চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (CUET)-এর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তিপরীক্ষার্থী সকল রেমিয়ানকে শুভকামনা এবং অগ্রীম শুভেচ্ছা জানাই ৷
চুয়েটের ভর্তিপরীক্ষার সুবিধার্থে কিছু তথ্য জেনে রাখো, তাহলে কোনরূপ সমস্যা হবে না আশা করি ৷
★Official Upcomings & Requirements
১ ৷ ভর্তিপরীক্ষার সময়: ক ইউনিট (সকল বিভাগ)-২রা নভেম্বর,শুক্রবার,সকাল ১০:০০টা থেকে দুপুর ০১:০০টা পর্যন্ত মোট ৩ঘন্টা লিখিত পরীক্ষা ৷
খ ইউনিট (আর্কিটেকচার)-লিখিত পরীক্ষার পর বিকাল ০২:৩০টা হতে ০৪:৩০ পর্যন্ত মোট ২ ঘন্টা মুক্তহস্ত অংকন ৷
২ ৷ আবশ্যিক উপকরণ: HSC পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড,Admit Card, ভর্তিপরীক্ষার Admit Card, সদ্যতোলা ১ কপি সত্যায়িত ছবি(পাসপোর্ট সাইজ),কলম, ক্যালকুলেটর, পেন্সিল এবং খ ইউনিটে ভর্তিচ্ছুদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ৷
**অনুমোদিত ক্যালকুলেটর-(Image Attached)
**Admit Card Download Link- http://student.cuet.ac.bd/admission2018/admitcard.php
**এরপরও যদি কেউ ভুলক্রমে ছবি সত্যায়ন,অ্যাডমিট কার্ড প্রিন্টআউট না করে থাকো,তবে ভয় পাওয়ার কিছু নেই ৷ তোমাদের সিনিয়র ভাইদেরকে বললেই ব্যবস্থা করে দিবেন ৷
৩ ৷ সিটপ্ল্যান:চুয়েট গেইট থেকে শুরু করে প্রতিটি আবাসিক হল,প্রশাসনিক ভবন এবং অ্যাডমিশন স্টলগুলোতে সিটপ্ল্যান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়া যাবে ৷
★Routes & Fare
ঢাকা থেকে মূলত দুইভাবে চুয়েটে আসতে পারবে-
১ ৷ সড়কপথ-শ্যামলী পরিবহন এবং হানিফ পরিবহনের সায়েদাবাদ,গাবতলীসহ অন্যান্য কাউন্টারে কাপ্তাইগামী বাসের টিকেট পাওয়া যাবে,মূল্য ৫৫০ টাকা করে ৷ বাসে উঠে গাইডকে বলে রাখলে সরাসরি চুয়েটের সামনে নামিয়ে দিবে ৷
২ ৷ রেলপথ-ঢাকা থেকে চট্টগ্রাম রেলস্টেশনে আসার পর বের হয়ে সামনে এগোলে ১ নং বাস (ভাড়া ১২টাকা) বা ২ নং বাস (ভাড়া ৮টাকা) দিয়ে কাপ্তাই রাস্তার মাথা আসতে হবে ৷ সেখান থেকে CNG করে সরাসরি চুয়েটে আসা যাবে,ভাড়া পড়বে সর্বোচ্চ ৪০টাকা ৷
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)-তে ভর্তিপরীক্ষা দিয়ে চুয়েটে আসতে ইচ্ছুক পরীক্ষার্থীরা চবির সামনে থেকে ৩নং বাস বা অন্যান্য বাসে উঠে অক্সিজেন মোড় (ভাড়া সর্বোচ্চ ১০টাকা) ,সেখান থেকে CNG দিয়ে কুয়াইশ(ভাড়া ১৫টাকা) এবং সর্বশেষ চুয়েটে CNG দিয়ে (ভাড়া ৩০টাকা) আসতে পারবে ৷
**এছাড়াও বিস্তারিত জানতে চাইলে- https://goo.gl/dk5rh5 পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও ৷
**এক্ষেত্রে স্মরণে রাখতে হবে,ভর্তিপরীক্ষার পর বাস বা অন্য কোন যাতায়াত মাধ্যম পাওয়া একপ্রকার অসম্ভব হতে পারে ৷ তাই বাস বা ট্রেনের রিটার্ন টিকেট আগে থেকেই কেটে রাখা উচিত ৷
★থাকার ব্যবস্থা
১ ৷ কোথায় থাকবো?
চুয়েটের হলগুলোতে তোমাদের জন্য থাকার ব্যবস্থা আছে ৷ তোমরা যে কাউকে তুমি পরীক্ষার্থী একথা বললে তোমার থাকার ব্যবস্থা সিনিয়র ভাইয়েরাই করবেন ৷
২ ৷ আশেপাশে হোটেল আছে?
না,আশেপাশে হোটেলের ব্যবস্থা নেই ৷ যদি কেউ নিতান্তই হোটেলে থাকতে ইচ্ছুক হয়,সেক্ষেত্রে শহরে হোটেল আছে,সেগুলোতে থাকা যাবে ৷
★Contacts
EEE-17
Fardin-01755043608
Annan-01681874851
Jamilur-01728919567
Hridoy-01825803033
Sakib-01963764859
Moinul-01521106331
CE-17
Turzo-01856990850
Nayem-01961698567
Rafi-01725726881
Rashed-01628311897
Adib-01867771336
Mehedi-01907956564
ME-17
Fuad-01789632287
Anik-01864826620
Maidul-01754832863
পিয়াল-01867341464
Farsid-01739382235
CSE-17
Sami-01711180809
Tamim-01885847575
Forkan-01636050008
Robin-01795371964
MIE-17
Mumit-01720341690
CWRE-17
Shawon-01748729141
PME-17
Mehedi-01752359283
URP-17
Abir-01864003428
Fardeen-01794372704
★Suggestions
হাতে সময় খুব বেশি নেই,তাই সর্বশেষ প্রস্তুতির কাজ শুরু করে দাও ৷ নতুন করে আর কিছু পড়ার দরকার নেই,এতদিন যেসব টপিকগুলো বুঝেছ কেবল সেগুলো ঝালাই দাও ৷
ইঞ্জিনিয়ারিং প্রশ্নব্যাংক রিভিশন দাও আর চুয়েটের প্রশ্নব্যাংকের বিগতসালের প্রশ্নগুলো সলভ করো ৷ প্রশ্ন কমন পড়তেও পারে আবার নাও পারে;সেক্ষেত্রে অন্তত ধারণা পাবে প্রশ্নের ধরণ কেমন হয়,পাশাপাশি প্র্যাকটিসও হয়ে যাবে ৷
