সফটওয়্যার ইন্ডাস্ট্রি ও রিলেটেড জব মার্কেটে সিএস এবং নন সিএস কিংবা সায়েন্স এবং নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে ক্যাচাল একটা সিজনাল হাইপ এর মত । মাঝেই মাঝেই দেখি এইগুলা দিয়ে ব্যাপক আলোচনা, সমালোচনা, মতামত, বিশ্লেষন চলে । নন সিএস ব্যাকগ্রাউন্ডের হওয়ায় অনেকেই আমার কাছে পরামর্শ চান, জানতে চান নন সিএস ব্যাকগ্রাউন্ডের লোকজনের এই ইন্ডাস্ট্রিতে সুযোগ কেমন .
প্রথমেই আপনাকে মাথায় রাখতে হবে এই ইন্ডাস্ট্রিটা মূলত সিএস ব্যাকগ্রাউন্ডের লোকজনের জন্যই । এখানকার ৯০% লোকজনেরই দেখা যাবে সিএস বা সিএস রিলেটেড ব্যাকগ্রাউন্ড । নন সিএস ব্যাকগ্রাউন্ড থেকে এখানে আসাটা এক্সেপশন । তবে আজকাল অনেকেই আসছে এরকম ।
নন সিএস ব্যাকগ্রাউন্ড থেকে আসা আর সিএস ফান্ডামেন্টাল না জানাটা কে অনেকেই গুলিয়ে ফেলেন । আপনার ব্যাকগ্রাউন্ড এখানে ম্যাটার করে না কিন্তু আপনাকে অবশ্যই ব্যাসিক জানতে হবে । ব্যাসিক না থাকলে আসলে সিএস গ্রাজুয়েট হলেও এই ইন্ডাস্ট্রিতে আপনি ভালো করতে পারবেন না, নন সিএস হলে তো কথাই নাই ।
আপনি বইয়ের দোকানে গিয়ে সিএস রিলেটেড বই কিনতে চাইলে দোকানী আপনার ব্যাকগ্রাউন্ড জানতে চাইবে না । অন্য ব্যাকগ্রাউন্ডের বলে আপনাকে সিএস রিলেটেড বই কিনতে বাধা দিবে না কেউ । কিন্তু যারা সিএস গ্রাজুয়েট তাদের গ্রাজুয়েশন শেষ করার জন্য একটা নূন্যতম সিলেবাস কাভার করে, পরীক্ষা দিয়ে একটা নূন্যতম নম্বর পেয়ে পাশ করে আসতে হয় । তাই তাদের বেশ কিছু জিনিস ইচ্ছায় বা অনিচ্ছায় কাভার করা হয় । যেটা অনেক সময় নন সিএস ব্যাকগ্রাউন্ডের লোকজনের করা হয় না । উদাহরন স্বরূপ বলা যায় আমি নিজেও অপারেটিং সিস্টেমের উপর ২-৩টা বই সংগ্রহ করেছি কিন্তু বেশীদূর পড়া শেষ করতে পারিনি । স্বাভাবিক ভাবেই যারা একটা অপারেটিং সিস্টেম কোর্স করে এসেছে, তারা এই টপিকে অনেক কিছু জানে যেটা আমি জানি না ।What to do
তবে, সব জায়গায় সিএস এর সব কনসেপ্ট এর প্রয়োজন পড়ে না । যেমন ধরেন কোন কোম্পানি থীম ডেভেলপ করে, তাদের কিন্তু সিএস এর ডীপ কনসেপ্ট লাগবে না । আবার যারা গেইম ডেভেলপমেন্ট এর সাথে রিলেটেড, তাদের জন্য সিএস কনসেপ্ট এর সাথে সাথে ম্যাথ এবং ফিজিক্স এরও ভালো ব্যাসিক লাগবে ।
আপনি সিএস ব্যাকগ্রাউন্ডের হোন আর নন সিএস – এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে আপনাকে কাজের ফাকে প্রচুর পড়াশোনা করতে হবে । নন সিএস হয়ে সিএস গ্রাজুয়েটদের সাথে কম্পিট করতে গেলে আপনাকেও পাল্লা দিয়ে সিএস রিলেটেড বই পত্র পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে । আপনাকে হয়তো আরেকটু বেশী পরিশ্রম করতে হবে । কি কি পড়া লাগবে, জানা লাগবে সেটার একটা লিস্ট কালেক্ট করতে পারেন আপনার সিএস পড়ুয়া বন্ধু বান্ধবের কাছ থেকে । আর সেই সাথে নজর রাখতে পারেন এই সাব রেডিট এ – https://www.reddit.com/r/cscareerquestions/
-Abu Ashraf Masnun
Related:
link 1
Link 2
(পেজের লেখা বা সেবা যদি ভালো লাগে অথবা কোনভাবে আপ্নারা উপকৃত হন, তাহলে ৫* রিভিউ দিয়ে মতামত জানান। এটা আমাদের জন্য অনুপ্রেরণা। পেজের লেখাগুলো সবার আগে পেতে ফলোয়িং অপশনে গিয়ে সী ফার্স্ট সেট করুন। নিয়মিত লাইক না দিলে লেখা আ[পনার সামনে যাবেনা। কমেন্ট এ লেখা সম্পর্কে আপনার মতামত জানান। গুরত্বপূর্ণ লেখাগুলো শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন)
Write Review here – https://www.facebook.com/pg/EngineersDiary16/reviews/?ref=page_internal
join our Community group https://www.facebook.com/groups/CEESBD/
Science Study= https://www.facebook.com/groups/ScienceStudy.EngineersDiary/ ) visit our website engineersdiarybd.blogspot.com