যারা এইবারে একাদশ শ্রেণিতে কলেজে ভর্তি হবেন বা যাদের ভাই-বোন/ছেলে-মেয়ে কলেজে ভর্তি করাবেন তারা পোস্টটা পড়বেন আশা করি।

বাকলিয়া সরকারি কলেজ চট্টগ্রাম পূর্বে গভঃ কমার্সিয়াল ইন্সটিটিউট হিসেবে পরিচিত থাকলেও ২০১৬ সালে এটি চট্টগ্রাম বিভাগের সরকারি কলেজ হিসেবে স্বীকৃতি পায় এবং বিজ্ঞান, ব্যবসা ও মানবিক বিভাগে শিক্ষা কার্যক্রম চালু হয়। কলেজটি নতুন হওয়ার কারণে অনেকে জানেনা।

তাই আজকের আমার এই লেখাটি। এটি নগরীর রাহাত্তার পুল এলাকার চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে রোডের পাশেই অবস্থিত।

★এখন বলি কলেজটি কেন চয়েজ লিস্ট এ উপরের দিকে রাখবেন★

চট্টগ্রাম শহরে ছেলে-মেয়ে উভয় ভর্তি হতে পারে এমন সরকারি কলেজ আছে ৪ টি:
১)চট্টগ্রাম কলেজ
২)মহসিন কলেজ
৩)সিটি কলেজ
৪) বাকলিয়া কলেজ

বাকলিয়া কলেজে রয়েছেন অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা এবং ওনারা সবাই বিসিএস ক্যাডার।তারা আগে সবাই চট্টগ্রাম কলেজ,সিটি কলেজ,মহসিন কলেজ ও স্বনামধন্য কলেজের শিক্ষক ছিলেন এবং সবাই অত্যন্ত আন্তরিক ।

অন্যান্য কলেজ গুলোতে অনার্স লেভেলের পরীক্ষা থাকার কারণে নিয়মিত ক্লাস হতে পারেনা। যেহেতু, বাকলিয়া কলেজে অনার্স লেভেল নেই সেহেতু ক্লাস নিয়মিত হয়।

রয়েছে সব ধরণের ল্যাব সুবিধা।চকবাজার থেকে কলেজের দূরত্ব কাছে হওয়ার কারণে সহজেই কলজে ক্লাস শেষে কোচিং এ যাওয়া যায়। কলেজে সবধরনের ব্যবহারিক ক্লাস ভালোভাবে সম্পন্ন হয়। ফলে পরবর্তীতে ব্যবহারিক নিয়ে কোনো বিপাকে পডতে হয়না।পাশাপাশি স্যারদের সহযোগীতার কারণে HSC পরীক্ষায় প্রায় শতভাগ শিক্ষার্থী ৯৫%+ নম্বর পায় ব্যবহারিকে।

★এইবার কথা বলব কলেজের সাফল্য নিয়ে★
→২০১৯সালের HSC পরীক্ষায় কলেজটিতে পাশের হার ৯০.৩২%।

বিজ্ঞান বিভাগে ৫১জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১ জন সব টোটাল ৫২ জন জিপিএ-৫ পায়।ভর্তি পরীক্ষায় ও অভাবনীয় সাফল্যের সাথে ঢাকা মেডিকেল কলেজ,চট্টগ্রাম মেডিকেল কলেজ, বুয়েট, কুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ আরও অনেক বিশ্ববিদ্যালয় এ চান্স পায় এই কলেজের শিক্ষার্থীরা।

→২০১৮ সালে ৩ জন জিপিএ-৫ পায়(যেহেতু এইবার প্রথম বার ছিল)

★ভর্তি যোগ্যতা★
২০১৯ সালের তথ্য অনুযায়ী আবেদনের নূন্যতম যোগ্যতা :
বিজ্ঞান:৫.০০ আসন:৩০০
ব্যবসায় শিক্ষা:৪.০ আসন:৫১০
মানবিক:৩.০ আসন:২৫০

★বিজ্ঞান বিভাগে ১১৩০+ নম্বর পেলেই চান্স পাওয়া যাবে ইনশাআল্লাহ।

আমি চুয়েট,সিএসই ১৯ এর স্টুডেন্ট। ২০১৯ সালে এই কলেজ থেকে HSC পাশ করি।আমি আপনাকে সাজেস্ট করব কলেজ চয়েজ এর ক্ষেত্রে এই কলেজের priority অবশ্যই উপরের দিকে রাখবেন।

আর কোন তথ্য জানার থাকলে কমেন্টে জানান 😀।

Mohammad Oman

CSE, CUET

Our XI Admission Group  

ধন্যবাদ!