Chemistry Preparation
সবচেয়ে কম সময়ে প্রিপারেশন সম্ভব রসায়নেই। একটু মনোযোগ দিয়ে মুল বইটা এবং প্রশ্ন ব্যাংকটা সলভ করলে মোটামুটি ৮০-৯০% মার্কস তোলা সম্ভব রসায়নে। প্রশ্নব্যাংকের CUET, BUET, RUET,KUET, SUST & DU এর রসায়ন পার্টের প্রশ্নগুলো ফলো করতে হবে। ২০ টা প্রশ্নের মধ্যে হুবুহু ৭/৮ টা প্রশ্ন পেয়ে যাবে প্রশ্নব্যাংক হতেই।
প্রথমত, ৮-১০ টা ম্যাথমেটিকাল প্রবলেম থাকবে। সেগুলো প্রথম পত্রের তৃতীয়, চতুর্থ, ২য় পত্রের ১ম, তৃতীয় ও চতুর্থ চ্যাপ্টার থেকেই আসবে। প্রত্যেকটা অংকের নিয়ম ভালো করে দেখে আসো। এক্ষেত্রে হাজারী ও নাগ স্যারের বইটা ফলো করা যেতে পারে।
কোয়ান্টাম নাম্বার রিলেটেড একটা প্রশ্ন পাবে, সেটা খুব ইজিলি এ্যানসার করতে পারবে।
জৈব যৌগ হতে ৮-৯ টা প্রশ্ন থাকবেই। এই পার্টটা ই একটু কঠিন সবার জন্য, নামধারী বিক্রিয়া গুলো সব পড়তে হবে ( যেমন রাইমার টাইমান, কোব বিক্রিয়া, টলেন বিকারক বিক্রিয়া ইত্যাদি!) , এইচএসসি পরীক্ষার জন্য কিছু হট টপিকস ছিলো ঐগুলোও ভালোভাবে আত্মস্থ করতে হবে। দুইচারটা সংকেত লিখতে দিতে পারে, যেমন ডেটল, মেনথল, প্যারাসিটামল, শেভিং ক্রিম, নেইল পলিশ, বিউটি ক্রিম ইত্যাদি দৈনন্দিন কাজে ব্যবহৃত বস্তু গুলোর। জৈব যৌগ পার্টে সুবিধা হলো, প্রচুর প্রশ্ন রিপিট হয়। লিথিয়াম ব্যাটারী, ফুয়েল সেল ইত্যাদির কিছু বিক্রিয়া রয়েছে, ঐগুলোও খুবই ইম্পরট্যান্ট। আবার কিছু প্রশ্ন আছে যেমন জুইটার আয়নের কার্যকলাপ, অর্ধ বিক্রিয়া কত প্রকার উদাহরণ সহ, তারপরে একটা নামকরন আসতে পারে। মোটামুটি ভাবে বইয়ের অংক ও ইম্পরট্যান্ট থিওরি গুলো রিভিশন দিলে ভালো পরীক্ষা দেওয়া সম্ভব। পাশাপাশি প্রশ্ন ব্যাংক তো আছেই।
পরিশেষে, শুভকামনা সবার জন্য।
মোঃ মনিরুল ইসলাম, সিভিল’১৪
Mathematics Preparation:-
ম্যাক্সিমাম প্রশ্ন মুল বই থেকে হুবুহু আসে, সো বোর্ড পরীক্ষার জন্য যে ম্যাথগুলো গুরুত্বপুর্ন ছিল অ্যাডমিশন এর জন্য ও সেগুলো ইম্পোরটেন্ট। যেহেতু সময় খুব কম তাই, খুব দ্রুত ভালো প্রিপারেশন নিতে চাইলে পোস্ট টা ফলো করা যেতে পারে।
1. CUET, BUET, KUET,RUET, SUST, DU, BUTEX, JU এর বিগত বছরের সব কোয়েশ্চন সলভ করে ফেলতে হবে। আশা করা যায়
প্রশ্নব্যাংক সলভ করলেই 50% প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে।কারন প্রশ্নব্যাংকের কোয়েশ্চন ম্যাক্সিমাম ই মুল বই বেসড। আর মুল বইয়ের বাইরের কোন নিয়মের ম্যাথ দিবে না। সো কোয়েশ্চন ব্যাংক সলভ এবং দ্রুত অ্যানসার করার প্রাকটিস করা উত্তম সিদ্ধান্ত হবে।
2. ম্যাথের জন্য সময় ভাগ করলে ভাগে পড়ে 1 ঘন্টা করে, সো প্রতিটি কোশ্চেন এর জন্য সময় তিন মিনিট। সোদ্রুত সলভ করতে চাইলে বাংলা লিখা গুলো কম লিখে, শুধু ম্যাথম্যাটিকাল টার্ম গুলো লিখা যেতে পারে।
বীজগনিতঃ- থেকে কমপক্ষে ৪টা প্রশ্ন থাকবে।
নর্মালি জটিল সংখ্যা, ম্যাট্রিক্স, বিন্যাস সমাবেশ,
ফাংশন, দ্বিপদী, বহুপদী থেকে ই প্রশ্ন থাকে। জটিলসংখ্যা থেকে পোলার স্থানাংক, তারপর বর্গমুল , ঘনমুল,চতুর্ঘাত নির্নয়, i সংক্রান্ত ম্যাথ গুলো ই থাকে, আর প্রমান করা ম্যাথগুলো।
ম্যাট্রিক্স নির্নায়ক থেকে নর্মালি ম্যাথ থাকে,
ইনভার্স ম্যাট্রিক্স আর ব্যাতিক্রমী ম্যাট্রিক্স গুলো
দেখে নিও। বাস্তব সংখ্যা থেকে শুধু প্রিভিয়াস কোশ্চেন সলভ করাই যথেস্ট।বহুপদীর প্রমান, দেখাওযে টাইপের ম্যাথগুলো করা লাগবে, আর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্নয় টাইপ ম্যাথগুলো ও দেখে যাওয়া ভালো। ফাংশন সংক্রান্ত সব কিছু ই দেখতে হবে স্পেশালি ইনভার্স
ফাংশন, ডোমেন রেন্জ নির্নয় ইত্যাদি।
দ্বিপদীর ক্ষেত্রে কোনটা কোন টাইপের মুল বিশিষ্ট সমীকরণ বাস্তব না অবাস্তব, নাকি কাল্পনিক ইত্যাদি ম্যাথ আর সমীকরন নির্নয় ও মুল নির্নয় টাইপ ম্যাথ থাকবে।
বিন্যাস সমাবেশ থেকে অবশ্যই একটা প্রশ্ন
থাকবে। সো এইটা বেশ ভালো করে দেখবা।
ক্যালকুলাসঃ- থেকে ও নরমালি পাঁচটা থাকে।
লিমিট সংক্রান্ত একটা থাকবে, ল্যা হসপিটাল রুলস দিয়ে করা যাবে। নর্মাল একটা ডিফারেন্সিয়েশন থাকবে, একটা পর্যায় ক্রমিক , একটা থাকবে অন্তরীকরণ এর প্রয়োগ। লঘুমানগুরুমান সংক্রান্ত করা লাগবে না।
ইন্টিগ্রেশন এ একটা মাস্ট এরিয়া ক্যালকুলেশন
