বাংলাদেশের প্রথম পাবলিক মেরিটাইম ও ৩৭ তম পাবলিক বিশ্ববিদ্যালয়(নৌবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত),
এর অবস্থান যথাক্রমে দক্ষিণ এশিয়ায় তৃতীয় ও সমগ্র বিশ্বে ১২ তম।
প্রতিষ্ঠাকালঃ২০১৩ ইং

ক্যাম্পাসঃঅস্থায়ী ক্যাম্পাস আপাতত মিরপুর ১২ তে অবস্থিত।মূল ক্যাম্পাসের কাজ চট্টগ্রামে চলছে এবং তা ২০২১ সালের ভেতর শেষ হওয়ার কথা।

বিভাগসমূহঃ

  • ১। ওশেনোগ্রাফি
  • ২। মেরিন ফিশারিজ
  • ৩। নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং
  • ৪। মেরিটাইম ল’ এন্ড পলিসি
  • ৫। পোর্ট এন্ড শিপিং ম্যানেজমেন্ট

পরীক্ষা পদ্ধতিঃ৬০% এমসিকিউ এবং ৪০% রিটেন
সময়ঃ৯০ মিনিট

ক)বিএসসি ইন ওশেনোগ্রাফি এন্ড হাইড্রোগ্রাফিঃ
*জিপিএঃএসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম ৪ করে পয়েন্ট থাকতে হবে।
*এইচএসসিতে অবশ্যই জীববিজ্ঞান থাকতে হবে।
*ইংরেজী,পদার্থ,রসায়ন,জীববিজ্ঞান এর মধ্যে দুটি বিষয়ে ন্যূনতম A গ্রেড থাকতে হবে এবং অন্যান্য বিষয়ে ন্যূনতম B গ্রেড।
*মোট মার্কঃ১০০

*পরীক্ষার বিষয়সমূহঃইংরেজী
,পদার্থ,জীববিজ্ঞান,গণিত,রসায়ন।
*প্রতি বিষয়ে ৮ মার্কের রিটেন এবং ১২ মার্কের এমসিকিউ থাকতে পারে(২০১৮ সালের প্রশ্নানুযায়ী)।
*আসনঃ৩৮ টি(২০১৮ সাল অনুযায়ী)

খ) বিএসসি ইন মেরিন ফিশারিজ
*জিপিএঃএসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম ৪ করে পয়েন্ট থাকতে হবে।
*এইচএসসিতে অবশ্যই জীববিজ্ঞান থাকতে হবে।
*ইংরেজী,পদার্থ,রসায়ন,জীববিজ্ঞান এর মধ্যে দুটি বিষয়ে ন্যূনতম A গ্রেড থাকতে হবে এবং অন্যান্য বিষয়ে ন্যূনতম B গ্রেড।
*মোট মার্কঃ১০০

*পরীক্ষার বিষয়সমূহঃইংরেজী
,পদার্থ,জীববিজ্ঞান,গণিত,রসায়ন।
*প্রতি বিষয়ে ৮ মার্কের রিটেন এবং ১২ মার্কের এমসিকিউ থাকতে পারে।
আসনঃ এখনও জানানো হয়নি, জেনে আপডেট করে দেয়া হবে।

গ)বিএসসি ইন নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিংঃ
*জিপিএঃএসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম ৪ করে পয়েন্ট থাকতে হবে।
*ইংরেজী,পদার্থ,রসায়ন,জীববিজ্ঞান এর মধ্যে দুটি বিষয়ে ন্যূনতম A গ্রেড থাকতে হবে এবং অন্যান্য বিষয়ে ন্যূনতম B গ্রেড।
*পরীক্ষার বিষয়সমূহঃইংরেজী
,পদার্থ,গণিত,রসায়ন।
*মোট মার্কঃ১০০

*প্রতি বিষয়ে ১০ মার্কের রিটেন ও ১৫ মার্কের এমসিকিউ থাকতে পারে(২০১৮ সাল অনুযায়ী)
*আসনঃ৩৫ টি(২০১৮ সাল অনুযায়ী)

ঘ)এলএলবি(অনার্স) ইন মেরিটাইম ল’ঃ
*জিপিএঃএসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম ৩.৫ করে গ্রেড পয়েন্ট থাকতে হবে।
*সবাই পরীক্ষা দিতে পারবে।
*এইচএসসিতে সব বিষয়ে ন্যূনতম B গ্রেড থাকতে হবে।

