💓For 2019-20 Batch 💓
🔷কেমন হতে পারে ঢাবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের লিখিত-অবজেকটিভ এডমিশন 🔷
এবছর সার্কুলারে জাস্ট এতটুকুই বলা ছিলো যে আগামীবছর থেকে ঢাবিতে অবজেকটিভের সাথে লিখিতও হবে।
বাট কথা হচ্ছে এটা বলে দেয়নি যে প্রশ্নের কাঠামো কেমন হবে বা কত মার্কসের কি হবে।
আমরাও তাই তোমাদের জানাতে পারছি না।
তবে তোমাদের এটা নিয়েই সবথেকে বেশী কনসার্নের কারনে সামান্য একটু ধারনা দিতে পারি যে কেমন হতে পারে প্রশ্নের ধরন।
এটা কিন্তু আমার একান্তই নিজস্ব ভাবনা বলে নিচ্ছি তবে এরকমটাই হওয়ার পসিবিলিটি বেশী আই থিংক।
এখন ssc & HsC জিপিএ তে ৮০ মার্কস এবং এডমিশনে ১২০ টোটাল ২০০ মার্কসের পরীক্ষা হয় ঢাবিতে।
এই মানবন্টন পরিবর্তন হওয়ার পসিবিলিটি খুবই কম।
যেটা হবে তা হচ্ছে ১২০ এর ভেতরে একটা পার্ট থাকবে রিটেনের জন্য আরেকটা অবজেকটিভ।
এখন কোনটায় যে কত দিবে এ ব্যাপারে সিওর হয়ে বলা যাচ্ছে না তবে
অবজেকটিভে যে টু-থার্ড নম্বর থাকবে এটা প্রেডিক্টএবল।
⭐মনে করো ১২০ এর তো টোটাল এক্সাম তাইনা!!
এখান থেকে খুব বেশী হলে ৩০-৪০ থাকতে পারে রিটেন।
আর এখানে প্রশ্নটা হবে শর্ট কুয়েশ্চন ব্যাখ্যা রিলেটেড।
🔸যেমন বাংলায় বইয়ের যেকোনো জায়গা থেকে
লাইন উঠিয়ে দিয়ে বলতে পারে ব্যাখ্যা করো।
বা কোনো কবিতার পঙক্তি ব্যাখ্যা করতে বললো।
সাপোজ মনে করো বললো,
বিভীষনের প্রতি মেঘনাদ কবিতায় “পরদোষে কে চায় মজিতে” উক্তটি দ্বারা কি বোঝানো হয়েছে সংক্ষেপে ব্যাখ্যা করো।
আবার বাংলা ২য় পত্র থেকে যদি প্রশ্ন আসে ওখানেও এভাবে শর্ট কুয়েশ্চন থাকতে পারে যেমনটা তোমরা এখন HSC তে কিছু কিছু রিটেন প্রশ্ন পড়ো।
যেমনঃ বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের ৫ টি নিয়ম লেখো এভাবে ওকে!!!
রিটেন সাইড দিয়ে যদি আসে তাহলে অনুবাদ বা সারাংশ /সারমর্ম এরকম কিছু আসতে পারে।
🔸ইংরেজিতে রিটেন মূলত গ্রামার থেকে আসবে না আসবে রিটেনভিত্তিকই।
এক্ষেত্রে কোনো একটা টপিকের ওপরে কিছু লিখতে বলতে পারে।
যেমন মনে করো বললো,
Explain the following topic /Write the necessary steps to reducing this problem :
*Global warming
বা মনে করো বললো
write about the following topic :
* The 7th March Declaration of Bangabandhu Sheikh Mujibur Rahman.
এভাবে কোনো একটা টপিক সম্পর্কে কিছু লিখতে বলতে পারে এক্ষেত্রে যাদের মোটামুটি বানিয়ে লিখতে পারার স্কিল ভালো তারা এগিয়ে থাকবে।
অথবা তোমার পাঠ্যবই দিয়েও
একটা কবিতার লাইন ব্যাখ্যা/থিমও লিখতে বলতে পারে।
🔸আর জিকে দিয়ে যদি রিটেন আসে তাহলে সমসাময়িক আলোচিত কোন টপিক তুলে দিয়ে তা ব্যাখ্যা অথবা বেসিক জিকেরও কোনো একটা টপিক নিয়ে সংক্ষেপে আলোচনা করতে বলতে পারে।
যেমন বললোঃ
*সংবিধানে যে ১৭ তম সংশোধনী হলো তার মূলবিষয় আলোচনা করো/বঙ্গবন্ধু স্যাটেলাইট দেশের উন্নয়নে কেমন ভূমিকা রাখতে পারে/বিমসটেক কি এটার কার্যক্রম নিয়ে আলোচনা করো।
তো এক্ষেত্রে তোমরা যেটা করবে কারেন্ট
অ্যাফেয়ার্সের ভেতরে সমসাময়িক বিষয় নিয়ে কিছু লিখিত কলাম থাকে আর প্রথম আলো পত্রিকার ইডিটোরিয়াল কলামটা ভালোভাবে পড়বা।
আর বেসিক জিকে পড়ার সময় একটু আত্তীকরণের চেষ্টা করে পড়বা।যাতে কিছু লিখতে বললে লিখতে পারো।
🔸সবশেষ যেটা বলবো সি/এ ইউনিটের যারা আছো তোমাদের তো গ্রুপের সাবজেক্ট থেকেও প্রশ্ন আসে তোমরা এখন HSC জন্যে যেভাবে মেইন বইটা ভালোভাবে পড়তেছো না এভাবেই পড়ো যাই আসুক মেইন বই রিলেটেডই হবে প্রশ্ন। যেমন বিভিন্ন যে ম্যাথমেটিকাল টার্ম বা থিওরি এগুলো ভালোভাবে মাথায় রাখবা।
এইতো রিটেন আই থিংক অন্যভাবে আসার আপাতত কথা না।
আর অবজেকটিভ কেমনে আসে তা তো জানোই ওভাবেই আসবে নো টেনশন।
সবশেষে সবার জন্য যেটা বলবো তা হচ্ছে HSC স্টাডিটা ভালোভাবে করো কারন এটায় যারা ভালো করবা তারা এডমিশনেও ভালো করবা।
তাই মেইন বইয়ের ওপর ভালো ধারনা রাখো।
আর নিজেকে একটু আপডেট রাখো এতেই হবে ইনশাআল্লাহ।
টেনশনের কোনোই কারন নেই রিটেন এড হবে তো কি হয়েছে!!
তুমি যদি পারো যেকোনো ওয়েতেই পারবে।
যাইহোক আমি আমার চিন্তাধারাটা শেয়ার করলাম। তারপর কর্তৃপক্ষ থেকে কিছু জানালে আমরা তো আছিই ইনশাআল্লাহ।
🐸পোস্টটাতে বেশি বেশি কমেন্ট এন্ড শেয়ার করে এক্টিভ রাখো সবাই যাতে দেখে।
Bye Bye✌
By,
HM Mahiuddin,
IER,DU,2nd year.