ইউজিসি ও শিক্ষামন্ত্রণালয় থেকে দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। উক্ত নির্দেশনা অনুসারে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) প্রশাসন অনলাইন ক্লাস পরিচালনার সম্ভাবনা মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে।
এ উপলক্ষে গত ৭মে সমস্ত ডিন এবং বিভাগীয় প্রধানদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় ৮সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

গঠিত কমিটি প্রাথমিকভাবে ‘১৭, ‘১৮, ‘১৯ ব্যাচের শিক্ষার্থীদের উপর সমীক্ষা চালানোর জন্য একটি অনলাইন-ফর্ম প্রস্তুত করেছে। অনলাইনে উক্ত ফর্ম পূরণের মাধ্যমে জরিপ সম্পন্ন হবে। এই তিনব্যাচের জরিপের পারসেন্টেজের উপর নির্ভর করবে অনলাইন ক্লাস যথোপযুক্ত কিনা !

শিক্ষার্থীরা যেভাবে তাদের অনলাইন-কোর্স নিবন্ধকরণের জন্য লগইন করে সেভাবে লগইন করতে হবে। লগইন শেষে একটি সংক্ষিপ্ত জরিপ ফর্ম পূরণ করতে হবে। লিঙ্কটি চুয়েটের ওয়েবসাইটের হোম পেইজে পাওয়া যাবে।

উক্ত অনলাইন জরিপের ফলাফলের উপর ভিত্তি করে কমিটি যথাযথ করণীয় উর্ধতন কতৃপক্ষের কাছে পেশ করবে বলে জানান কমিটির সদস্য অধ্যাপক ড. জি এম সাদিকুল ইসলাম।

জরিপের প্রশ্নাবলী পাওয়া যাবে নিম্নোক্ত লিঙ্কে:
https://www.cuet.ac.bd/survey/