কৌতুহলই মানুষকে অজানাকে জানতে আর অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করে। কৌতুহলের জন্যেই কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন। কত শত নতুনের উত্থান এই কৌতুহলের বসেই…
কিন্তু আমার কৌতুহল অত্যধিক কম। একেবারে শূন্যের কাছাকাছি! কী যে করব দুনিয়ায়!!!
এই যেমন এখনকার জুনিয়র-সিনিয়রদের দেখি কত কত কৌতুহল নিয়ে সারা দিন চিন্তা করে! “C শিখব নাকি C++ শিখব? Java শিখব নাকি C# শিখব? PHP শিখব নাকি Python শিখব? জ্যাঙ্গো শিখব নাকি ফ্লাক্স শিখব? Android শিখব নাকি iOS শিখব? Android যে শিখব এটা টিকবে তো? কত দিন চলবে আর এক OS? বাংলাদেশে Android আর web এর মধ্যে কোনটার ডিমান্ড বেশি? এখন তো শুনি এগুলার কোনো খাওয়া নাই, AI, ML, DL এগুলার সময় আসতেছে! এগুলা শেখা শুরু করব? বাট এগুলার জব কি বাংলাদেশে এভেইলেবল হবে?… … …”
যদি কোনো মতে কষ্টে-সৃষ্টে কোনো একটা প্ল্যাটফর্ম চয়েজ করতে পারে এরপরের কৌতুহলঃ “কোন টিউটোরিয়াল ফলো করব? ব্লগ নাকি ভিডিও দেখে শিখব? বই নাকি অফিসিয়াল ডক পড়ব? বই পড়লে কোনটা পড়ব? ফার্স্ট এডিশন নাকি সেকেন্ড এডিশন? কী পরিমাণ সময় দিতে হবে? মিনিমাম কতটুকু শিখলে এটার জব পাব? এটার জন্য কোন কোম্পানি কেমন স্যালারি দেয়? এটা করার জন্য কি ডেটা স্ট্রাকচার-অ্যালগরিদম জানা লাগবে? কোন কোন ডেটা-অ্যালগো শিখতে হবে? এই প্ল্যাটফর্মে আসলেও ডেটা অ্যালগো লাগবে? আমি কি C দিয়ে ইমপ্লিমেন্ট করব নাকি যেই প্ল্যাটফর্মে কাজ করছি সেটাতেই করব? এই প্ল্যাটফর্ম যদি কয়দিন পরে বন্ধ হয়ে যায়???… …. …”
দারুণ দারুণ সময় সিরিয়াস আর সময়োপযোগি প্রশ্ন! প্রোগ্রামিংয়ের বিভিন্ন কমুনিটিতে এই প্রশ্নগুলো প্রায় প্রতিদিন দেখি আর অবাক হয়ে শিখি যে “কত ধরনের প্রশ্ন” করা যেতে পারে! আমার তো এগুলার ব্যাপারে কোনো কৌতুহলই জাগে না!!!
আমার তো জানার কোনো আগ্রহই নাই! জীবনেও এগুলা নিয়ে কাউকে জিজ্ঞেস করছি কিনা মনে নাই! আমার গুরু Shaon ভাইয়া একদিন বললেন “প্রোগ্রামিং কনটেস্টে তোমার আর কোনো ভবিষ্যত দেখতাছি না। যা করছো ভালো! এইবার অ্যান্ড্রয়েড শিখ”। উনি কাজ করতেন ওয়েবে। এইটাও মনে হয় জিজ্ঞেস করি নাই “মিয়া! আমনে ওয়েবে কাম করেন! আমারে অ্যান্ড্রয়েডে ধাক্কান ক্যা?” শিখতে বলছে শেখা শুরু করছি। পাশাপাশি HTML, CSS, PHP, JS দেখছি। কিন্তু মন টানে নাই। বাদ দিছি। অ্যান্ড্রয়েড নিয়ে এখন কিছু করে খাচ্ছি। উপরের প্রশ্নকর্তাদেরকে দিনের পর দিন প্রশ্ন করেই যেতে দেখি। দিনের পর দিন অমুক কোর্স, তমুক কোর্স করতে দেখি। কাজ করতে আর দেখি না। অনেকে আবার বলেন “গত ৩ বছরে ১০ টা ল্যাঙ্গুয়েজে Hello World প্রিন্ট করা শিখছি। কিন্তু চাকরি তো পাই না!” আসলেই! দেশে বিদেশে কোথাও “Hello World” প্রিন্ট করার সফটওয়্যার বানায় না। কী আর করার…
সূরা বাকারায় আছে, বনী ইসরাঈলকে আল্লাহ একটা গরু জবাই করতে বলেছিলেন। তারা প্রশ্ন করেছিল “সেটা কেমন গরু?” আল্লাহ উত্তরে বলেছিলেন “নিশ্চয়ই উহা হলুদ বর্ণের গাভী!” হলুদ রঙের গাভী খুঁজে বের করতে তাদের জান বের হয়ে গেছিল। তারা আরো প্রশ্নের পর প্রশ্ন করে তাদের গরুর খুঁজে পাওয়াকে আরো কঠিন করে তুলেছিল। পরবর্তীতে শর্ত যোগ হয়েছিল “ঐ গরু হতে হবে মুক্ত অবস্থায় পালনকৃত। এমন গরু হওয়া যাবে না যেটা দিয়ে হাল বাওয়া বা বোঝা বহন করানোর কাজ করা হয়েছে… ইত্যাদি ইত্যাদি…” বনী ইসরাঈল জাতি কষ্টে পড়েছিল অধিক পরিমাণে অযৌক্তিক প্রশ্নের কারণে।
তাই সংসারের “বড় ছেলে” (আমিও বড় ছেলে
তুমি আজকে থেকে, আগামী ১ বছর প্রতি দিন অন্তত ৮ ঘন্টা করে কোনো “একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে” নিয়মিত নতুন নতুন টপিক শিখে আর প্র্যাক্টিস প্রোজেক্টে সেগুলো ইমপ্লিমেন্ট করে সময় ব্যয় করো।
১ বছর পর হয় তুমি অবশ্যই ভালো কোথাও জব পাবা। আর না হয় আরো দশজনকে জব দিবা। দ্যাটস দ্য ডেসটিনেশন!!!
~
Hassan Abdullah
Associate Software Engineer (Mobile) at Inovio Dhaka
(পেজের লেখা বা সেবা যদি ভালো লাগে অথবা কোনভাবে আপ্নারা উপকৃত হন, তাহলে ৫* রিভিউ দিয়ে মতামত জানান। এটা আমাদের জন্য অনুপ্রেরণা। পেজের লেখাগুলো সবার আগে পেতে ফলোয়িং অপশনে গিয়ে সী ফার্স্ট সেট করুন। নিয়মিত লাইক না দিলে লেখা আ[পনার সামনে যাবেনা। কমেন্ট এ লেখা সম্পর্কে আপনার মতামত জানান। গুরত্বপূর্ণ লেখাগুলো শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন) Write Review here – https://www.facebook.com/pg/EngineersDiary16/reviews/?ref=page_internal join our Community group https://www.facebook.com/groups/CEESBD/ Science Study- https://www.facebook.com/groups/ScienceStudy.EngineersDiary/ Join for admission Query https://www.facebook.com/groups/EMV17/ visit our website- https://engineersdiarybd.blogspot.com/ )