স্বপ্ন যাদের ব্যাংকিং সেক্টর

বি আই বি এম ( Bangladesh Institute of Bank Management)

বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত শিক্ষা,প্রশিক্ষণ এবং গবেষণা প্রতিষ্ঠান। বাংলাদেশের প্রায় সব ব্যাংক আর কিছু আর্থিক প্রতিষ্ঠান এর সদস্য।বর্তমানে এটায় দুই ধরনের প্রফেশনাল প্রোগ্রাম চালু আছে।EMBM এবং MBM.

১৯৯৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে এর যাত্রা শুরু।তারপর ২০০৬ সালে BIBM, EMBM চালু করে এবং ২০১২ সাল থেকে এটি ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধীনে তার কার্যক্রম শুরু করে। এখানে বর্তমানে দুই বছর মেয়াদি ব্যাংকিং এর উপর প্রফেশনাল ডিগ্রী MBM এবং EMBM দেওয়া হয়।

আবেদনের যোগ্যতা
১) ১৬ বছরের শিক্ষালাভ
২) শিক্ষা জীবনে কমপক্ষে একটিতে প্রথম শ্রেণী ( ৫ এর স্কেলে ৪ আর ৪ এর স্কেলে ৩.৫) আর কোন ক্ষেত্রেই তৃতীয় শ্রেণী ( ৫ এর স্কেলে ৩ এর নিচে আর ৪ এর স্কেলে ২.৭৫) গ্রহণযযোগ্য নয়।

BIBM এর সার্কুলার মতে

অনার্স,মাস্টার্সের প্রথম শ্রেণি (৪ এর স্কেলে ৩.৫০ আর ২.৭৫ থেকে ৩.৫০ পর্যন্ত দ্বিতীয় শ্রেণি)

SSC,HSC তে প্রথম শ্রেণি বলতে ৪ বা তার বেশিকে বুঝায়। এবং ৩ থেকে ৪ পয়েন্টের কমকে দ্বিতীয় শ্রেনি বুঝায়।

তার মানে SSC,HSC তে ৩ এর নিচে আর অনার্স,মাস্টার্সে ২.৭৫ এর নিচে পয়েন্ট হলে সে এপ্লাই করতে পারবে না।

এবার আসি কি কি সাবজেক্ট এর উপর পরীক্ষা হয় সেগুলো নিয়ে আর প্রস্তুতি কিভাবে নিবেন সেটা নিয়ে।

MCQ এক্সাম মূলত
1)English,
2)Math,
3)Analytical,
4)Critical Reasoning,
5)General Knowledge,Current Affairs এর উপর হয়।

কোন সাবজেক্টে কত নাম্বার

১)ইংলিশ ৪০
২)ম্যাথ ও এনালাইটিক্যাল এবিলিটি ৫০
৩)সাধারণ জ্ঞান ও কারেন্ট এফায়ার্স ১০

রিটেন টেস্ট
Essay 15
Reading Comprehension 10
Translation into English 10
Argument / Dialogue 15

পরীক্ষার মোট সময় হল ১৫০ মিনিট।তার মধ্যে ৯০ মিনিট হল MCQ এর জন্য আর বাকি ৬০ মিনিট হল Written পরীক্ষার জন্য।

লিখিত আর MCQ মিলিয়ে মেরিট লিস্টের ২০০ জনকে ভাইভার জন্য ডাকা হবে।আর ভাইভার নাম্বার হল ১০ আর ফাইনাল লিস্ট হবে মানে MCQ,Written, Viva মিলিয়ে প্রথম ৮০ জনের।

এবার আসি কি কি বই পড়ব?

আমি প্রথমেই দুইভাগে ভাগ করে ফেলি।যারা ইংলিশে দুর্বল আর যারা ইংলিশে ভাল।যারা দুর্বল তারা বাংলা মাধ্যমের বই দিয়ে শুরু করতে পারেন আর বাকিদের বলব ইংলিশ বই দিয়ে শুরু করতে।

ইংলিশ
– টোফেল
– সাইফুরস গ্রামার
– সাইফুরস ভোকাবুলারি
– ওয়ার্ড স্মার্ট
– ব্যারন্স স্যাট
– জি আর ই বিগ বুক
– জিম্যাট অফিশিয়াল গাইড
– ইংলিশ পত্রিকা।

