প্রকাশিত হয়েছে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (AUST) ভর্তি বিজ্ঞপ্তি।

সর্বশেষ এইচএসসি ২০১৯ সাল পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ১৭ আগস্ট। আবেদন ফি ৫০০ টাকা।

পরীক্ষা হবে শর্ট সিলেবাসের উপর। পরীক্ষা হবে ৩২০ নম্বরের উপর। এসএসসি আর এইচএসসি মিলে ৮০ নম্বর। মোট ৪০০ নম্বরের উপর ফলাফল হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ২৫% নম্বর কাটা যাবে। নিম্নে মানবন্টন দেওয়া হল।

পদার্থ ২০x৫=১০০
রসায়ন ২০x৫=১০০
গণিত ২০x৫=১০০
ইংরেজি ১০x২=২০
সর্বমোট =৩২০

প্রস্তুতির জন্য ঢাবি/চুকুরুয়েটের প্রশ্নব্যাংক ফলো করতে পারো। যাদের এসএসসি এইচএসসি মিলে ৯.৯+ আছে তারা অনায়াসে আবেদন করতে পারো।

আবেদন লিঙ্ক: https://iums.aust.edu/admission/account/register

aust circular 2022