থাকবে। এইজন্য পরাবৃত্ত, উপবৃত্ত, ইত্যাদির ক্ষেত্রফল জানা থাকতে হবে। আরেকটা থাকতে লিমিট দিয়ে ইন্টিগ্রেশন অথবা লিমিট ছাড়া নরমালি ত্রিকোনোমিতির কোন ফাংশন দিয়ে ইন্ট্রিগ্রেশন করতে বলা হতে পারে।
সম্ভাবনাঃ- থেকে একটা ম্যাথ আসবে… সেটা দৈব
পরীক্ষায় বল কোন বাক্সে আসে, লাল সাদা বল উঠার
সম্ভাবনা টাইপ, তাস, মুদ্রা, ছক্কা নিক্ষেপ টাইপ গুলো করলেই হবে।
Statics & Dynamics:- এই পার্টে সাধারনত কিছুটা কঠিন হয় প্রশ্ন।
ট্রাডিশনালি 4 টা প্রশ্ন হয়। কয়েকটি টাইপ বলতেছি
যেগুলো করলেই মোটামুটি উত্তর করা যায়। 8.2 chap এর দন্ডের দৈর্ঘ্য নির্নয় টাইপ, কাধে কতটুকু চাপ পড়বে, সাম্যাবস্থার শর্ত,
রশির টান, লামি সংক্রান্ত, বলের সাইন সুত্র, বল ও লব্ধি
সমান হলে মধ্যবর্তী কোন 120 ডিগ্রি, এবং দিক 60
ডিগ্রি টাইপ, সাতারুর বেগ নির্নয়, নৌকার বেগ,
স্রোতের বেগ, বুলেট সংক্রান্ত, রকেট সংক্রান্ত, কতটুকু
বেগ হারালে কতটুকু প্রবেশ করতে পারবে, মোট কয়টা
তক্তা ভেদ করবে, কতটুকু গিয়ে বুলেট থেমে যাবে টাইপ,
কুপের গভীরতা, ফুটবলে কিক করলে তার দিক ও গতি ও
বেগের মান সংক্রান্ত, প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ
উচ্চতা, বিচরন কাল, পতন কাল, শেষ t সেকেন্ডে
অতিক্রান্ত দুরত্ব, আনুভূমিক পাল্লা, কাদার গড় বাধা,
কাদার মন্দন, কাদায় কতটুকু প্রবেশ করবে টাইপ, পুলির
আর টেবিলের ম্যাথ, s=ut+1/2ft^2 and V^2= U^2+2aS
সমীকরন দুইটা দিয়ে দুরত্ব ও ত্বরন, মন্দন,সময় নির্নয় ও কিছু প্রমান করতে বলা থাকে,
এই পার্টে বইয়ের গুরুত্বপূর্ণ ম্যাথগুলো যেগুলো বোর্ড পরীক্ষায় ও গুরুত্বপূর্ন ছিলো সেগুলো করাই এনাফ।
Trigonometry:- সম্ভাবত সবচেয়ে সহজ কোয়েশ্চন হয়
এই পার্টে!!. বিপরীত বৃত্তীয় ফাংশন,
ত্রিকোনোমিতিক সমীকরন, ত্রিভুজের গুনাবলি থেকে ই
সাধারনত প্রশ্ন গুলো আসে , তবে অন্য গুলো ও একটা থাকতে
পারে। ত্রিভুজের গুনাবলির ক্ষেত্রে বইতে যে বড়
আটটা দশটা ম্যাথ ছিল, তা মুখস্থ করে ফেলো। আর
ইনভার্স গুলো নর্মাল হবে, তোমরা পারবা।
জ্যামিতি:- থেকে 3/4 টা প্রশ্ন থাকে। সরল রেখা,
বৃত্ত, কনিক, এবং ভেক্টর থেকে। সরল রেখা থেকে ঢাল
নির্নয়, সমান্তরাল রেখা, লম্ব রেখা নির্নয়, কোনগুলো
ত্রিভুজ গঠন করবে টাইপ প্রশ্ন হয়।
বৃত্ত থেকে নর্মালি সমীকরন প্রতিপাদন করতে দেওয়া হয়।
কনিকের ক্ষেত্রে পরাবৃত্ত ই গুরুত্বপুর্ন, এখানে সুত্র
গুলো ভালো মত জানা থাকলেই উত্তর করতে পারবা।
আর ভেক্টর তো সবচেয়ে সহজ, কোন নির্নয়, একক ভেক্টর
নির্নয়, a এর মান কত হলে ভেক্টরটি লম্ব হবে বা
সমান্তরাল হবে টাইপ ম্যাথ থাকবে।
তবে জ্যামিতি অংশে একটু ট্রিকি প্রশ্ন আসবে, ছোট ছোট ম্যাথই আসবে, বাট অনেক তথ্য দিয়ে কনফিউজড করে দিবে।
পরিশেষে, সবার জন্য শুভকামনা।
মোঃ মনিরুল ইসলাম, Civil’14
চুয়েটে এডমিশন টেস্টে অংশ নিতে যাওয়া ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যেঃ
আর মাত্র ১২ দিন পরই চুয়েটের এডমিশন টেস্ট। এই সময় সব পরীক্ষার্থীর মধ্যেই চাপা উত্তেজনা,টেনশন, ভয় কাজ করে। বিশেষ করে যারা এখনো কোথাও চান্স পায় নি তাদের ভয়, টেনশন অনেক বেশি।
আজ কয়েকটি কমন বিষয় প্রশ্ন উত্তরের মাধ্যমে আলোচনা করি। এগুলা নিয়ে হয়তো অনেকেই অনেক জায়গায় অনেক কিছু বলেছে। তাও আমি কিছু বলিঃ
১. চুয়েটে কোন ডিপার্টমেন্ট বেস্ট?
উত্তর: চুয়েটে সব ডিপার্টমেন্ট ই সমান। খারাপ ভাল বলতে কিছু নেই। থাকলে ডিপার্টমেন্ট গুলো খোলা হত না। শুধু বিষয়ের ভিন্নতা এবং কর্মক্ষেত্রের ভিন্নতা ছাড়া ডিপার্টমেন্ট গুলোর মধ্যে মানের দিক থেকে কোন পার্থক্য নেই।
২. চুয়েটের মানবন্টন কেমন?
উত্তর: চুয়েটের পরীক্ষায় মোট ৬০ টি প্রশ্ন আসে। প্রতিটি প্রশ্নের মান ১০। মোট ৬০০ নম্বরের পরীক্ষা। পদার্থ, রসায়ন, গণিত থেকে ২০ টি করে প্রশ্ন আসে।
৩. কত পেলে চান্স পাব?
উত্তরঃ এটা বলা কারো পক্ষেই সম্ভব নয়। এটা নির্ভর করে প্রশ্নের উপর এবং ছাত্র-ছাত্রীদের পারফরমেন্স এর উপর। সহজ প্রশ্নে ৩৮০ পেয়েও হয়তো চান্স হবে না, আবার প্রশ্ন কঠিন হলে ৩০০ পেয়েও চান্স হতে পারে।তবে এভারেজ হিসাব করলে ৩৫০ সেইফ। বাকিটা আল্লাহর ইচ্ছা। তুমি পরীক্ষাটা ভালভাবে দাও। কততে চান্স পাবা, সেটা পরে দেখা যাবে।
৪. কত মেরিটে কোন ডিপার্টমেন্ট পাব?
