সরকার ইচ্ছে করে, জেনেশুনে, ঠান্ডা মাথায় কতোগুলো অনুগত লোককে ভিসি বানায়
আমার যদি ক্ষমতা থাকতো, তাহলে আমাদের দেশের ভিসিদের সাথে পৃথিবীর বড়ো বড়ো ইউনিভার্সিটির ভিসিদের মিটিং করতে বসাতাম। এই মিটিং পাবলিকলি প্রচার করা হতো। দুনিয়ার বাঘা বাঘা ভিসিরা আমাদের ভিসিদেরকে প্রশ্ন করতো। তারা জানতে চাইতো, কেন আমাদের ইউনিভার্সিটির মান দুর্বল। কেন সেখানে বিশ্বমানের শিক্ষা নেই। কেন বিশ্বমানের গবেষণা নেই। —এমনসব প্রশ্নবাণে দেশের ভিসিদের মুখ লাল [...]