একটি ৫০ টাকার নোটের গল্প
তখন ক্লাস ওয়ানে পড়ি। সেজ ফুপির বিয়ে। ফুপ্পা তখন বুয়েট থেকে গ্র্যাডুয়েট করে নোকিয়ার হেড কোয়ার্টার ফিনল্যান্ডে জব করেন। তখন আনমনে আব্বুকে বলছিলাম, আমি আংকেলের মত কম্পিউটার ইঞ্জিনিয়ার হব, বিদেশে বড় অফিসে চাকরি করতে পারব। এরপর আম্মু আব্বু আমাকে কোনদিন বলেনাই তোমাকে এই হতে হবে, সেই হতে হবে। সবসময় বলেছে তোমার মনের ইচ্ছা পূরণ [...]