বাংলাদেশের প্রেক্ষাপটে বেস্ট অনার্স সাব্জেক্ট হতে পারে BCS( Bachelor of Civil services) ।

যদিও এইটা কোনো ভার্সিটিতে নাই। এইটার কারিকুলাম অনেকটা এরকম হবে।
১ম বর্ষ- ১ম সেমিস্টারঃ বাংলা ব্যাকরন

২য় সেমিস্টারঃ বাংলা সাহিত্য ও নির্মিতি

২য় বর্ষ- ৩ম সেমিস্টারঃ ইংরেজি গ্রামার

৪র্থ সেমিস্টারঃ ইংরেজি সাহিত্য ও নির্মিতি

৩য় বর্ষ- ৫ম সেমিস্টারঃ গনিত ও মানসিক দক্ষতা

৬ষ্ঠ সেমিস্টারঃ বিজ্ঞান, ভূগোল ও পৌরনীতি

৪র্থ বর্ষ- ৭ম সেমিস্টারঃ বাংলাদেশ বিষয়াবলী

৮ম সেমিস্টারঃ আন্তর্জাতিক বিষয়াবলী

মাস্টার্স- ১ম সেমিস্টারঃ এডিশনাল ম্যাথ

২য় সেমিস্টারঃ ফোকাস রাইটিং

প্রতি সেমিস্টারে- কুইজ (প্রিলি)
– মিড ও ফাইনাল (রিটেন)
– ভাইভা।

আমার মনে হয়না এর চেয়ে শ্রেষ্ঠ কারিকুলাম কেউ চাইলেও বানাইতে পারবে।