মোঃ ইসমাইল হোসেনঃ  একজন কন্টেন্ট রাইটার হিসেবে নিজেকে আবিষ্কার করুন ও ক্যারিয়ার গড়ুন

কন্টেট রাইটিং শুনলে সহজেই বোঝা যায় যে কোনো বিষয়ের উপর লেখা। যদি নিজের দক্ষতা অথবা ভালোলাগা হয় কন্টেট রাইটিং,তাহলে আর বসে কেনো? কাজে লাগিয়ে ফেলুন প্রতিযোগিতামূলক দুনিয়ায়।

অনলাইন মার্কেট প্লেস্ এ চাহিদা রয়েছে দক্ষতা সম্পন্ন পেশাদার কন্টেন্ট রাইটারের। প্রচুর অর্থ উপার্জন ও সম্ভব। তবে একজন দক্ষ,ভালো, পেশাদার কন্টেন্ট রাইটার হওয়ার জন্য কিছু নীতিকে অনুসরন করতে হবে কন্টেন্ট লেখার মধ্যে।।

যেমন:-

১.কন্টেন্ট সম্পর্কিত বিষয়ের উপর বিস্তারিত ধারনা রাখতে হবে।।

ঐই বিষয়ের মৌলিক বিষয়ের গুলোর সম্পর্কে পক্ষে- বিপক্ষে তথ্য জানতে হবে ( যদি বিতর্ক মূলক হয় )অথবা ক থেকে ৎ পর্যন্ত জানা চাই।

২. কন্টেন্টটি পাবলিশের অবস্থান বিবেচনায় ভাষার ক্ষেত্রে জোর দিতে হবে। সেজন্য ইংরেজী ভাষায় দক্ষতাসম্পূর্ন হওয়া জরুরী।তবে চায়নার বাজারে মান্দারিন জানুন,আপনি এক ধাপ এগিয়ে থাকবেন।

তবে নিজের দেশে কাভারেজ এর জন্য ঐ ভাষায় দক্ষ,ভাষা শৈলি হওয়া ফরয কাজের মতো।যেমন বাংলাদেশ হলে বাংলা ভাষায় লেখার ক্ষেত্রে পারদর্শিতা আবশ্যক।

২.কন্টেন্ট লিখার ক্ষেত্রে আপনার লিখিত ভাষার বানান,ব্যাকারন জানা ও শুদ্ধ হওয়া চাই।

•আপনি সেরাদের সেরা হওয়ার জন্য HTML,Wordpress,CSS,professional Typing জানা চাই।

৩.নির্দিষ্ট বিষয়টির উপর শক্তিশালী ব্যাক্তধারনা ও কন্ঠস্বর চাই।

•কন্টেন্ট লেখার ক্ষেত্রে নিজেকে সবার থেকে সবার থেকে আলাদা করে ফেলুন।

•নিজস্ব ক্রিয়েটিবিকে গুরুত্ব দিন।এর অন্যের লেখাগুলোকে পড়ুন ও আয়ত্ব করুন। যারা এই সেক্টরে সফল।

৪.কন্টেন্ট লেখার ক্ষেত্রে ঘুরিয়ে পেচিয়ে না লিখে,এক্ষেত্রে স্পষ্টভাষী ও সহজ হতে হবে এবং কৌশলি হওয়া চাই।

• নিয়মিত আর্টিকেল লিখে নিজেকে চর্চার মধ্যে রাখুন।

[মনে রাখবেন “Practice makes a man perfect”

১ম কন্টেন্ট/আর্টিকেল ও ১০০ তম আর্টিকেল বিশ্লেষন করে দেখুন, আকাশ-পাতাল তফাৎ পাবেন]

৫.কন্টেন্ট লেখার জন্য অনেক সময় রেফারেন্সের উপর ভিত্তি করে লেখা হয়। সেক্ষেত্রে রেফারেন্সের অ্যাটাচ্ করে দিতে হবে লিংকগুলো।

[লিংক সাধারনত অনেক বড় হয়,সেগুলো ছোট করে দিবেন।এর জন্য ব্যবহার করতে পারেন যেমন:-tiny url অথবা bit.ly etc ওয়েবসাইট]

৬.কন্টেন্ট রাইটার হিসেবে প্রোফাইল সাবমিট করার ক্ষেত্রে ভাষা দক্ষতার ডিগ্রির সার্টিফিকেট,কন্টেন্ট রাইটার সার্টিফিকেট রেসিমিউকে শক্তিশালী করে তোলে।

[ভাষা জন্য স্পেশালি ইংরেজি,রাইটিং সার্টিফিকেটের ক্ষেত্রে টেকনিক্যাল সার্টিফিকেট]

৭.আপনাকে সেরা পেশাদার কন্টেন্ট রাইটার হওয়ার জন্য পৃথিবী সম্পর্কিত অতিত-চলমান(আপডেট)-ভবিষৎ সম্পর্কে জ্ঞ্যান থাকা চাই।

[আপনি কারেন্ট ওয়াল্ড হয়ে যান,এক ঢিলে অনেক পাখি মারা হয়ে যাবে।ভেবে দেখুন]

৮.সুযোগ বুঝে ফাঁকা সময়ে ইন্টার্নশিপ করে ফেলুন লেখালেখির বিষয়ে,কোনো প্রতিষ্ঠানে। হতে পারে পাবলিকেশন। যেকোনো কিছু, লেখা-লেখি সম্পর্কিত হলেই হলো।

