখানোর একটি বড় অংশ জুড়ে থাকে চোখ তৈরি করা। ভাল রুচিবোধ আর সৌন্দর্যবোধ তৈরী করা।
কম্পোজিশন, ফর্ম, প্রপোরশন,স্কেল মেইন্টেইন করে কিভাবে সমাধান দেয়া যায় তাদের শেখানো হয়।
আলো ছায়া, ডিটেইল, আর ইনোভেটিভ আইডিয়া নিয়ে এক্সপ্লোর করে অনেক দিনের অভিজ্ঞতার পর তৈরী হয় তাদের এইরকম কালোত্তীর্ণ কাজ করার সামর্থ্য।
একেকজনের একেকরকম ফিলোসফি-স্টাইল ডেভেলপ করে।
নটরডেম কলেজের রেজা স্যার বলেন ” অঙ্ক তো মুদির দোকানদার ও পারে। আমার ছাত্ররা প্রাক্টিস করবে ম্যাথ (গণিত) ।”
ডাল ভাত তো বুয়াও রান্না করে বাসায়। আপনি তো গেস্ট কে দেখাবেন পোলাও- কোরমা আর স্টেক।
আপনার বাড়ি ও তার অন্দরমহল এ সারাদিন কাজ এর পর ঢুকে আরাম এর পাশাপাশি যদি একটু ভাল রুচির সুন্দর স্পেস ই না দেখলেন- কি জন্য এত কিছু?
বাড়ি এবং পোশাকে আসলে রুচি এবং বংশ চেনা যায়।
আপনার কি মনে হয়? ৫-৬ বছর গাধার খাটনি দিয়ে সায়েন্স এন্ড টেকনোলোজিক্যাল ইউনিভার্সিটিতে যিনি পড়ে স্থাপত্য আর ডিজাইন শিখলেন- তিনি কিছু বাড়তি ভ্যালু এড করার যোগ্যতা রাখেন না?
এই ৫ বছরে ডিজাইন শিখতে গিয়ে তামাম দুনিয়ার আর্ট, এস্থেটিক্স, টেকনোলোজি, আর্কিটেকচার , মেগা স্ট্রাকচার, ইন্টেরিয়র, আরবান স্পেস, ল্যান্ডস্কেপিং, ফর্ম ,স্কাল্পচার, অর্ডার স্টাডি করে তারা যে জ্ঞান লাভ করেন -তার সকল কিছু ঢেলে আপনার বাড়ি বা স্পেস ডিজাইন করেন তারা।
মস্তিস্ক ও মনন- দুই এর সমন্বয়ে দাঁড়ায় তাদের ডিজাইন। এক ফর্মুলায় ফেলে -ক্লোন স্ট্যাম্প করে ডিজাইন করা যায় না।
একেকটা ডিজাইন একেকটা সন্তানের মত তাদের কাছে। একেকটা আলাদা এন্টিটি।
নট জাস্ট লাইক দ্যাট ম্যান।
এটা স্পেশালাইজড সাবজেক্ট। এটা একটা প্রফেশন। এটা একটা ডিসিপ্লিন।
– নাজমুল হক নাঈম, স্থপতি ও শিক্ষক (বি আর্ক, বুয়েট)
আরো ছবি দেখুন এই লিংকে