– ভাইয়া আমার তো কুয়েট, *য়েট, *বি, *স্ট ইত্যাদি ইত্যাদি সব জায়গায় হইছে। কোথায় ভর্তি হলে ভালো হয়?
ভর্তি মৌসুমের এই সময়ে অন্যতম হট টপিক এটি। যদিও লাইফ তোমার নিজের, সিদ্ধান্ত তোমারই নেয়া উচিত, তবুও এই বিষয়ে কিছু বলা যাক।
.ভার্সিটিতে ভর্তিচ্ছু স্টুডেন্ট মূলত দুই প্রকার।

  1. ১) যারা সাব্জেক্ট কে আগে প্রায়োরিটি দেয়
  2. ২) যারা ভার্সিটির কোয়ালিটিকে আগে প্রায়োরিটি দেয়

প্রথম শ্রেণির যারা এরাও আবার দুই প্রকার।

  • ১) যারা ছোট থেকেই কোন নির্দিস্ট সাব্জেক্টের উপর প্যাশোনেট ( ৯০% ক্ষেত্রে এটা সি.এস.ই :p )। এদের ক্ষেত্রে যেটা হয় তারা টার্গেট করে ভার্সিটি যেটাই হোক আমাকে পড়তে হলে সি.এস.ই/ ট্রিপল-ই পড়তে হবে। যেখানেই এই সাব্জেক্ট পাবো সেখানেই ভর্তি হবো। এটা একদিক থেকে ভালো, কারন প্যাশন থাকলে ভার্সিটি কোনো ফ্যাক্ট না। সো যারা এই ক্যাটাগরির তাদের ক্ষেত্রে আমি মনে করি যেখানে নিজের প্যাশনের সাব্জেক্ট পাবা সেখানেই ভর্তি হয়ে যাও।
  • ২) যাদের কোনো সাবজেক্ট সম্পর্কে কোনো ধারনাই নেই। মানুষ বলছে অমুক সাব্জেক্ট ভালো, অমুক সাব্জেক্ট এর দাম নাই তাই অমুকটা বাদ দিয়ে তমুকটা পড়া উচিত। আমার মতে ভার্সিতি লাইফে চরম ডিপ্রেশনে থাকে এই ক্যাটাগরির মানুষরা। ধরো অমুক তোমাকে বলল – “আরে ব্যাটা সি দ.এস.ই ছাড়া ইঞ্জিনিয়ারিং পইড়ে লাভ আছে নাকি, মেকা বাদ দে, সি.এস.ই ল”। অমুকের পরামর্শে নিলা সি.এস.ই , কিন্তু তুমি প্রোগ্রামিং একদম বুঝোনা বাট মেকানিক্সে কলেজ লাইফে খুব ভালো ছিলা। আলটিমেটলি কিন্তু ডাবল লস করলা ভুল সময়ে ভুল সাব্জেক্ট চুজ করে। আঁকতে ভালোবাসো, কল্পনা করতে ভালোবাসো কিন্তু লোকের কথায় আর্কিটেকচার না নিয়ে নিলা মেকানিক্যাল, ৪ বছর কষ্ট তোমারই হবে ভাই। সো নিজের শক্তির জায়গা বুঝে সাব্জেক্ট চুজ করো, সেই সাব্জেক্ট যেখানে পাবা সেখানে ভর্তি হও।

এবার আসি দ্বিতীয় শ্রেনির কথায়। এদের নির্দিষ্ট কোনো বিষয়ে প্যাশন নেই আবার কোন বিষয় পড়তে অনীহাও নেই। তোমরা জোর দাও ভার্সিটির কোয়ালিটি, নিজ শহর থেকে ভার্সিটির দু্রত্ব, আবাসন ও ভার্সিটির সামগ্রিক ফ্যাসিলিটিজ-এ যাতে ৪ বছর মোটামুটি স্বাচ্ছন্দ্যে থেকে গ্রাজুয়েশন শেষ করতে পারো। নির্দিস্ট কোন বিষয়ে প্যাশন না থাকলে এমন কোথাও যেয়োনা যেখানে বর্ষায় সাপের ভয়ে ক্লাস বন্ধ থাকে বা শহর থেকে যেখানে যেতে অনন্তকাল লাগে কিংবা ধূলাবালির সাগরে গোসল করা লাগে 🙂 ..
আর ভাইয়া ভার্সিটি লাইফ শুরুর আগেই অমুক সাব্জেক্টে পড়ে কি জব হবে, কোন সাব্জেক্টে স্যালারি বেশি,কোন সাব্জেক্টে বি.সি.এস কোটা বেশি এসব হিসাব মিলাতে বসোনা। যেখানেই যে সাব্জেক্টেই পড়ো গ্রাজুয়েশনের চারটা বছর ভালোমত পড়ো। ভার্সিটি গুলায় কিন্তু তোমরা চান্স পেয়েছো ইন্টারমিডিয়েটের দুই বছরের ফলাফল আর বেসিক দিয়ে,সেখানে কিন্তু ভার্সিটি অথোরিটি দেখতে যায়নি কে নটরডেম আর কে অঁজপাড়া গায়ের কোন কলেজের।মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের বেঁছে নেয়া হয়েছে। জব লাইফটাও ঠিক সেম, ওখানেও মেধার ভিত্তিতে যোগ্যদেরই নিয়োগ দাতারা বেছে নিবে। সো আগে শেখো, পরে দেখো।
সকলের জন্য শুভ কামনা।

C. KUETahc