উত্তরঃ পরীক্ষা দাও, রেজাল্ট দিক। পরে দেখা যাবে।
৫. ওয়েটিং কত পর্যন্ত টানে?
উত্তরঃ এটাও বলা সম্ভব না। একেক বছর একেক হিসাব। তবে ২০০০ এর মধ্যে থাকলে চান্স নিশ্চিত ধরা যায়।
৬. শেষ সময়ে কি পড়ব?
উত্তরঃ এই প্রশ্নটা সবচেয়ে বেশি শুনতে হয়।
এই সময়ে আসলে নতুন করে পড়ার কিছু নেই। তুমি যা জানো সেটাই রিভাইস দাও। নতুন করে কিছু পড়ার প্রয়োজন নেই।
ম্যাথের জন্য অক্ষরপত্র বা কেতাব উদ্দিন স্যারের বইয়ের ম্যাথ (বিশেষত বোর্ড কোয়েশন) প্র্যাক্টিস করো। কেমিস্ট্রির জন্য সব অধ্যায় এর সূত্র এবং অংক গুলো এবং জৈব যৌগের বেসিক অংশ এবং রিএকশন গুলো বারবার পড়ে নাও। পদার্থবিজ্ঞান এর জন্য তপন স্যার আর আমির-ইসহাক স্যারের বইয়ের ম্যাথ প্র্যাক্টিস করো। এছাড়া তোমার কাছে যে ইঞ্জিনিয়ারিং প্রশ্নব্যাংক থাকুক সেটা সলভ করবা। আর চুয়েটের প্রশ্নব্যাংক সলভ করবা।
৭. বাইরে থেকে আসব, কোথায় থাকব?
উত্তরঃ এ নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। যারা বাইরে থেকে আসবা তারা ক্যাম্পাসে সিনিয়রদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করলে বা Cuet Admission Help Desk এ সাহায্য চাইলে ব্যবস্থা হয়ে যাবে। আর শহরের যারা বা যারা শহরে থাকবা তারা ঐদিন একটু সময় নিয়ে বের হবা।অন্তত ২.৩০/৩ ঘণ্টা সময় নিয়ে বের হবা। আর দূরত্ব আরো বেশি হলে ঐ হিসেবে হাতে সময় রাখবা। কারণ ঐদিন রাস্তায় জ্যাম থাকতে পারে। সবচেয়ে ভাল হয় কারো সাথে যোগাযোগ করে ক্যাম্পাসেই থাকতে পারলে।এতে তোমার জন্য সুবিধা হবে। আর কীভাবে বিভিন্ন জেলা থেকে চুয়েটে আসতে হবে সেটা বিস্তারিত CUET ADMISSION HELP DESK গ্রুপে দেয়া আছে।
৮. পরীক্ষায় কীভাবে আন্সার করব?
উত্তরঃ পরীক্ষায় প্রথমে সহজ প্রশ্ন গুলা আন্সার করবা। পারি না বা কনফিউশন আছে এই টাইপের প্রশ্ন আন্সার করতে যাবা না। ওগুলা পরের জন্য রেখে দিবে। কারণ সহজ প্রশ্ন গুলো দ্রুত আন্সার করে ফেললে তোমার আত্মবিশ্বাস বাড়বে। আর কোন প্রশ্নে প্রথমেই আটকালে আত্মবিশ্বাস একদমই কমে যাবে । মনে রাখবা ভর্তি পরীক্ষায় সাহস আর আত্মবিশ্বাস ধরে রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিটা সেকেন্ড কাজে লাগাতে হবে।
সবচেয়ে বড় ব্যাপার হল মাথা ঠান্ডা রাখা, আত্মবিশ্বাস রাখা। পরীক্ষার আগের রাতে খুব বেশি রাত জেগে না পড়ে পরিমিত ঘুমানোটা খুব জরুরী। এটা মাথায় রাখা উচিত। আর হ্যা, যে যে ধর্মের আছো প্রার্থনা করবে। নিজের সৃষ্টিকর্তার কাছে চাইবে। নিয়ত পরিষ্কার থাকলে উনি তোমাকে ফেরাবেন না।
সবশেষে বলি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের একটি হল এডমিশন সিজন। তাই নিজের যোগ্যতা প্রমাণ করো। উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাও।
চুয়েট এডমিশন পরীক্ষার্থীদের জন্য শুভকামনা। সবুজ স্বর্গে স্বাগতম সবাইকে।
★Others Query
১ ৷ পরীক্ষা লিখিত না MCQ?
লিখিত পরীক্ষা দিতে হবে ৷ আর আর্কিটেকচারে ভর্তিচ্ছুদের লিখিত পরীক্ষার পর মুক্তহস্ত অংকন আছে ৷
২ ৷ মোট কতগুলো প্রশ্ন আসে?
ফিজিক্স,কেমিস্ট্রি আর ম্যাথ থেকে ২০টা করে প্রশ্ন আসবে ৷ প্রতিটির মান ১০ করে ৷ অর্থাৎ মোট ৬০০ নাম্বারের জন্য ৬০টি প্রশ্ন আসবে ৷
৩ ৷ কত মার্ক পেলে চান্স হয়?
এটা সুনির্দিষ্ট নয়,প্রতিবছর সর্বনিম্ম মার্কের পরিবর্তন হয় ৷ এটা প্রশ্নের ধরণ এবং পরীক্ষার্থীদের পারফর্ম্যান্সের উপর নির্ভর করে ৷ সুতরাং দুশ্চিন্তা না করে রিলাক্সমুডে প্রিপারেশন নাও ৷
৪ ৷ মেরিট কত পর্যন্ত ভর্তির সুযোগ পায়?
এটাও সুনির্দিষ্ট না,তবে ২০০০ এর মধ্যে থাকলে ভর্তি সুযোগ পাবে এটা ধরে নিতে পারো ৷
৫ ৷ Partial Marking আছে কী না?
হ্যাঁ,partial marking করা হয় ৷
৬ ৷ দূর্ভাগ্যজনকভাবে লেট করলে এক্সাম হলে প্রবেশ করা যায়?
