#_A_unit : কিভাবে দাগানো শুরু করব?
#_Post_বড়_কিন্তু_গুরুত্বপূর্ণ
#_সবাই_পড়ার_অনুরোধ_থাকলো
প্রশ্ন ১০০ টা সময় ৬০ মিনিট
তাই সাধারণ হিসেবেই বোঝা যাচ্ছে প্রতি ২৫ টা প্রশ্নের জন্যে তুমি পাবে ১৫ মিনিট করে যদি ধরে নি তুমি ১০০ টি প্রশ্নেই টাচ করেছো এবং তোমার সম্পূর্ণ সময় ব্যয় হয়েছে 😊
তাহলে বাংলা ইংরেজী মিলিয়ে ২৫ টা প্রশ্নের জন্যে তোমার থাকছে ১৫ মিনিট… যেহেতু এই দুটি তে আলাদা পাশ হিসাব, তাই এখানে আর হাত না দেয়, ১৫ মিনিট বরাদ্দ রাখি যাতে বুঝে শুনে দাঁগানো যায়….
বাকি থাকলো ৭৫ নাম্বার যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি থেকে যেকোনো তিনটা উত্তর করতে পারবে…. প্রতি সাব্জেক্টে ২৫ করে… সময় থাকছে ৪৫ মিনিট… তাহলে সাধারণ হিসাবে তুমি প্রতি বিষয়ে সর্বোচ্চ ১৫ মিনিট করে সময় পাবে এর বেশি না…
বায়োলজি আর কেমিস্ট্রি এমন দুটি সাব্জেক্ট যেগুলো না দাঁগালে তোমার অনেক কিছুই হাত ছাড়া হয়ে যাবে… অনেক সাব্জেক্ট চয়েস তুমি দিতে পারবে না… তাই ধরেই নিলাম এই দুটিই তুমি উত্তর করবে…তাহলে ৩০ মিনিট এখানে শেষ…
বায়োলজির দিক থেকে তোমার সুবিধা হচ্ছে এখানে কোনো ম্যাথম্যাটিকেল প্রশ্ন থাকে না, তাই যাই থাকবে হয় তুমি সরাসরি পারবে, না হয় পারবে না… হিসাব করে দেখার কোনো কিছু নাই… তাই এক্ষেত্রে প্রতি প্রশ্নে সর্বোচ্চ ২০ সেকেন্ড করে ধরলেও ২৫ টা প্রশ্নের জন্যে প্রায় ৮ মিনিট সময় লাগবে…. তাহলে তোমার হাতে থাকছে ১৫-৮=৭ মিনিট এক্সট্রা… যা তোমার অন্যান্য বিষয় গুলো তে কাজে দিবে….
এরপর থাকতেসে হয় ফিজিক্স না হয় ম্যাথ, তাহলে তোমার হাতে সব মিলিয়ে আর থাকে ১৫+৭= ২২ মিনিট… এখন এই ২২ মিনিটে তুমি কোনটা দাঁগালে ভালো হবে বলে তুমি মনে করো এটা তোমার হিসাব…. যদি ম্যাথে ভালো হও তবে বলবো ম্যাথ দাঁগাও, আর যদি ফিজিক্সে ভালো হও, তাহলে বলবো ফিজিক্স দাঁগাও….
তবে যদি দুইটাতেই সেইম প্রিপারেশন থাকে, তাহলে বলবো ফিজিক্স দাঁগাও…. কারণ তুমি যত সময়ে ম্যাথে ৫ টা প্রশ্ন দাঁগাবে, তত সময়ে তুমি ফিজিক্সে ৮-৯ টা দাঁগাতে পারবে কারণ প্রশ্নগুলোই অইরকম হয়…. তাই ম্যাথ হিসাব করতে করতে সময় নষ্ট না করে যদি ফিজিক্স দাঁগাও তাহলে চিন্তা করার সময় পাবে বেশি, তারপরও বলছি, যেটা ভালো পারো, শুধু অইটাই দাঁগাবে এই দুটির মধ্যে…
এই প্যাটার্নে গেলে অনেক সাব্জেক্ট চয়েসই দিতে পারবে A unit থেকে…
এতক্ষণ তাহলে সময় ডিস্ট্রিবিউশন টা হিসাব করে দিলাম… 😊
এবার আসোকি দিয়ে শুরু করা উচিৎ, বা কিভাবে আঁগানো উচিৎ??