ম্যাথ
সাইফুরস ম্যাথ
সাইফুরস জিওম্যাট্রি
নোভা’স জি আর ই

এনালাইটিক্যাল এবিলিটি
জি আর ই বিগ বুক
জিম্যাট
সাইফুরস ক্রিটিকাল রিজনিং
সাইফুরস এনালাইটিক্যাল পাজল
সাইফুরস ডাটা সাফিসিয়েন্সি

সাধারণ জ্ঞান
নিয়মিত পত্রিকা, কারেন্ট এফায়ার্স পড়তে হবে।

এবার আসি কিভাবে পড়বেন সেই ব্যাপারে।প্রথমেই কোন কোচিং বা সাইফুরস বা অন্য কোন গাইড কিনবেন যেখানে বিগত বেশ কয়েক বছরের প্রশ্ন, উত্তর আর ব্যাখা আছে।তারপর প্রশ্নব্যাংকটা কয়েকবার পড়ে ফেলবেন তাহলে বি আই বি এমের প্রশ্ন নিয়ে একটা খুব ভাল ধারনা পাবেন।

তারপর ক্লিফস টোফেলটা হাতে নিবেন।গ্রামারের খুঁটিনাটির জন্য আমার কাছে টোফেলকে সেরা মনে হয়।কেউ যদি ভাবেন যে সে ইংলিশে এত ভাল না,তাহলে তার উচিত হবে যেকোন গ্রামার বই বা সাইফুরস গ্রামার পড়ে তবেই যেন টোফেল টাচ করে।আর একটা কাজ করবেন। ফেসবুকে ইংলিশ পত্রিকার বিভিন্ন পেইজে লাইক দিয়ে রাখবেন।দিনে অন্তত দুইটা আর্টিকেল পড়ববেন।নিজে নিজে সারাংশ লিখার চেস্টা করবেন।দিনে অন্তত ১০/১২টা ভোকাবুলারি মুখস্ত করবেন।এই জন্য ব্যারনস স্যাট দেখতে পারেনএতে ৩৫০০ টা ভোকাবুলারি আছে।কেউ শুধু ভোকাবুকারির জন্য বইটি কিনতে না চাইলে নেট থেকে ৩৫০০ এর পিডিএফ নামিয়ে পড়তে পারেন।আর কেউ বাংলা দিয়ে শুরু করতে চাইলে সাইফুরস ভোকাবুলারি দিয়ে শুরু করতে পারেন।ব্যারন্স স্যাট থেকে Sentence correction আর Fill in the blanks প্রেকটিস করতে পারেন।Sentence Correction অফিশিয়াল জিম্যাট থেকে পড়তে পারেন।

one word substitution,Analogy, sentence correction, rearrange sentence, phrases, comprehension এক্সামে ভাল মার্ক carry করতে পারে । One word substitution এর জন্য saifurs one word substitute বইটা পড়তে পারেন।Rearrange sentence এর জন্য Bank এর question সল্ভ করতে পারেন। Analogy এর জন্য gre big book থেকে practice করতে পারেন।Sentence Correction& Grammarএর জন্য cliffs toefl বই টা পড়তে পারেন।

সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়া বাকিদের বলব সাইফুরস ম্যাথ, সাইফুরস জিওম্যাট্রি দিয়ে ম্যাথ অংশ শুরু করতে। আর সায়েন্স ব্যাকগ্রাউন্ড কিন্তু ইংলিশে দুর্বল তারাও সাইফুরস এর বই দিয়ে শুরু করতে পারেন আর যারা ইংলিশে ভাল তারা নোভা’স জি আর ই, অফিশিয়াল জিম্যাট দিয়ে শুরু করতে পারেন।

এনালাইটিক্যাল এবিলিটির জন্য সাইফুরস এর পাজল,ক্রিটিক্যাল রিজনিং,ডাটা সাফিসিয়েন্সি পড়তে পারেন আর যারা ইংলিশে ভাল তারা ডাটা সাফিসিয়েন্সি আর ক্রিটিক্যাল রিজনিং এর জন্য অফিশিয়াল জিম্যাট,পাজলের জন্য জি আর ই বিগ বুক দেখতে পারেন।

নিয়মিত আপডেট রাখতে হবে নিজেকে।খবরের কাগজ সেটা প্রিন্ট কপি বা অনলাইনে পড়তে হবে।এভাবে নিজেকে নিয়মিত আপডেট রাখতে হবে।
তাইছির
এই লেখাটা বন্ধুদের সাথে শেয়ার করো