না ৷ চেষ্টা করবে কমপক্ষে ৩০ মিনিট পূর্বে তোমার নির্দিষ্ট সিটে অবস্থান করার ৷
#GOVT Science College
স্নেহের সরকারি বিজ্ঞান কলেজের ছোটভাইয়েরা ইঞ্জিনিয়ারিং শাখায় স্বাগতম।তোমরা হয়ত অবগত যে আগামী ২ নভেম্বর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(চুয়েট) এর স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।পরীক্ষা দিতে এসে থাকা, খাওয়া এবং অন্যান্য যে কোন প্রয়োজনে তোমরা সরকারি বিজ্ঞান কলেজের ভাইদের পাশে পাবে।প্রয়োজনে যে কোন সময় যোগাযোগের জন্য তোমাদের ভাইদের নাম্বার দেওয়া হল।
1.জয়-01957563018(CE’17)
2.শাওন-01521259749(PME’17)
3.অনুজ-01922930549(URP’17)
4.ইমন-01675882060(ME’17)
5.অন্ত-01557393897(CSE’17)
6.তাহসিন-01876275583(CE’17)
7.প্রান্ত-01799393495(CSE’17)
8.আশিক-01521256554(CE’17)
৯.অন্তর-01760891538(ETE’17)
১০.রাকিব-01731216450(ME’17)
১৭১ একরের এই সবুজ ভূমিতে স্বাগতম।তোমাদের পদচারণায় মুখরিত হোক চুয়েট ক্যাম্পাস
Hey, Candidates from Birshreshtha Noor Mohammad public College (BNMPC), for any kind of help you needed for CUET Admission Exam 2018-2019, which will be held on 2 Novvember , you can unconstraintly contact anyone of us:
1.Mrinmoy- 01633658943 (EEE’17)
2.আশিক – 01934076857 (MIE’17)
3.Md.Tanvir Hossan-01879712922,(CWRE’17)
4.KAZI MD.SUJON- 01786139856(ME’17)
5.Sajib – 01794693189(URP’17)
6.Pritom Karmokar-01798500985 (CSE’17)
7.Saurav -01627355722
8.Sahriar -01997626103
CUET is one of the best engineering Universities of Bangladesh. Welcome to our Green Heaven and best of luck .
স্নেহের নটরডেমিয়ান’১৮ এর ছোটভাইরা, তোমরা অবগত আছো যে, আগামী ২ রা নভেম্বর সকাল ১০ঃ০০ টায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( CUET) এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চুয়েট নটরডেমিয়ান পরিবার এর পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের জন্য শুভকামনা রইল।
ভর্তিপরীক্ষাকালীন সময়ে তোমাদের যাতায়াত, থাকা খাওয়া ও অন্যন্য যে কোন প্রয়োজন এ চুয়েট নটরডেমিয়ান পরিবারের যে কোন ভাইকে সবসময় পাশে পাবে।
বিশেষ প্রয়োজন এ যোগাযোগের জন্য কিছু ভাই এর নাম্বার দেয়া হল। যে কোন তথ্য বা প্রয়োজনে যে কোন সময়ে আমাদের ফোন দিতে পারো।
1.Abid Hossain (CSE’17)
01910777517
2. Al imran hasan (ME’17)
01685417088
3. Abdullah Al Nayeem (Civil’17)
01728916427
4.Atik Shahriar Anik (CSE’17)
01635063770
5.Aung KoKo (EEE)
Mobile :01725960961
6.Maung kya (EEE)
Mobile: 01869364381
7.Deeptonil Roy (civil)
01622663414
8.Redowan Hossain
(Civil)
01706302886
9. Md. Ariful Haque-ETE
(01788834384)
10.Showrajit saha (ETE)
01789319164
11. Mohammad Ullah Faisal (Civil’17)
01859183864
12. Shakil (EEE)
01780403506
13. Abidur Rahman Adib (ME’17)
01521257195
14.Md.Maruful Islam (CSE’17)
01969535853
Aditya Chowdhury (Civil 17)
01787449339
Sudipta Saha Niloy (CSE ’17)
01749450739
Mosaddek Hameem (Civil ’17)
01610848464
Mamun Islam(CE)
01752908962
চট্টগ্রাম শহরে যেকোন প্রয়োজন এ
Adittya Barua (ME’17)
01771309647
Avishek Das (ME’17)
01815104401
বৃহত্তর বরিশাল অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা। এই সময়টাতে সবাই খুব হেল্পলেস থাকে আর বরিশাল থেকে চুয়েট বেশ দূরে হবার কারনে তোমরা হয়ত নিজেদের আরো বেশি হেল্পলেস মনে করছ। তবে তোমাদের চিন্তার কোন কারন নাই, ভর্তিপরীক্ষাকালীন সময়ে তোমাদের যাতায়াত, থাকা বা অন্যান্য যে কোন প্রয়োজনে এখানের বরিশালের সকল ভাই সর্বদা তোমাদের পাশে আছে।
প্রয়োজনে যোগাযোগের জন্য নিচে ভাইদের ফেবু আইডি আর নাম্বারদেওয়া অাছে।ফিল ফ্রি টু কল/নক, যেকোন সমস্যায় যেকোন সময়। পরিক্ষার জন্যে চুড়ান্ত প্রস্তুতি নাও আর থাকা, খাওয়ার সব চিন্তা আমাদের উপরে ছেড়ে দাও।
1. Tahsin Alam Zisun, EEE
01714398400
2. Mehedi Hasan Akash, EEE
01712461589
3. Md Hasnaine Ahmed, EEE
01768569289
4. Tanvir Tanim, CE
01729536493
5. Samrat Baral, CE
01777328506
6. Aidid Alam, MIE
01779369747
#রংপুর বিভাগ থেকে আসছো,তোমরা নিশ্চিন্তে থাকো।তোমাদের যেকোন সমস্যায় তোমাদের ভাইদের সর্বাত্মক সহযোগিতা পাবে।ভর্তি পরীক্ষার সময় যে কোনো প্রকার সাহায্য সহযোগীতা যেমন- যাতায়াত, থাকা-খাওয়া ও অন্যান্য যে কোনো প্রয়োজনে তোমাদের পাশে আছি আমরা। তোমাদের যেকোন প্রয়োজনে নিম্নোক্ত মোবাইল নম্বরের যোগাযোগ করতে পার।
Sayeed Chowdhury(CE’17)-01788021001
Md Sanaul Kabir Sajib(CE’17)-01521554996
Tahmidul Bari Tahmid(EEE’17)-01796081615
Md Ragibul Islam Shakil(ME’17)-01792817423
ফাহিম ফয়সাল শুভ(ME’17)-01743664909
Ashfak Asif(CSE’17)-01706806434
Samiullah Sayem(CSE’17)-01521580129
Ettihad Sarker(ME’17)-01783423468
Shihab Shakib(CSE’17)-01756633463
Roufur Rahim(MIE’17)-01723963871
Rashedul Islam Mohan(EEE’17)-01724183647
Shohanur Rahman Shohan(ME’17)-01740067157
Suharta Hasan(CE’17)-01774507870
Md.Al Amin(PME’17)-01784942155
Fayed Rayhan Turzo(CE’17)-01856990850
Suprove Chandra Sarkar(CSE’17)-01521539046
Fariha Afrin(CSE’17)
Sirazam Munira(EEE’17)
#welcome to green heaven 💜
n.b.উপরের নামগুলো #search দিলে সবার ফেসবুক আইডি পাওয়া যাবে…..
