আজ শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যার ও সাস্টের স্টুডেন্ট এবং শিক্ষকদের প্রচেষ্টায়ে বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপিলিকার অফিশিয়ালি উদ্বোধন করা হল ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ অনুষ্ঠানে। যারা এই সার্চ ইঞ্জিন তৈরিতে অনেক পরিশ্রম দিয়েছেন , তারা এ নিয়ে অনেক কিছুই বললেন এই সার্চ ইঞ্জিন নিয়ে। মুলত অনুষ্ঠানের মুল বিষয় ছিল Pipilika Crowdsource Platfrom নিয়ে।crowsource বিষয়টার ভিতর অনেক কিছুই রয়েছে, কিন্তু সেগুলর অনেক কিছুই সাধারণ মানুষ বুঝবেনা। কিন্তু যেই জিনিসটা বুঝবে সে সম্পর্কে বলি…



ধরেন আমরা বিভিন্ন সময়ে কোন ইংরেজি বাক্যের বাংলা translation জানতে গুগলের শরণাপন্ন হই কিন্তু দেখা যায় যে translation গুগল দেয় সেই বাক্যটা গুছাল না এর কারন হইল গুগল যেই translation দিয়েছে সেই translation টা মেশিন কর্তৃক এজন্য দেখা যায় এরকম translation দেয় গুগল।কিন্তু সেই translation এ পরিপূর্ণ এবং অর্থবহ বাক্য পাওয়া যাবে যখন একজন মানুষ যার কিনা মাতৃভাষা বাংলা এবং সে বাংলার পাশা-পাশি ইংরেজিও ভাল পারে।
translation এ পরিপূর্ণ এবং অর্থবহ বাক্য পাওয়ার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন যদি অর্থবহ বাক্য পাওয়া যায় সে ক্ষেত্রে বাংলাদেশের মানুষ এমনকি অন্যান্য দেশের মানুষও গুগলে সার্চ না দিয়ে বাংলাদেশের তৈরি সার্চ ইঞ্জিন পিপীলিকায়ে সার্চ দিবে যেটা কিনা আমাদের জন্য একটা গৌরবের বিষয়।
এখন আপনেরা কিভাবে এই সার্চ ইঞ্জিনকে আর সুন্দর ও পরিপাটি করতে পারেন সেই কথায় আসি।
প্রথমে crowd,pipilika.com এই সাইটে গিয়ে আপনি চাইলে আপনের পরিচয় গোপন করে খালি যেকোন একটি নাম দিয়ে লগিন করতে পারেন কিংবা social কোন সাইট যেমন গুগল/ফেইসবুক এর অ্যাকাউন্ট দ্বারাও লগ ইন করতে পারবেন।
লগ ইন করার পর আপনাকে Translation Campaign পেজে নিয়ে যেইখানে আপনি বাংলা বাক্য ইংলিশে translate করতে পারবেন।সেই ক্ষেত্রে আপনি কোন টাকা পাবেন না কার কাছ থেকে কিন্তু আপনের ইংলিশ প্রাকটিস হবে।আপনের সেই ক্ষেত্রে প্রাকটিসও হচ্ছে এমনকি বাংলার একমাত্র সার্চ ইঞ্জিনের উন্নতি সাধনেও অংশগ্রহণ করতে পারছেন ।
Crowdsource শুধু translation নিয়ে তৈরি না।এর ভেতর আরও অনেক কিছু আছে কিন্তু crowd.pipilika.com এই সাইটে এখনও বাকি বিষয়গুলো এখনও এড করা হয়নি।তবে এখন যা আছে সেই বিষয়টারই যা তথ্য আমরা দিতে পারি তা দিয়ে সাহায্য করি।
Pipilika Crowdsource Platfrom এর অনুষ্ঠানের ইউটিউব লিঙ্ক :


Insert:

(পেজের লেখা বা সেবা যদি ভালো লাগে অথবা কোনভাবে আপ্নারা উপকৃত হন, তাহলে ৫* রিভিউ দিয়ে মতামত জানান। এটা আমাদের জন্য অনুপ্রেরণা। পেজের লেখাগুলো সবার আগে পেতে ফলোয়িং অপশনে গিয়ে সী ফার্স্ট সেট করুন। নিয়মিত লাইক না দিলে লেখা আ[পনার সামনে যাবেনা। কমেন্ট এ লেখা সম্পর্কে আপনার মতামত জানান। গুরত্বপূর্ণ লেখাগুলো শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন) Write Review here – https://www.facebook.com/pg/EngineersDiary16/reviews/?ref=page_internal join our Community group https://www.facebook.com/groups/CEESBD/ Science Study- https://www.facebook.com/groups/ScienceStudy.EngineersDiary/ Join for admission Query https://www.facebook.com/groups/EMV17/ visit our website- https://engineersdiarybd.blogspot.com/ )