৯. এছাড়াও আপনাকে কোনো প্রতিষ্ঠানের কাজ করার অভিজ্ঞতা পরবর্তিতে কর্মক্ষেত্রে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে।

[এই নেটওয়ার্কিং গুলো আপনাকে অনেকটা এগিয়ে রাখবে]

১০.শক্তিশালি প্লাটফর্ম “Professional Writer Alliance” এ যোগ দিন, নিজের লেখালেখির উন্নতির জন্য। তারা ফ্রি টুলস্ ও ইনসট্রুমেন্ট দিয়ে থাকে। তাই আর দেরি নয়।এখনোই যুক্ত হয়ে যান।

১১.অন্যতম গুরুত্বপূনর্ন বিষয় হলো একজন গুরু থাকা চাই আপনার। চেষ্টা করুন এমন একজন শিক্ষক খুঁজে বের করতে, যিনি আপনাকে দিকনির্দেশনা দেবেন এবং আপনার লেখা সম্পর্কে পর্যালোচনা জানাবেন। এটি আপনাকে সফল হতে সহযোগিতা করবে।

১২.সামাজিক যোগামাধ্যমে স্পেসালিস্ট হওয়া জরুরী।

[আপডটু ডেট রাখবে আপনাকে।এক্ষেত্রে প্রোডাক্টিব উপায়ে ব্যবহার করবেন সামাজিক যোগামাধ্যমগুলো]

১৩.আপনার অডিয়েন্স কি চায় তার উপর ভিত্তি করে লেখুন।নিজের জন্য নয়। পাঠক ধরে রাখুন । বাড়ান।

[বিষয়াবলি হযবরল না করে, সিকুয়েন্স অনুযায়ি এগিয়ে যান]

১৪.সর্বশেষ, কন্টেন্ট এর হেডিংটা নজরকাড়া হতে হবে। কৌতুহলময়ি,উৎসাহি,উদ্দীপনামূলক হতে হবে।এতে কোনো ছাড় নেই। দরকার সাহায্য নিন।।

[মনে রাখবেন-First impression is the best impression]

১৫.এবার নিজের পোর্টফলিও বা সিভি বানিয়ে ফেলুন।ফ্রিল্যান্সিং সাইটগুলোতে একাউন্ট ওপেন/জয়েন করে কাজ শুরু করে দিন।।

়এখন প্রশ্ন হলো কাজ করবো কোথায়?

•••আপনার পপুলারিটি ও ফ্যান-ফলোয়ার অনেক থাকলে, নিজস্ব ওয়েবসাইট এ কাজ করুন। বিভিন্ন পন্য নিয়ে রিভিউ দিয়েও অ্যাফিলয়েট মার্কেটিং দ্বারা প্রচুর টাকা ইনকাম সম্ভব।

উল্লেখযোগ্য কিছু ওয়েবসাইট করতে পারেন:-

  • Fiverr.com
  • Glassdoor.com
  • Upwork.com
  • Freelancer.com etc.

কর্মক্ষেত্রগুলো কি ?এগুলো তো জানিনা। চলুন একবার দেখে নেই।ঠিক করে ফেলুন আপনার আগ্রহ,দক্ষতর ক্ষেএগুলো। একটি নয়, একাধিক হতে পারে।

•••কর্মক্ষেত্রগুলো হলো:-

* ১.Advertising copy writers
* ২.Authors
* ৩.Biographers
* ৪.Bloggers
* ৫.Content editors

* ৬.Copy writers
* ৭.Creative writers
* ৮.Editors
* ৯.Essayists
* ১০.Lyricists

* ১১.Novelist
* ১২.Playeright
* ১৩.Poets
* ১৪.Production assistants
* ১৫.Program writers

* ১৬.Publication assistants
* ১৭.Radio script writers
* ১৮.Screne writers
* ১৯.Short story writers
* ২০.Song lyricists

* ২১.Specch writers
* ২২.Television writers
* ২৩.Verse writers

একই কর্মক্ষেত্রে তবে বেশি বেতন পাওয়া যায়

* ১.Arts Director
* ২.producers and Directors
* ৩.Technical writer

এতোসব কাজ করার শেষ উদ্দেশ্য টাকা আয় করা। কত টাকা আয় করা সম্ভব ধারনা আছে কী? পরিসংখ্যান অনুযায়ী বার্ষিক এভারেজ ৪০,০০০ ডলার আয় করা যায়।

যা খুবই কম।

তিন দেশের উপর ভিত্তি করে একটা কন্টেট রাইটিং থেকে আয়ের বার্ষিক চার্ট চার্ট দেওয়া হলো:-

United States:
* High: $73000/yr
* Low: $35000/yr
* Ave: $49000/yr
United Kingdom:
* High: £90000/yr
* Low: £17000/yr
* Ave: £22000/yr
United Kingdom:
* High: 141000 INR/yr
* Low: 290000 INR/yr
* Ave: 508000 INR/yr

লেখকঃ

শিক্ষার্থী

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

রিসার্চের জন্য সাহায্য নেওয়া হয়:-

  1. https://tinyurl.com/y6vzgfzo
  2. https://tinyurl.com/ycrr65h2
  3. https://tinyurl.com/yc6zj9fh
  4. ছবি:-রয়টার্স