বিচার চাওয়ার পরিবর্তে ফাঁসির দাবীর ফল ভালো হয়নি, হয়না
ধর্ষণ এর ঘটনা আলোচনায় আসলেই শাস্তি ফাঁসির দাবীতে অনেকে স্বোচ্চার হয়ে ওঠেন। এটা নতুন কিছুনা, গত ১০ বছরের আমার দেখা সব আলোচিত ঘটনাতেই এই দাবী এসেছে। তবে এবার সম্ভবত বিশ্ববিদ্যালয়গুলোতে ফাঁসি চেয়ে মিছিল বের হয়েছে প্রথমবার- ঢাবি ও রাবিতে। আইন পড়ানো হয়, এমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন এরকম দাবী নিয়ে রাস্তায় নামে, সেটা সে বিশ্ববিদ্যালয়ের [...]