প্রতিষ্ঠা: দেশের সবচেয়ে পুরাতন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ভিতর AIUB অন্যতম। ১৯৯৪ সালে ফিলিপাইনের AMA গ্রুপ এবং বাংলাদেশের ড. আনোয়ারুল আবেদীন স্যারের বিনিয়োগে প্রতিষ্ঠা লাভ করে এই বিশ্ববিদ্যালয়টি।
শুরুর দিকে এই বিশ্ববিদ্যালয়ের নাম ছিল AMA INTERNATIONAL UNIVERSITY-BANGLADESH. পরবর্তীতে AMA গ্রুপ তাদের বিনিয়োগ উঠিয়ে নিলে বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয় AMERICAN INTERNATIONAL UNIVERSITY-BANGLADESH.
প্রতিষ্ঠার পর থেকেই দেশের শিক্ষার মানউন্নয়নে গুরত্বপূর্ণ অবদান রাখছে বিশ্ববিদ্যালয়টি। যার ফলাফলস্বরুপ AIUB আজ দেশের অন্যতম সেরা এবং প্রথম সারির বিশ্ববিদ্যালয়।
ক্যাম্পাস :- কুড়াতলী, কুড়িল এ প্রায় ৩0 বিঘা জায়গা এর উপর অবস্থিত। এড়িয়া টা অনেক বড়। বাংলাদেশের সবচেয়ে সুন্দর ক্যাম্পাস গুলার মধ্যে অন্যতম AIUB । প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশ এবং পড়াশুনার জন্য উপযোগী জায়গা।
ফ্যাকাল্টি :- AIUB এর ফ্যাকাল্টি মেম্বার্সরা শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে যেমন ভালো ঠিক তেমনি ফ্রেন্ডলি । ক্লাস এ আপনার কোন জিনিস বুঝতে সমস্যা হলে সপ্তাহে ২০ ঘন্টা তারা TSF দিয়ে থাকে। সেইটা তে গিয়ে আপনি আপনার সমস্যা গুলো সলভ করে নিতে পারবেন।
তাছাড়া প্রাইভেট ইউনিভার্সিটির মদ্ধ্যে CSE Department এ সবচেয়ে বেশি PhD holder আছে AIUB তে। সর্বমোট ২৭ জন।
ল্যাব :- AIUB এর ল্যাব সুবিধা নতুন করে বলার মত কিছু নাই। AIUB এর ল্যাব ফ্যাসিলিটিস টপ নচ। উপমহাদেশের সবচেয়ে বড় ভার্চুয়াল ল্যাব সেটাপ আছে AIUB তে।
তাছাড়া রয়েছে মিলিটারি গ্রেড টায়ার -২ ডাটা সেন্টার। বাংলাদেশ এর প্রথম mac lab ও কিন্তু AIUB তে ই। ল্যাব সম্পর্কে আরও জানতে AIUB এর website ঘুরে আসতে পারেন।
*AIUB প্রাইভেট এর রোল মডেল হিসেবে select হইছে।
* CISCO কি সেইটা যারা CSE তে পড়েন তারা ভাল জানেন। AIUB, CISCO তে Asia Pacific Region এর টানা কয়েকবার এর চ্যাম্পিয়ন।
* AIUB, NASA Robot Challenge এ Top 3 এ ছিল।
* AIUB পরপর ৪ বার NASA Robot Challenge এ যাচ্ছে এবং বাংলাদেশে প্রথম কোনো ভার্সিটি যে তারা ৪ বার নাসাতে যাওয়ার গৌরব অর্জন লাভ করে।
* EEE Department এর বড় ভাই রা ২০১৪-১৫ তে
একটা মিনি সাবমেরিন ও বানাইছিল যেইটা অন্য মিনি সাবমেরিন থেকে বেশি গভীর এর ছবি তুলতে সক্ষম ছিল।
* Team Rapture এর 3rd eye এর কথা না ই বলি, এইটা নিয়ে অনেক এই জানেন আর যারা জানেন না তারা Youtube এ একটু 3rd eye by Team Rapture লিখে search দিয়েন ভিডিও পাবেন দেখে নিয়েন। 3rd eye যেটা কিনা, Microsoft imagine cup এ people’s choice award জিতেছিল এবং বাংলাদেশের নাম বিশ্বের কাছে তুলে ধরেছিল।
*Google এ বাংলাদেশ থেকে যিনি প্রথম চাকরি পান এবং বাংলাদেশের একমাত্র google এর প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার জাহিদ সাবুর তিনি একজন AIUBIAN। তাছাড়া বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সর্বপ্রথম NASA য় সায়িন্টিস্ট হিসাবে যোগদান করেন একজন AIUBian.
**ICPC (international collegiate programming contest) এ dhaka regional এ প্রায় প্রতিবছরি প্রাইভেট ইউনিভার্সিটির মদ্ধ্যে AIUB top 2/1 নাম্বারে অবস্থান করে।
**বাংলাদেশের সবচেয়ে বড় বড় IT company / software farm যেমন TigerIT, Brainstation-23 etc…সহ বেশিরভাগ সফটওয়্যার কম্পানিতে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির মদ্ধ্যে সবচেয়ে বেশি Alumni রয়েছে aiub এর। তাছাড়া BASIS (Bangladesh Association of Software and information services) এর চ্যায়েরম্যান ও ex-aiubian. Linkedin এ alumni চেক করলেই বুজবেন।
*AIUB IEEE Student branch এর অনেক achievement আছে।
এমন অনেক কিছু ই AIUBIAN রা করছে যেইগুলা আমরা অনেক এই জানি না।
লেখকঃ Biplob Rana এবং আশেক রাব্বি