মুসলিম বিজ্ঞানী দম্পতি, Ugur Sahin এবং Oezlem Tuereci এর হাত ধরেই মহামারী কোভিড-১৯ এর আলোড়ন সৃষ্টিকারী ভ্যাক্সিন আবিষ্কৃত হয়েছে!

তুর্কি বংশোদ্ভূত জার্মান বিজ্ঞানী ও প্রফেসর Dr. Ugur Sahin এবং তার স্ত্রী Dr. Oezlem Tuereci এখন সারাবিশ্বে আলোচিত ব্যক্তি। তাদের হাত ধরেই ৯০% সুরক্ষা দেয়া করোনাভাইরাসের ভ্যাক্সিন আবিষ্কারের ঘোষনা দিয়েছে Pfizer কোম্পানি। জার্মান প্রতিষ্ঠান BioNTech এবং যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ফাইজার মার্চ মাস থেকে একত্রে রোনা ভাইরাস এর ভ্যাক্সিন নিয়ে করেছিলো।

যদিও বায়ো এন টেক এবং ফাইজার ২০১৮ থেকে ফ্লু ভিত্তিক ভ্যাক্সিন নিয়ে কাজ করে আসছে।

ভ্যাক্সিন জগতে mRNA vaccine একদম নতুন এবং যুগান্তকারী একটি আবিষ্কার। সাধারণত ভ্যাক্সিন তৈরির জন্য inactivated virus বা viral protein ব্যবহার করা হয়। কিন্তু এই দম্পতি একদম নতুন একটি উপায়ে Covid19 ভ্যাক্সিন আবিষ্কার করেছেন।

Dr. Uğur Şahin জার্মান প্রতিষ্ঠান BioNTech এর প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা। তার স্ত্রী Özlem Türeci একই প্রতিষ্ঠানের প্রধান মেডিকেল অফিসার। তাদের উভয়ের বাবা মা তুরস্ক থেকে ১৯৬০ সালে জার্মানিতে অভিবাসী হন।

তারা কোভিড ১৯ এর সংক্রামক প্রোটিন তৈরিতে সংকেত দেয়া mRNA মানুষের শরীরে প্রবেশ করিয়ে শরীরকে দিয়েই কোভিড-১৯ প্রোটিন তৈরি করিয়েছেন।

ফলশ্রুতিতে শরীরের immune cell সেই প্রোটিনকে প্রতিরক্ষার জন্য এন্টিবডি তৈরি করে রাখছে যেটি পরবর্তীতে কোভিড-১৯ আক্রমণ থেকে শরীরকে সুরক্ষা দেবে।

ভ্যাক্সিন জগতে যুগান্তকারী mRNA ভ্যাক্সিন টেকনোলজি আবিষ্কারের জন্য এই মুসলিম দম্পতি খুব সম্ভবত চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরষ্কার পাবেন। পাশাপাশি জ্ঞান-বিজ্ঞানে পিছিয়ে পড়া মুসলিমদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন।

লেখা: Enamul Haque Mony

তথ্যঃ দ্য গার্ডিয়ান 

BioNTech

Newyork Times