“প্রোফাইলে works at Facebook তো যে কেউই লিখতে পারে, কিন্তু ফেইসবুকে সত্যিই Research Scientist হিসেবে কয়জন জয়েন করতে পারে?

মনে পড়ে HSC এর পরে আমরা একসাথে Mentors এ IBA এর কোচিং করতাম।

দুর্ভাগ্যবশত আমাদের দুজনের কারোরই IBA তে চান্স হয়নি।

Now he has joined as a Research Scientist at Facebook and I’m working as a Software Engineer at Google.

মাঝে মাঝে মনেহয় IBA তে চান্স না পাওয়া হয়তো একটা আশীর্বাদ ছিল।

You never know what’s waiting ahead in your life! 🙂

Congratulations Shehab! ”

এভাবেই সদ্য রিসার্চ সাইন্টিস্ট হিসেবে যোগ দেয়া শিহাব খানকে শুভেচ্ছা জানান গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার জুলকারনাইন মাহমুদ।

গত ৮ সেপ্টেম্বর রিসার্চ সাইন্টিস্ট হিসেবে যোগ দেয়ার কথা নিজের ফেসবুক আইডিতে জানান আহমেদ শিহাব খান।

এর আগে তিনি ফেসবুক এপ ডিপার্টমেন্টেও কাজ করেছিলেন।

শিহাব খান আন্ডারগ্রাজুয়েট সম্পন্ন করেছেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে, মিলিটারি ইন্সটিটিউট ওব সাইন্স এন্ড টেকনোলোজি থেকে।

এরপর তিনি লেকচারার হিসেবে MIST তে যোগ দিয়েছিলেন।

ইউনিভার্সিটি ওব সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে তিনি “কম্পিউটার ভিশন” বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। এরপর সেখানে রিসার্চ এসিস্ট্যান্ট এবং টিচিং এসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।

স্যামসাং বাংলাদেশ এর রিসার্চ এবং ডেভেলপমেন্ট বিভাগেও তিনি দায়িত্ব পালন করেছেন।

তার গ্রামের বাড়ি সিলেট এ।

সামারফিল্ড স্কুল এন্ড কলেজ এবং কুমিল্লা ক্যাডেট কলেজের তিনি প্রাক্তন ছাত্র।

তার যোগদানের আগেরদিনই ফেসবুক প্রথমবারের মতো বাংলাদেশ এর জন্য আলাদা একজন ব্যবস্থাপক নিয়োগ দেয়।