ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি “জাভা চ্যাম্পিয়ন” হয়েছেন, আর তিনি আমাদের বজলুর রহমান ভাই!
২০০৫ সাল থেকে প্রতিবছরই কিছু সংখ্যক মানুষকে জাভা চ্যাম্পিয়ন হিসেবে ভূষিত করা হয়। চ্যাম্পিয়ন নির্ধারণের পূর্বে বেশ কিছু বিষয় বিবেচনা করা হয়, যার মাঝে জাভা কমিউনিটি বিল্ডিং এ কন্ট্রিবিউশন, জাভা সম্পর্কিত বিস্তারিত ধারণা ও দক্ষতা অর্জন, মানুষের মাঝে জাভার শিখনকে কার্যকরী উপায়ে ছড়িয়ে দেয়া অন্যতম।
যারা এই সকল মানদন্ড পূরণ করতে পারেন, তাদের নিয়ে পরবর্তীতে একটি পেপার লেখা হয়, যা অন্যান্য জাভা চ্যাম্পিয়ন কর্তৃক রিভিউ করা হয়। তাদের সবার মতামতের উপর ভিত্তি করেই পরবর্তীতে নতুন জাভা চ্যাম্পিয়ন নির্বাচিত হয়।
ইতোমধ্যে প্রায় ৩৫৮ জন জাভা চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছে, যার মাঝে একমাত্র বাংলাদেশি হিসেবে তালিকাভুক্ত হয়েছেন আমাদের বজলুর রহমান ভাই।
তবে মজার ব্যাপার হল এই প্রক্রিয়াটি হয় সম্পূর্ণ গোপনভাবে, এমনকি ভাই যে নমিনিটেড হয়েছিল এটাও শুরুতে সম্পূর্ণ অজানা ছিল। নির্বাচন প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন হবার পরেই কেবল এর ফলাফল বিজয়ীকে জানানো হয়।
বজলুর রহমান ভাই বর্তমানে অ্যামেরিকান একটি সফটওয়্যার কোম্পানিতে কর্মরত আছেন। ইতোমধ্যে তিনি জাভা কমিউনিটি বিল্ডিং এ বেশ অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার হাত ধরেই শুরু হয় বাংলাদেশের প্রথম জাভা কমিউনিটি JUGBD (Java Users Group Bangladesh)।
এছাড়া তিনি বাংলায় জাভা বইয়ের একজন বেস্টসেলার লেখক হিসেবেও ইতোমধ্যে খ্যাতি অর্জন করেছেন। একই সাথে তিনি নিয়মিত জাভা বিষয়ক বিভিন্ন সেমিনার আয়োজন, ব্লগিং এবং ইউটিউবিং এর মাধ্যমে মানুষের কাছে জাভাকে আরো সহজভাবে উপস্থাপনের জন্য কাজ করে যাচ্ছেন।
দেশের হয়ে এই অনন্য অর্জন উনাকে দেশের জন্য আরো নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায়। এই অর্জন অন্য সবাইকে জাভা ভীতি উপেক্ষা করে, জাভাকে নিয়ে আরো সামনে এগিয়ে যাবার এবং বাংলাদেশেকে বিশ্বমঞ্চে উপস্থাপন করার পথ দেখাবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
– আ ন ম বজলুর রহমান
১ম ব্যাচ, আই.আই.টি, ঢাকা বিশ্ববিদ্যালয়
সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কন্ট্রাস্ট সিকিউরিটি, যুক্তরাষ্ট্র