*পরীক্ষার বিষয়সমূহঃবাংলা,
ইংলিশ,ক্রিটিক্যাল রিজনিং,এনালিটিক
্যাল এবিলিটি,সাধারণ জ্ঞান।

*মোট মার্কঃ১০০
*সকল বিষয়ে এমসিকিউ+রিটেন হবে।
*আসনঃ৩৫ টি(২০১৮ সাল অনুযায়ী)

ঙ)বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিকসঃ
*জিপিএঃএসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম ৩.৫ করে গ্রেড পয়েন্ট থাকতে হবে।
*সবাই পরীক্ষা দিতে পারবে।
*এইচএসসিতে সব বিষয়ে ন্যূনতম B গ্রেড থাকতে হবে।
*পরীক্ষার বিষয়সমূহঃবাংলা, ইংলিশ,ক্রিটিক্যাল রিজনিং,এনালিটিক্যাল এবিলিটি,সাধারণ জ্ঞান।

*মোট মার্কঃ১০০
*সকল বিষয়ে এমসিকিউ+রিটেন হবে।
*আসনঃ৩৫ টি।(২০১৮ সাল অনুযায়ী)

✪নেগেটিভ মার্কিং নাই
✪জিপিএ ১০০ মার্ক্স
✪সকল বিভাগেই পরীক্ষার সময় থাকবে ৯০ মিনিট।সাধারণ ক্যালকুলেটর ইউজ করা যাবে।

✪আর্কিটেকচারের জন্য আলাদা কোনো ড্রইং করা লাগবেনা।
✪সেকেন্ড টাইম দেয়া যায়।
✪ পরীক্ষা প্রিপারেশন ও প্রশ্ন টাইপের জন্য এটা দেখতে পারো

(বিঃদ্রঃআসন সংখ্যা পরিবর্তন হতে পারে এবং খুব সম্ভবত নতুন বিভাগ যোগ হতে পারে।বিস্তারিত অফিশিয়াল ভাবে পরে জানানো হবে)

তাওসিফ সামিন
নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং(১৮-১৯)

 

এই সম্পূর্ণ পোস্টে বিগত বছরের অফশোর ইঞ্জিনিয়ারিং এবং ওশেনোগ্রাফি বিভাগের ভর্তি পরীক্ষায় কী কী রিটেন প্রশ্ন আসছিল এবং এগুলো কী টাইপ ছিল, আমাদের ২০১৮-১৯ ব্যাচের যতটুকু মনে আছে প্রশ্নগুলো সব আলোচনা করা হবে।

১। বিএসসি ইন নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিংঃ

★প্রিপারেশনঃ অনুরূপ ইঞ্জিনিয়ারিং/ঢাবি ক। অর্থাৎ কেউ যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে থাকে তাঁর জন্য অনেক সহজ হবে। তাছাড়া ঢাবি ক এর জন্য ভালো করে প্রিপারেশন নিলেও এক্সামে ভালো করা যাবে। প্রেক্টিসের জন্য নিয়মিত প্রশ্নব্যাংক সলভ করলে ভালো ফল পাওয়া যাবে। আর মূল বইয়ের তো কোনো বিকল্প হতেই পারেনা। ইংরেজীর জন্য মূল দরকার বেসিক। ভ্যোকাবুলারি যত ভালো, তত ভালো করবে এবং দরকার অনেক প্রেক্টিস। চাইলে Apex বইটি ইংরেজির জন্য কিনে ফেলতে পারো, বইটি অনেক হেল্পফুল।

★রিটেন প্রশ্ন টাইপ/গতবছর পরীক্ষায় আসা প্রশ্নগুলোঃ

*ইংরেজীঃ একটা প্যাসেজ এসেছিল, অটিজমের উপর। সেখান থেকে শূন্যস্থান পূরণ টাইপ ৫ টা এমসিকিউ এসেছিল। মানে যেমন টা এইচএসসিতে আমরা করে আসছি। Climate Change এর উপরে একটা প্যারাগ্রাফ এসেছিল। আর বাদ বাকি সব ছিল Grammatical এমসিকিউ। সেখানে synonym, antonym, acronym, parts of speech ইত্যাদি ছিল।