#JOSEPHITE
২ নভেম্বর তোমাদের অর্থাৎ ১৮ ব্যাচের চুয়েট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।আশা করি তোমাদের প্রিপারেশন অবশ্যই অনেক ভালো।শেষ সময়টাতে সবাই নিজেদের আরেকটু ভালোভাবে প্রিপায়ার করো।
কারণ আমরা বিশ্বাস করি,”josephites are everywhere to win and they make their luck according to their destination. ”
এখন আসি চুয়েট ভর্তি পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন বা জিজ্ঞাসা নিয়ে।এ ব্যাপারে তোমাদের সাহায্য করবে CUET admission information desk নামের গ্রুপটি।এখানে যে কোন প্রশ্ন থাকলে করতে পারো।তোমাদের যোসেফের ভাইরা তো আছেই পাশাপাশি অন্য যেকোন সিনিয়ররা তোমাদের সাহায্য করবে।
বাকি রইলো তোমাদের থাকার ব্যবস্থা আর যাতায়াত।এ ব্যাপারে যে কোন কিছু জানতে হলে নিচের যোসেফাইট ভাইদের নাম্বার দেয়া আছে।নিঃসংকোচে ফোন দিবে।আগের থেকে পরিচিত হওয়া লাগবে এমন কোন কথা নেই।
তোমাদের থাকার ব্যবস্থা ক্যাম্পাসেই করা হবে।যদি গার্জিয়ান আসে তবে উনাদের থাকার ব্যাবস্থা আমরাই করে দিবো।তোমরা শুধু চিন্তামুক্ত ভাবে প্রিপারেশন নাও।যেকোন সমস্যায় তোমাদের কলেজ সিনিয়রদের পাশে পাবে কথা দিচ্ছি।
শুধুমাত্র তোমাদের নিজ থেকে যোগাযোগ করতে হবে।
পরিশেষে,স্বাগতম তোমাদের সবুজ স্বর্গে,প্রাণের ক্যাম্পাস চুয়েটে।শুভকামনা রইলো।☺☺
প্রয়োজনে,
Ridwan – CE – 01754134154
Sayem – CSE – 01521580129
Joy – ME – 01966588719
Moon – ME – 01632860005
Ashim – CWRE – 01784348651
Ajoy – CSE – 01858173457
Nafi – CSE – 01793110268
Tawsif – CE – 01828864898
Wasif – EEE – 01715227343
nobodoy – CE – 01747575030
Imon – ETE – 01516714866
Sharif – CE – 01874620874
Tanvir – ME – 01521101211
Zisun – EEE – 01714398400
Anik – CWRE – 01935838093
Amdad – CSE – 01632330030
BAF SHAHEEN brothers,
Your CUET admission test will be held on 2nd November. All of you are busy in your last preparation. Try to do the best in the admission test. Because this opportunity comes only once in your life.You all already know about the admission test paper. Show your best, take the chance, be a CUETian. Here your SHAHEEN senior brothers are waiting for you. Wish you very good luck and good health.
If you need any help, contact us.
SHAHEEN CUETians:
1. Rahatul Islam Sazzad (ME’17)(Bafsk)
– 01965572842
2.HM Sayedul Islam Arnob(EEE’17)(Bafsk)
– 01618465605
3.Rafi Ferdous(PME’17)(Bafsk)
– 01722679757
4. তকী তাহমিদ তানিম (CE’17)(Bafsd)
– 01863657512
Comilla, Chandpur & Brahmonbaria ❤
তোমরা ইতিমধ্যে অবগত আছো যে,আগামী ২ নভেম্বর,২০১৮ তারিখে চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(চুয়েট) বৃহত্তর কুমিল্লার যে সংগঠন আছে তা হলো “Greater Comilla Student Forum” সংক্ষেপে GCSF। এই ফোরামের অধিভুক্ত জেলা সমূহ হলো (কুমিল্লা,চাঁদপুর,ব্রাক্ষণবাড়িয়া)। এক্ষেত্রে গ্রেটার কুমিল্লা ফোরামের অধিভুক্ত জেলা সমুহ থেকে যারা ভর্তি পরীক্ষা দিতে আসতেছো তাদের প্রত্যেক কেই আমাদের এই সবুজ স্বর্গে স্বাগতম।
পরীক্ষা সম্পর্কিত যাবতীয় সাহায্য-সহোযোগীতার জন্য আমরা এই ফোরামের সবাই তোমাদের পাশে আছি।তোমাদের যেকোনো প্রকার সহযোগীতার জন্য আমাদেরকে জানাতে পারো।ক্যাম্পাসে আসার পর কোথায় থাকবে সেটা নিয়ে কোনো প্রকার চিন্তার কোনো কারণ নাই।যারা গার্ডিয়ান নিয়ে আসতেছো গার্ডিয়ানদের জন্য ও থাকার ব্যবস্থা করা হবে।ক্যাম্পাসে কিভাবে আসবে সে সম্পর্কিত তথ্য জানতেও আমাদের সাথে যোগাযোগ করতে পারো।পরিশেষে সবাইকে চুয়েট ক্যাম্পাসে স্বাগতম। নিম্নে যোগাযোগের জন্য কিছু নাম্বার দেয়া হলোঃ
1.Sajid Hasan(CE’17)
01753704131
2.Naimul Anwar(URP’17)
01613402403
3.Rafat Hossain Mim(PME’17)
01705652277
4.Md Al Amin Afridi(ME’17)
01836676348
5.Abdullah Shadab Siddiqui(ME’17)
01777505245
6.Hafizur Rahman Alve(EEE’17)
01521103574
7.Bishal Majumder Joy(EEE’17)
01680583424
8.Naimul Islam Udoy(EEE’17)
01730884094
Dhaka College
চুয়েটে আগামী ২ নভেম্বর তোমাদের এডমিশন টেস্ট। তোমরা যারা ঢাকা থেকে আসবা তারা সরাসরি ঢাকা থেকে কাপ্তাই টিকেট কাটবা। পাহাড়তলি, চুয়েট বললে তোমাকে চুয়েটের সামনে নামায়ে দিবে। শ্যামলী, হানিফ, সৌদিয়া, এস আলম বাস আছে।
যেহেতু অনেক দূরের রাস্তা, চাইলে একদিন আগে এসে হলে থাকতে পারবা।
তোমরা যারা ঢাকা কলেজ থেকে আসতেছ, তোমাদের যে কোন প্রয়োজনে ঢাকা কলেজের ভাইদের সাথে যোগাযোগ করতে পারো।
1.Salahuddin – 01521257646 (CSE 17, CUET)
2. Tapu – 01926307821 (EEE 17, CUET)
3. Ashik – 01878110030 (EEE 17, CUET)
4. Musfik – 01688138251 (MIE 17, CUET)
5. Shamim – 01878110143 (EEE 17, CUET)
6. Abir – 01781296485 (PME 17, CUET)
7. Mahbub – 01777402187 (CSE 17, CUET)
8. Irfan – 01823273100 (WRE 17, CUET)
9. Mahi – 01984720290 (CE 17, CUET)
10. Utsho – 01986694412 (CE 17, CUET)