প্রথমে বাংলা ইংরেজী দাঁগিয়ে ফেলবে, কারণ এগুলো তে পাশ করতে হবে যথাক্রমে ৩ ও ৪ পেয়ে… তাই পরীক্ষার শুরু তে মাথা রিল্যাক্স থাকবে, তখন বুঝে বুঝে সঠিক গুলা দাঁগিয়ে ফেলবে… কনফিশান লাগ্লে সেগুলা ধরার দরকার নাই এখন…
এরপরে যে সাব্জেক্ট দিয়েই দাঁগানো শুরু করো না কেনো, আগে শুধু যেগুলা পারো অইগুলাই দাঁগাবে, এভাবে ফুল প্রশ্ন একবার ঘেঁটে ফেলবে যা সিউর তাই দাঁগাবে শুধু, একটু কনফিউশন লাগলেই স্কিপ করবে…. ফুল ৩ টা সাব্জেক্ট একবার রাউন্ড দিয়ে এসে দেখবে প্রায় কতোগুলো সিউর দাঁগিয়েছো সম্পূর্ণ প্রশ্ন থেকে…
এরপর বুঝে যাবে এবার নতুন কত গুলো দাঁগানো দরকার চান্স পেতে বা ভালো সাব্জেক্ট পেতে, কত পার্সেন্ট সিউর হলেই নতুন প্রশ্ন গুলো দাঁগাবা সেটার এক্টা হিসাব মাথায় হয়ে যাবে… ফলে নেগেটিভ মার্কিং থেকে আজায়রা যেটা সেটা না দাঁগিয়ে বাঁচতে পারো….
সায়েন্সের কোন বিষয় টি তুমি ভালো পারো সেটা দিয়েই শুরু করবে, আমার ফিজিক্সে দক্ষতা ভালো বলে আমি সব পরীক্ষাতেই ফিজিক্স দিয়ে শুরু করতাম…. তোমার যেটা ভালো হয় সেটা থেকে কম দক্ষতা সম্পন্ন সাব্জেক্টের দিকে আঁগাবে…
আমার সময় আমি বাংলা তে সিউর ৪ টা দাঁগিয়েছিলাম আর ইংরেজী তে ৬ টা দাঁগিয়েছিলাম যেখানে একটা ভুল ছিলো….
আর মোট ১০০ টাতে প্রায় ৮১ টার মতো দাঁগিয়েছিলাম যেখানে ৫ টা ভুল হয়েছিলো…. ফলে নেগেটিভ মার্কিংস থেকে ভালোই রেহাই পেয়েছিলাম…. 😅
আর হ্যা, বাংলায় পাশ ৩ ইংরেজী তে ৪, আর বাকিগুলোতে মোট হিসাবে পাশ… আর মাইনাস হিসাব টোটাল নাম্বার থেকে হয়, আলাদা বিষয় ভিত্তিতে না….
এই পোস্টে লেখা অনেক বেশি, কিন্তু পুরোটাই গুরুত্বপূর্ণ…. তাই সবাই ফ্রেন্ডদের কে শেয়ার করলে অনেকেই উপকৃত হবে… আবারও বলছি, জ্ঞান শেয়ার করলে নিজের জ্ঞান কমে না… বরং তোমার ভুল থাকলে অন্য কেও তোমাকে শুধরে তোমার জ্ঞান বাড়িয়ে দিবে…. 😊
বেস্ট অফ লাক ছোট্ট বন্ধুরা… কনফিডেন্স রাখো… আশা করি শিঘ্রয়ী দেখা হবে তোমাদের সাথে…. ❤
Sayem Aziz Chowdhury
Dept of CSE
CU
Website link