*পদার্থবিজ্ঞানঃ রিটেন পার্টে এসেছিল চোখের দূর দৃষ্টি এবং হ্রস্ব দৃষ্টির কারণ ও প্রতিকার সম্পর্কিত প্রশ্ন, আরেকটা গ্রাফ রিলেটেড ম্যাথ আসছিল কারেন্টের চ্যাপ্টার থেকে।

*রসায়নঃ জৈব যৌগ থেকে এন্টি মার্কনিকভ/ মার্কনিকভ/ এলডল ঘনীভবন এর রিএকশন মেকানিজম আসছিল। সম্পূর্ণ বিক্রিয়া কম্পলিট করতে হয়েছে। আর টাইট্রেশন রিলেটেড একটা ম্যাথ আসছিল।

*গণিতঃ ডিফারেন্সিয়েশন আসছিল, ইন্টিগ্রেশনও ছিল, সেট থেকেও একটা প্রশ্ন ছিল।

২। বিএসসি ইন ওশেনোগ্রাফি এন্ড হাইড্রোগ্রাফিঃ
★প্রিপারেশনঃ অনুরূপ ঢাবি ক ইউনিট। প্রেক্টিসের জন্য ভার্সিটি ‘ক’ প্রশ্নব্যাংক সলভ করা আর মূল বই পড়ার বিকল্প নেই।
★ রিটেন প্রশ্ন টাইপ/গতবছর পরীক্ষায় আসা প্রশ্নগুলোঃ

*ইংরেজীঃ একটা পেসেজ আসছিল, সেখান থেকে ফিল ইন দ্যা গ্যাপ টাইপ প্রশ্ন, Global warming এর উপর প্যারাগ্রাফ এবং সাধারণ এমসিকিউ।

*জীববিজ্ঞানঃ রিকোম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বিয়ে বিস্তারিত প্রশ্ন এবং এন্টিবডি কীভাবে কাজ করে সেটা নিয়ে আরেকটা প্রশ্ন।
*পদার্থবিজ্ঞানঃ p-n-p ট্রানজিস্টর রিলেটেড প্রশ্ন এবং বিয়ো স্যাভার্টের সূত্রের প্রতিপাদন।
*রসায়নঃ টাইট্রেশন থেকে একটা ম্যাথ আসছিল আর কিছু ছোটো প্রশ্ন

*গণিতঃ ত্রিকোনমিতি ও ফাংশন থেকে একটা করে ম্যাথ আসছিল।

 

এই হলো মোটামুটি গতবছরের রিটেন প্রশ্নে যা যা আসছিল তাঁর একটা ধারণা। আবার এর মানে এই না এরকমই এই বছরও আসবে। প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হতেই পারে এবং হওয়াটা স্বাভাবিকও। এটা দেয়ার কারণ হলো তোমাদের প্রিপারেশন নিতে সহায়তা করা যাতে একটু হলেও এক্সাম সম্পর্কে ধারণা হয়।

* LLB in Maritime Law এবং BBA in Port Management এর প্রিপারেশন নিয়ে আরেকটি বিস্তারিত পোস্ট আসবে।
* গ্রুপে যারা এড নেই, তোমার বন্ধু বান্ধবকে এড দিতে পারো।

* কোনো প্রশ্ন করার আগে পিন পোস্ট/ এনাউন্সমেন্ট সেকশন চেক করে নিবে। সেখানে তোমার প্রশ্নের উত্তর খুঁজে না পেলে গ্রুপ, কমেন্ট সেকশন বা ভাইয়াদের ইনবক্স তো আছেই!
শুভকামনা রইল সবার জন্য!
COURTESY: অনির্বাণ(OCN03), অনিরুদ্ধ(NAOE02)।

 

**ইউনিভার্সিটি টা কি পাবলিক?
জি ভাই।

**ক্যাম্পাস এতো ছোট কেন?
এইটা টেম্পোরারি ক্যাম্পাস

**সার্কুলার দিয়েছে?
হ্যা দিয়েছে, ভার্সিটি এর ওয়েবসাইট এবং এই গ্রুপেও অলরেডি অনেকবার দেয়া হয়েছে।

**৪ বছরে খরচ কেমন যাবে?
প্রায় ১,৫০,০০০ টাকার মত। (হল খরচ,যাতায়াত খরচ,খাবার খরচ বাদে।

** এতো খরচ কেনো?
Quality comes with price. টেম্পোরারি ক্যাম্পাস আর ইন্টারনাল ফ্যাকাল্টি এর স্বল্পতা থাকা সত্তেও প্রতি বিষয়ের এক্সপার্ট ফ্যাকাল্টি ও অন্যান্য সুযোগ সুবিধার জন্যে এতটূক খরচ স্বাভাবিক।

