ইঞ্জিনিয়ারস ডায়েরি অনলাইন আবেদনের ক্ষেত্রে অনলাইন সাপোর্ট দিয়ে থাকে। দেশের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার ক্ষেত্রেও এ সেবাটি নিতে পারবেন। এজন্য আমরা আন্ডারগ্র্যাজুয়েট সাপোর্ট ফি ১০০ টাকা নিয়ে থাকি।অনলাইন সাপোর্টে আমরা যেসব সেবা দিয়ে থাকি-১। সম্পুর্ন অনলাইন ফরম সঠিকভাবে পূরণ আপনি চাইলে আমরা আপনার থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে অনলাইন আবেদন করে দিবো। অথবা আপনি যদি চান আপনি নিজে আবেদন করবেন এবং আমরা আবেদনের সময় অনলাইনে থেকে আপনাকে সহায়তা করব সেটাও সম্ভব। এতে করে নির্ভুল আবেদন করার ক্ষেত্রে আপনি থাকতে পারবেন নিশ্চিন্ত।

২। সঠিক ফরম্যাট এবং সাইজে ডকুমেন্ট আপলোড অধিকাংশ আবেদনকারী ডকুমেন্ট সাইজের ব্যাপারে যত্নবান নন। অনেকে বিভিন্ন সাইজ বা ফরম্যাটে বারবার ডকুমেন্ট আপলোড করার চেষ্টা করে ব্যর্থ হোন। অনেক আবেদনের ক্ষেত্রে একাধিক ভ্যালিড ফরম্যাটের কথা উল্লেখ থাকে সেক্ষেত্রে বুঝতে পারেন না আপনার ডকুমেন্ট কোন ফরম্যাটে আপলোড করলে ভালো হয়। এ সংক্রান্ত কোনো জটিলতার সম্মুখীন হতে হবে না আপনার ডকুমেন্টগুলো সঠিক সাইজ এবং ফরম্যাটে আছে কিনা সেটা আমরা চেক করবো। না থাকলে সঠিক সাইজ এবং ফরম্যাটে রেডি করবো।

৩।আবেদন পরবর্তি সেবা অনলাইন আবেদনের পর থেকে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত আবেদন সংক্রান্ত যেকোনো বিষয়ে আমাদের কাছ থেকে আপডেট নিতে পারবেন। আবেদন পরবর্তি পরীক্ষা বা ভাইভার জন্যে প্রয়োজনীয় গাইডলাইনও আমরা প্রদান করবো

আমাদের এই সেবাটি পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় নির্ধারিত আবেদন ফি+১০২ টাকা রকেট এবং বিকাশের মাধ্যমে দিতে পারবেন। রকেটে ফি প্রদানের ক্ষেত্রে টাকা পাঠাতে হবে এই নাম্বারে- ০১৯১১৬৭৬৫৪০ বিকাশে ফি প্রদানের ক্ষেত্রে টাকা পাঠাতে হবে এই নাম্বারে- ০১৯১১৬৭৬৫৪০ (বিকাশ পারসোনাল একাউন্ট)। ফি প্রদানের পর ট্রানজেকশান নাম্বার অথবা যে নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে তার শেষ ৩ ডিজিট মেসেজ করে পেমেন্ট নিশ্চিত করুন।