যারা কোন পাবলিক বিশ্ববিদ্যালয় এ ভর্তি হওয়ার সুযোগ পাওনি,,তাদের জন্য….
জানি তোমরা খুব বাজে টাইম পার করছো।।তাই লিখলাম কথাগুলো… 🙂
,
এ বছর মোট ৩লাখ ৩০হাজার এর ও বেশি ছাত্র এইচএসসি দিয়েছে।।
কত জন পাশ করলো বা ফেইল করলো,,সেটা নাহয় বাদ দাও…।😊
শুধুই কি ৩লাখ ফার্স্ট টাইমার??😲
নারে ভাই..😁😁
এদের সাথে ১লাখ স্টুডেন্ট থাকবে সেকেন্ড টাইমার ও ইমপ্রুভমেন্ট মিলিয়ে যারা আগেও একবার এডমিশন টেস্ট দিয়েছে।।😎
.
মোট সংখ্যা কত হলো তাহলে??
৪লাখ ৩০হাজার…(কমই মনে হচ্ছে তাই না??)😉😉
..
আচ্ছা পাবলিক ভার্সিটি আর মেডিকেল মিলিয়ে সিট সংখ্যা যেন কত??😒😒
মেবি ৫৫হাজার….(হিউজ নাম্বার..👌👌)
..
সব ডাটা দেয়া শেষ,এবার চলো চান্স না পাওয়ার ম্যাথ করি…
দেখি আমাদের হা হুতাশ করার সত্যিই কতটুকু কারন আছে..
..
৫৫হাজার সিটের মধ্যে ২হাজার সিট যে সিস্টেম লস বা মিডিয়া কর্তৃক ফিলাপ হবে না,সে ব্যাপারে সন্দেহ করাও পাপ…🙊🙊
আরো ৩হাজার সিট চলে যাবে সিস্টেম লসে…
কিভাবে???
প্রতিবছর হাজার হাজার সেকেন্ড টাইমার থাকে। যারা শুধু ভালো ভার্সিটি বা ভালো সাবজেক্ট এর আশায় পাবলিক ভার্সিটি তে ইয়ার ড্রপ দেয়…..
এক্সাম্পল অনেক আছে।।ঢাবি থেকে মেডিকেল,জাবি থেকে মেডিকেল,ঢাবি থেকে সাস্ট বা জবি থেকে জাবি…
এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় যে ছেলেটা ৩৩তম হয়েছিল(মার্ক্স কিন্ত তার হায়েস্ট ছিল) সে কিন্ত কুয়েটের স্টুডেন্ট.. 😎😎
এতেও যদি বিশ্বাস না হয় তাহলে ভার্সিটির বিভিন্ন ডেপ্ট এ গিয়ে খোজ নাও….রিএড দের সংখ্যা দেখে অবাক হবে…।
.
যারা এইভাবে সেকেন্ড টাইম দেয়,,তারা সিট খালি রেখে আসে,,কিন্ত সেই সিটে অন্য কেউ বসতে পারে না…।😊
তারা গাছের আগার ও খায়,তলার ও কুড়ায়…😊😊
(মাইন্ড ইট)
..
যাই হোক।।হাতে রইল ৫…
থুক্কু,৫০হাজার….পরীক্ষার্থী কত??
৪লাখ ২০হাজার…(সিস্টেম লসের জন্য ১০হাজার স্টুডেন্ট ধরলাম। খুশি??😎
..
.
এবার সোজা হিসেব
৪লাখ ২০হাজার ক্যান্ডিডেট,, ৫০হাজার সিট…
ঐকিক নিয়মে হিসেব করি চলো….