রাজশাহী,চাঁপাইনবাবগঞ্জ,নওগাঁ,
নাটোর,জয়পুরহাট থেকে যারা আসবা,তাদের বলছি।চিন্তা করার বিন্দুমাত্র কারণ নাই।যেকোন রকমের হেল্পের জন্য তোমাদের বড় ভাইয়ারা মুখিয়ে আছে।যেকোন রকম ইনফর্মেশন,থাকার,খাওয়ার ব্যাবস্থা-এসব নিয়ে তোমাদের এতটুকুও ভাবতে হবে না ইনশাল্লাহ।শুধু কষ্ট করে নিচের নাম্বারে/এফবি লিঙ্কে একটু কন্টাক্ট করবা।দ্যাটস ইট। এখন শুধু পরীক্ষা নিয়ে মাথা ঘামাও।আর এই পোস্টে কিছু ইম্পর্টেন্ট ইনফর্মেশন রিলেটেড লিঙ্ক দেয়া হলো।তোমরা চাইলেই দেখে নিতে পারো।😊😊
আর আবারও বলছি।এখন, কোন দুশ্চিন্তা নাহ।শুধু শেষ মুহুর্তের প্রিপারেশন নিয়ে মাথা ঘামাও 🙂 অনেক অনেক শুভ কামনা এবং “গ্রীন হ্যাভেনে স্বাগতম” 😊😊
১। চুয়েটে কিভাবে আসবে এক ঝলকে দেখে নাওঃ
https://www.facebook.com/groups/CUETadmission/permalink/1226545340783000/
২।এডমিশন প্রোসপেক্টাস লিঙ্ক:https://www.cuet.ac.bd/frontend/images/admissionnotice18.pdf
যোগাযোগ করতে পারোঃ
Tasfiqur Rahman -01878046427
Kazi Golam Kibria Nahid -01761130516
Mohaddis Hossain -01823676805
Naim Islam -01771707038
Adib Al Wakeel -01867771336
Tamzid Himu -01704799110
Md Raju Ahamed -01747461372
MD Aman Ullah Aman -01733870748
MD Naeem Haider -01992291240
Wasif Alam -01715227343
Nafi Asib -01793110268
K M Saif Utsho -01861717175
Showrajit Saha -01789319164
Avi Sarker -01912634686
Neyamul Haque Ashik -01521256554
G.m. Shams -01521120289
Md Orko -01777477264
Md. Alid Hossain -01787710444
Promeyo Nanjiba
পিংকি রানী
Shamia Karim
Ummay Habiba Bubly
Road to CUET from Gazipur <3
তোমরা ইতোমধ্যেই অবগত যে আগামী ২ নভেম্বর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৮-১৯ সেশনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে!
গাজীপুর থেকে এবার যারা চুয়েটে ভর্তি পরীক্ষা দিতে আসবা তাদেরকে সার্বক্ষনিক সবধরনের সাহায্য করার জন্যে তোমাদের গাজীপুরের ভাইয়ারা উন্মুখ হয়ে আছে। গাজীপুর থেকে চুয়েটে আসা তোমাদের কাজ, বাকিটা তোমাদের ভাইদের উপর ছেড়ে দাও… ঐসব ভেবে সময় নষ্ট না করে সময়টুকু পড়শোনার কাজে ব্যয় করো। আগেই বলেছি, তোমাদের দায়িত্ব তোমাদের গাজীপুরের ভাইয়াদের!
ভর্তি পরীক্ষা বা এর সাথে সম্পৃক্ত যেকোনো ব্যাপারে ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারো। নিচে ভাইয়াদের আইডি সহ মোবাইল নাম্বার দেয়া হলো।
যেকোনো নাম্বারে ফোন দিলেই আশা করি তোমার যেকোনো সমস্যার সমাধান পেয়ে যাবা ইনশাআল্লাহ ☺
Abir (PME’17)-01929600287
Al-amin (ME’17)- 01795919137
Ashiq (CE’17) – 01739723987
Jahid(CE’17)- 01840504516
Joy (ME-17)- 01966588719
Mosabbir (CSE’17)- 01731759384
Nayem (CE’17)-01961698567
Priom (ME’17)- 01679248944
Rafi (CE’17) – 01725726881
Tanvir (CWRE-17)-01767205536
Samiul (ETE’17)-01521578628
Shadhin (CSE’17)-01686-824418
Shihab (EEE’17)- 01967110245
Shuvo (CE’17)-01957764639
Soumik (CSE’17)-01832241813
স্নেহের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের ছোট ভাই-বোনেরা,
তোমরা ইতোমধ্যেই অবগত যে আগামী ২ নভেম্বর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৮-১৯ সেশনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে!
চুয়েট এর ভাইয়া-আপুদের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। ভর্তিপরীক্ষাকালীন সময়ে তোমাদের যাতায়াত, থাকা খাওয়া ও অন্যান্য যে কোন প্রয়োজনে চুয়েটে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের ভাইদের সবসময় পাশে পাবে।
বিশেষ প্রয়োজন এ যোগাযোগের জন্য ভাইদের এর নাম্বার দেয়া হল। যে কোন তথ্য বা প্রয়োজনে যে কোন সময়ে আমাদের ফোন দিতে পারো।
1. মৃন্ময়- 01633658943 (EEE’17)
2. আশিক – 01934076857 (MIE’17)
3. তানভীর-01879712922,(CWRE’17)
4. সুজন- 01786139856(ME’17)
5. সজীব – 01794693189(URP’17)
6. প্রিতম-01798500985 (CSE’17)
7. সৌরভ -01627355722(EEE’17)
8. রিয়াদ-01997626103(EEE’17)
9. সৌমিক -01832241813 (CSE’17)
#Bogura_Student_Forum_CUET
#বগুড়া থেকে চুয়েটে আগত ২০১৮-১৯ ব্যাচের ভর্তি পরীক্ষার্থী ছোটো ভাইবোনেরা তোমরা নিশ্চিন্তে থাকো। তোমাদের জন্য ক্যাম্পাসে স্টলের ব্যবস্থা থাকবে আর হলে তোমাদের থাকার পর্যাপ্ত ব্যবস্থা থাকবে।
তোমাদের যেকোন সমস্যায়,যেকোনো ব্যাপারে প্রশ্ন থাকলে ভাইদের সাথে যোগাযোগ করো ☺
Rithun Kumar Mohonto (ME’17)
01797973561
Fahim Arif (CSE’17)
01638418833
Sajibur Rahman Shadhin (CE’17)
01796847577
Showrajit Saha (ETE’17)
01789319164
Ra Na (ME’17)
01516704824
S A M Ome (ME’17)
01790044976
Mahmuda Akter Puspita (CSE’17)
#নরসিংদী ও ভৈরব থেকে এবার যারা চুয়েটে ভর্তি পরীক্ষা দিতে আসবা তাদেরকে সার্বক্ষনিক সবধরনের সাহায্য করার জন্যে তোমাদের এলাকার ভাইয়ারা উন্মুখ হয়ে আছে। এখানে এসে থাকার ব্যবস্হা নিয়ে তোমাদের ভাবতে হবে না।শুধু ভাইদের সাথে যোগাযোগ করবা তাহলেই হবে।এছাড়াও