**পড়াশুনা কেমন?
১ সেমিস্টারে ফরেন ফ্যাকাল্টি ,এডজয়েন্ট ফ্যাকাল্টি, ফিল্ড ট্রিপ, ল্যাবের ফ্যাসিলিটি এর জন্যে ভার্সিটি যে পরিমাণ টাকা খরচ করে তা আমাদের ৪ বছরের খরচের চেয়েও বেশি।আর ক্লাস ৯ টায় শুরু হউয়ার কথা থাকলে মাঝে মাঝে এমনো হয় যে স্যার ৮ঃ৫৫ তে এসে বসে আছেন, তাই বুঝে নেন।

** হল আছে? হলে খরচ এতো কেন?
জী ভাই হল আছে,আর খরচ এতো বেশি কেন তা একবার হল ঘুরে আসলেই বুঝবেন।

**জব ফিল্ড কেমন?
আমাদের দেশ এমন একটা দেশ যেইখানে আর্টস আর ইঞ্জিনিয়ারিং বা অন্য সাবজেক্টে পড়া যেকেউ রবীন্দ্রনাথ এর জন্ম মৃত্যু এর সাল মুখস্ত করে হয় ম্যাজিস্ট্রেট আবার ঢাকা ইউনিভার্সিটি থেকে এপ্লাইড ফিজিক্স এ পড়া ছেলে চাকরি করে ব্যাংক এ। সুতরাং জব নিয়ে গ্যারান্টি কোথাও নাইহ।

 

কিন্তু জব ফিল্ড ঠিক ই আছে, ওশেনোগ্রাফির জন্য BORI (Bangladesh Oceanographic Research Institute) আছে, নেভাল আর্কিটেক্ট/অফসোর ইঞ্জিনিয়ারিং এর জন্যে শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি আছে, পি এম আল এর জন্যে পোর্ট আছে, এল এল বি ইন মেরিটাইম ল এর জন্যে মেরিটাইম সংশ্লিষ্ট সংগঠন আছে।!

রেগিং আছে?
গুগলে দেখলাম রেগিং মানে পুরনো ময়লা কাপড়, তাই ভার্সিটি এর স্টোর রুম আর হলে থাকতে পারে। আর বড়দের সম্মান করা,নিয়মকানুন মেনে না চললে ইউনিভার্সিটির দারোয়ান ই রেগিং (আপনারা যেইটা বুঝান) দিবে, সিনিয়ররা ল্যাবের পেড়া সাম্লাইতেই কান্নাকাটি করি। ‍

অনেকেই জিজ্ঞেস করে বা অনেকেই জানতে চায়, ভাইয়া কিভাবে পড়বো, কিভাবে প্রিপারেশন নিবো, কোন ওয়ে তে পড়লে ভালো করা যাবে বা কোন কোন বই পড়বো?? ইত্যাদি ইত্যাদি!!

তো আজকে ছোট্ট করে এই বিষয়গুলা নিয়ে আলোচনা হয়ে যাক।

প্রথমেই আসি বই সাজেসটেড এর ব্যাপারে।

বাংলার জন্য যা যা লাগবে –
* তোমার ইন্টারের বাংলা বোর্ড বইটা মাস্ট।
* ৯ম-১০ম শ্রেণির বাংলা ব্যকরণ বইটাও মাস্ট।
* চাইলে সৌমিত্র শেখরের ‘বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা’ বইটা পড়তে পারো।
* জর্জের বাংলা mp3 টা পড়তে পারো। বইটা তোমাকে প্রাক্টিস এ অনেক হেল্প করবে।

 

ইংরেজির জন্য যা যা লাগবে –
* English for competitive exams. বইটা সহজ ভাষায় লিখা আছে। এই বইটা ভালো করে পড়তে পারলে ভালই কাজে দিবে।
* Compact (ucc). বইটাও ভালো। কিন্তু বিশাল হওয়ায় শেষ করতে একটু প্রবলেম হতে পারে। কিন্তু পড়তে পারলে ভালো এফেক্টিভ হবে।