হিসেব টা নিজেরা করো…
এন্সার অনুযায়ী ১০০জনে ১২জন শিক্ষার্থী পাবলিকে চান্স পাবে…।
তার মানে ১২% শিক্ষার্থী চান্স পাবে পাবলিক ভার্সিটি তে(১১.৯৭৫…% আসলে)😎😎
আচ্ছা যদি ১০০জনে ১২জন মাত্র চান্স পায়,তাহলে বাকি ৮৮জন কি করবে???😲😲
তুমি শুধু এই ১২জন কেই বড় করে দেখবা,,৮৮কি কোন সংখ্যা না?? (এ কেমন চোখ তোমাদের…!!!)
..
আরো মজার ব্যাপার জানো??
১২কে ৭দিয়ে গুন করলেও ৮৮এর চেয়ে কম হয়..😎😎
আচ্ছা ধরো তোমার কাছে ৮টাকা আছে,সেখান থেকে ১টাকা হারিয়ে গেলে কি তুমি বলবা আমার সব নিয়ে গেল,,আমি নিঃস্ব হয়ে গেলাম…..?
যদি বলো,তাইলে তুমি Pessimist 😊😊
তুমি নেটে ব্লু হোয়েল পাইলে খেলো গিয়া…।কাজে দিবে😊😊
..
এবার আসি দ্বিতীয় কথায়।।
১০০ জনে যেই ১২টা ছেলে চান্স পায়,,তাদের সাথে ১৩নাম্বার ছেলেটার ডিফারেন্স কত নাম্বারে থাকে বলতে পারো??
খুব বেশি হলে ১নাম্বার,আর কম হলে ০.২৫….
এখন কি আমি বলবো যে ১২নাম্বার ছেলেটা ব্রিলিয়ান্ট আর তার চেয়ে ০.২৫নাম্বার কম পাওয়া ১৩নাম্বার ছেলেটা গাধা…??😒😒
পাপ হবে ভায়া।।ভয়ানক পাপ হবে আমার…..
বাবা-মা ছাড়া যে এই কথা বলবে,তাকে ডিরেক্ট উপরে পাঠিয়ে দিবা,,আমরা এক্সিডেন্ট বলে চালিয়ে দিব সেটাকে..😊😊
..
ওয়েট এ সেকেন্ড,, মুক্তিযোদ্ধা কোটা সহ বাকিদের হিসেব তো আরো সহজ আর আলাদা…।
আমি যে তাদের নিয়ে আলাদা করে হিসেব করি নাই…(তুমি চাইলে করে ফেলো)😊😊
চিন্তা করো না।।ওদের আলাদা করে হিসেবে ধরলে প্রতি ১০০জনে চান্স পাওয়ার হার থাকবে ১০এর নিচে..😎😎
..
এটিচ্যুড চেঞ্জ করো ভায়া।।১০০জনে ১০জন হতে না পারায় এত হতাশ তুমি,,তোমার মত বাকি ৯০জন ও যদি হতাশা প্রকাশ করা শুরু করে,,দেশ হতাশায় ঢেকে যাবে…
আর কিছু কিছু ইউনিটে চান্স পাওয়া যেন লটারি।যেমনঃজাবির আই আই টি…।।
এই লটারিতে জসীম ও জিততে পারতেন কিনা সন্দেহ আছে😎😎
..
পাবলিকে সিট সংখ্যা মেবি আরো কম😂😂
এবার হিসেব করলে % কিন্ত ৭-৮হয়ে যাবে।।😎😎
আর নাই গেলাম হিসেবে…😁😁
.
এখনো হতাশ লাগছে??😈😈😈
সব হতাশা বাদ দাও এবার..
হতাশ হয়ে লাভ কি বলো..?
তারচেয়ে মূত্র বিসর্জন দিয়ে পড়তে বসো(PH যখন সেইম,কেন পানির অপচয় করবে??😊😊)
যেখানেই পড় না কেন,ভালো করবাই…
শুভকামনা রইল….😊😊
মোঃ রাহীমুজ্জামান রাহীম
Studies at Mawlana Bhashani Science and Technology University(MBSTU).
Join Our New Page – https://www.facebook.com/pg/EngineersDiary.com.BDofficial/