বাংলাদেশ থেকে অনেকেই দেশের বাইরে আসতে চায়। কেউ পড়াশুনার জন্য, কেউ চাকরির জন্য, কেউ অন্য যে কোন কারনে।
এখন প্রশ্ন হচ্ছে- বিদেশের জীবন’টা আসলে কেমন?
দূর থেকে দেখলে মনে হবে, ইউরোপ-আমেরিকায় থাকা প্রবাসী বাংলাদেশিরা কি আলোঝলমলে জীবন’ই না উপভোগ করছে। কিন্তু বাস্তবতা কি তাই?
যারা পড়াশুনার জন্য বিদেশে যায়, তাদের গিয়ে জিজ্ঞেস করে দেখুন; বেশিরভাগ’ই বলে বসবে- না আসলেই ভালো হতো! এখন যখন এসে গিয়েছি, তাই পেছনে ফেরার সুযোগ আর নেই!
যেই পরিমান কষ্ট এবং ত্যাগ কেবল মাত্র পড়াশুনা শেষ করার জন্য করতে হয়, সেই পরিমান কষ্ট যদি দেশের মানুষ দেখতে পেত; তাহলে হয়ত এখন যেই পরিমান মানুষ পড়াশুনার জন্য বিদেশে আসতে চায়, তার পরিমান অর্ধেকে নেমে যেত!
আর যারা বিদেশে চাকরি করছে, অনেক দিন ধরে আছে, বিদেশের নাগরিকত্বও পেয়ে গেছে, সংসার করছে এখানে; তাদের দেখে মনে হবে- আহা, কতই না সুখে আছে এরা!
অথচ তাদের গিয়ে জিজ্ঞেস করুন, আপনি কি সুখি?
উত্তরে সোজা বলবে, সংসার হয়ে গেছে, বাচ্চা-কাচ্চা এই সমাজে বড় হচ্ছে; তাই আর পেছনে ফেরার সুযোগ নেই! কিন্তু এই দেশটা তো আমাদের নয়! নিজের দেশে ফিরে যেতে পারলেই ভালো হতো! যত কষ্টই হোক, হাজার হোক নিজের দেশ!
বিশ্বাস করুন এদের বেশিরভাগই এক ধরনের আত্মপরিচয় হীনতায় ভুগতে ভুগতে জীবন পার করে দেয়!
আর যারা মধ্যপ্রাচ্য কিংবা অন্যান্য দেশে শ্রমিক হিসেবে দীর্ঘ দিন ধরে চাকরি করছে; দেশের গ্রামে থাকা তাদের পরিবার গুলোকে দেখলে মনে হবে- এরা নিশ্চয় অনেক সুখি! অথচ যেই মানুষ গুলো নিজদের রক্ত পানি করা টাকা দেশে পাঠিয়ে গ্রামে তাদের পরিবারকে সুখি রাখছে, তাদের গিয়ে জিজ্ঞেস করুন
– আপনি কি সুখি?
উত্তরে তারাও বলবে, না পেলাম যেই দেশে শ্রম দেই সেই দেশে কোন মর্যাদা, না পেলাম নিজ দেশে কোন মর্যাদা। আপনাদের জানিয়ে রাখি, এই গতকালই বাংলাদেশ এয়ারপোর্টে দুইজন কর্মকর্তা প্রবাসী শ্রমিকদের নিয়ে বেশ বাজে কথা বলেছে! এছাড়া এই শ্রমিকদের আমরা সাধারণ মানুষরাও খুব একটা ভালো চোখে দেখি না!
ইউরোপ-আমেরিকা, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড থেকে শুরু করে পৃথিবীর যেই প্রান্তেই বাংলাদেশি প্রবাসীরা আছে, তাদের গিয়ে জিজ্ঞেস করুন, দেখবেন এই রকম উত্তরই পাবেন! আমি নিজে আমর জীবনের পুরো গবেষণা অভিবাসী এবং শরণার্থীদের নিয়ে করেছি। আমার অভিজ্ঞতা আমাকে এইসব’ই জানান দিচ্ছে। এছাড়া আমি নিজেই তো দেশের বাইরে থাকছি অনেক দিন হতে চলল!
জীবনের জন্য, বেঁচে থাকার জন্য, ভাগ্য বদলের জন্য আমাদের অনেক’কেই বিদেশে থাকতে হয়।
আজ বিশ্ব অভিবাসী দিবস। পৃথিবী সম্পর্কে জানার জন্য, ঘুরার জন্য কিংবা স্রেফ জ্ঞান আহরনের জন্য নিজ দেশের বাইরে গিয়ে কিছু সময় থাকাটা ঠিক আছে; তবে একটা লম্বা সময় কিংবা জীবনের বেশিরভাগ সময় এই পৃথিবীর কাউকেই যেন তাদের নিজ দেশ, আত্মীয়-স্বজন কিংবা প্রিয় মানুষ গুলোকে ফেলে প্রবাসে থাকতে না হয়!
দূর থেকে বিদেশের জীবন যতটা আলোঝলমলে মনে হয়, বাস্তবতা জানান দিচ্ছে- বিদেশের জীবন ঠিক ততটাই রংহীন বিবর্ণ!
Writter: Aminul Islam
Social Researcher , Tallinn, Estonia

(পেজের লেখা বা সেবা যদি ভালো লাগে অথবা কোনভাবে আপ্নারা উপকৃত হন, তাহলে ৫* রিভিউ দিয়ে মতামত জানান। এটা আমাদের জন্য অনুপ্রেরণা। পেজের লেখাগুলো সবার আগে পেতে ফলোয়িং অপশনে গিয়ে সী ফার্স্ট সেট করুন। নিয়মিত লাইক না দিলে লেখা আ[পনার সামনে যাবেনা। কমেন্ট এ লেখা সম্পর্কে আপনার মতামত জানান। গুরত্বপূর্ণ লেখাগুলো শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন) Write Review here – https://www.facebook.com/pg/EngineersDiary16/reviews/?ref=page_internal join our Community group https://www.facebook.com/groups/CEESBD/ Science Study- https://www.facebook.com/groups/ScienceStudy.EngineersDiary/ Join for admission Query https://www.facebook.com/groups/EMV17/ visit our website- https://engineersdiarybd.blogspot.com/ )