* জর্জের English MP3 বইটাও ভালো করেছে (যদিও আমাদের সময় আমি বইটা পাইনি)।
* Vocabulary’র জন্য বই পড়ে মাথা নষ্ট না করে বিভিন্ন ইউনিভার্সিটির এক্স কোয়েশ্চেন+বিসিএস এর কোয়েশ্চেন সলভ করাই বুদ্ধিমানের কাজ হবে।

#Note : যেকোনো একটা বই ভালো করে ফলো করো। সব একসাথে করতে যেয়ে জগাখিচুরি লাগিয়ে ফেলো না।

সাধারণ জ্ঞানের জন্য যা যা লাগবে –
* জর্জের mp3 বাংলাদেশ
* জর্জের mp3 আন্তর্জাতিক
(দুইটা বই ই এনাফ)
* সাম্প্রতিক এর জন্য কারেন্ট এফেয়ার্স পড়তে পারলে বেস্ট হয়, তবে সাম্প্রতিক ক্যাপসুল গুলা পড়লেও কাজে দিবে।

 

★এবার আসি সবার অন্যতম চিন্তার কারণ যেই ব্যাপারটা নিয়ে সেটার কথায়।
আচ্ছা ভাইয়া, সব নাহয় বুঝলাম। এইযে Critical Reasoning & Analytical Abilities এগুলা কই থেকে পড়বো? এগুলার ব্যাপারে

কি করবো?
যদি পার্সোনালি বলি, এগুলা জাস্ট তোমার নিজের ক্যাপাবিলিটি জাজ করার জন্য। তোমার ব্রেইন একটু শার্প হইলেই তুমি এগুলা ইজিলি পারবা। কোনো বই পড়তে হবেনা।
সত্যি বলতে আমি কোনোদিনও এগুলা পড়িনি, তবুও যতটুকু লাগে পারছি কিভাবে যেনো (তাই বলে আমি ঢোল পিটাচ্ছিনা যে আমার ব্রেইন অনেক শার্প)।

just think yourself & enrich your imagination capability, you can do it.
তারপরও এগুলার জন্য কয়েকটা বই পড়তে পারো যেগুলা ভালো। যেমন –

* জর্জের মানসিক দক্ষতা বইটা খুব ভালো।
* মেন্টর’স এর আইবিএ এবং বিবিএ’র জন্য যে বইটা আছে সেটা থেকে কিছু টপিক দেখতে পারো (আমি কয়েকটা দেখেছিলাম শুধু)।

 

এইতো গেলো বইয়ের ব্যাপারে, এবার আসি প্রিপারেশনের ব্যাপারে।

সত্যি বলতে ভাই এটা যারা যার ব্যাপার। এটা ম্যান টু ম্যান ভ্যেরি করে। এই যেমন ধরো তোমার এবিলিটি খুব ভালো তোমার ৪/৫ ঘন্টা পড়লেই চলে। তাই তুমি এই সময়টুকু পড়লেই হবে। আবার কারও কারও ১২/১৪ ঘন্টা পড়তে হতে পারে। ম্যান টু ম্যান।
যাইহোক, পার্সোনাল সাজেশন থাকবে, এই সময় টা একটু ভালো করে একটু বেশি সময় নিয়ে পড়ো। ইনশাল্লাহ ভালো কিছুই হবে।
বাংলা আর ইংরেজির উপর বেশি জোর দাও। এটা খুব ইম্পর্ট্যান্ট।

 

#special_note : BCS এর কোয়েশ্চেন ব্যাংক টা পুরোপুরি পড়ে ফেলো। খুবই কাজে দিবে।

 

বিঃ দ্রঃ এগুলা LLB+ PML এর জন্য হলেও দেশের সবগুলা কম্বাইন্ড ইউনিটে তোমাকে হেল্প করবে। Further any question, feel free to ask or knock in the inbox anytime.

ভালো করে পড়তে থাকো। অনেক অনেক শুভ কামনা রইলো।

Mohammadullah Tarif
BBA in Port Management & Logistics
Dept. of Port and Shipping Management
Bangabandhu Sheikh Mujibur Rahman Maritime University, Bangladesh

 

Ask Questions

Review page