ভর্তি পরীক্ষা বা এর সাথে সম্পৃক্ত যেকোনো ব্যাপারে ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারো। নিচে ভাইয়াদের মোবাইল নাম্বার দেয়া হলো।
যেকোনো নাম্বারে ফোন দিলেই আশা করি তোমার যেকোনো সমস্যার সমাধান পেয়ে যাবা ইনশাআল্লাহ।
Abid (CSE)( sodor) – 01910777517
Shakil (CSE) (sodor)–01883744452
Mahbub (CIVIL) (Raipura,Bhairab)–01726388023
Antu (ME)–01826307071
Didar (Urp)(Monohordi)–01735153497
Mithun (urp) Brahmondi. —01743025058
Sharif (civil) Bhairab –01672969333
Hafizur (urp) shibpur–01739177966
Araf (EEE) –01881030053
#খুলনা_ডিভিশনাল_এসোসিয়েশন
প্রিয় ২০১৮-১৯ ব্যাচের ভর্তি পরীক্ষার্থী ছোটো ভাইবোনেরা,তোমরা যারা সুদূর খুলনা বিভাগ থেকে আসছো,তোমরা নিশ্চিন্তে থাকো।তোমাদের যেকোন সমস্যায় তোমাদের খুলনা ডিভিশনাল এসোসিয়েশন এর ভাইদের সর্বাত্মক সহযোগিতা পাবে।
তোমাদের জন্য ক্যাম্পাসে স্টলের ব্যবস্থা থাকবে আর হলে তোমাদের থাকার পর্যাপ্ত ব্যবস্থা থাকবে।
তোমাদের যেকোন সমস্যায়,যেকোনো ব্যাপারে প্রশ্ন থাকলে ভাইদের সাথে যোগাযোগ করো☺
Aad. (16) 01521-454859
Arko. (16) 01684-631022
Durjoy (16) 01521-410535
Shadab (17) 01521-516651
Shahriar (17) 01557-393897
Rakibul (17) 01515-255372
Fahad. (17) 01643-672390
Hey, Candidates from Sylhet, for any kind of help you needed for CUET Admission Exam 2018-2019, you can unconstraintly contact anyone of us:
1.Partha (01726786876)-EEE’17
2.Mrinmoy ( 01633658943)-EEE’17
3.Ashekul (01954015030)-CIVIL’17
4.Reza (01735659425)-CIVIL’17
5.Hasan (01784305704)-ETE’17
6.Arif (01788834384)-ETE’17
7.Ome (01732043147)-MIE’17
8.Samiron (01729653207)-ME’17
প্রিয় ২০১৮-১৯ ব্যাচের পরীক্ষার্থী ছোটো ভাইবোনেরা,তোমরা যারা সুদূর ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আসছো,তোমরা নিশ্চিন্তেউ থাকো।তোমাদের যেকোন সমস্যায় তোমাদের ভাইদের সর্বাত্মক সহযোগিতা পাবে।ভর্তি পরীক্ষার সময় যে কোনো প্রকার সাহায্য সহযোগীতা যেমন- যাতায়াত, থাকা-খাওয়া ও অন্যান্য যে কোনো প্রয়োজনে তোমাদের পাশে আছি আমরা। তোমাদের যেকোন প্রয়োজনে নিম্নোক্ত মোবাইল নম্বরের যোগাযোগ করতে পার।
01521103574-Hafizur Rahman Alve(EEE’17)
01727-597158- Hossain Shakil (EEE’17)
01752-908962 – Mamun Islam (Civil’17)
01681874851-Itmam Rubayet Anan(EEE’17)
01878938960 -Probir Kumar Roy(EEE’17)
01687290717-Nahid Hossain(CSE’17)
01521561176-MD Abir Khan(ETE’17)
01871707592-Abdullah Al Mahmud(ME’17)
01777505245-Abdullah Shadab Siddiqui(ME’17)
স্নেহের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের ছোট ভাই-বোনেরা,
তোমরা ইতোমধ্যেই অবগত যে আগামী ২ নভেম্বর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৮-১৯ সেশনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে!
চুয়েট এর ভাইয়া-আপুদের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। ভর্তিপরীক্ষাকালীন সময়ে তোমাদের যাতায়াত, থাকা খাওয়া ও অন্যান্য যে কোন প্রয়োজনে চুয়েটে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের ভাইদের সবসময় পাশে পাবে।
বিশেষ প্রয়োজন এ যোগাযোগের জন্য ভাইদের এর নাম্বার দেয়া হল। যে কোন তথ্য বা প্রয়োজনে যে কোন সময়ে আমাদের ফোন দিতে পারো।
1. মৃন্ময়- 01633658943 (EEE’17)
2. আশিক – 01934076857 (MIE’17)
3. তানভীর-01879712922,(CWRE’17)
4. সুজন- 01786139856(ME’17)
5. সজীব – 01794693189(URP’17)
6. প্রিতম-01798500985 (CSE’17)
7. সৌরভ -01627355722(EEE’17)
8. রিয়াদ-01997626103(EEE’17)
9. সৌমিক -01832241813 (CSE’17)
স্নেহের ঢাকা সিটি কলেজের ছোট ভাই-বোনেরা,
তোমরা ইতোমধ্যেই অবগত যে আগামী ২ নভেম্বর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৮-১৯ সেশনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে!
চুয়েট এর ঢাকা সিটি কলেজের ভাইয়া-আপুদের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। ভর্তিপরীক্ষাকালীন সময়ে তোমাদের যাতায়াত, থাকা খাওয়া ও অন্যন্য যে কোন প্রয়োজন এ চুয়েট এ তোমাদের ভাইদের সবসময় পাশে পাবে।
বিশেষ প্রয়োজন এ যোগাযোগের জন্য ঢাকা সিটি কলেজের ভাইদের এর নাম্বার দেয়া হল। যে কোন তথ্য বা প্রয়োজনে যে কোন সময়ে আমাদের ফোন দিতে পারো।
অভি(PME’17)-01758540570
আবদুল্লাহ (ME’17)-01874746353
ইকবাল(EEE’17)–01955723426
মারুফ(EEE’17)-01639776754
ঐতিহ্য (EEE’17)-01949321123
তানজিন(CSE’17)-01625763219
স্নেহের ‘১৮ ভাই ও বোনেরা,
পাবনা ও সিরাজগঞ্জ জেলা থেকে আগত ছাত্রছাত্রীদের CUET ADMISSION TEST উপলক্ষে pabna sirajganj student Forum এর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম।
ভর্তি পরীক্ষার সময় যে কোনো প্রকার সাহায্য সহযোগীতা যেমন- যাতায়াত, থাকা-খাওয়া ও অন্যান্য যে কোনো প্রয়োজনে তোমাদের পাশে আছি আমরা। তোমাদের যেকোন প্রয়োজনে নিম্নোক্ত মোবাইল নম্বরের যোগাযোগ করতে পার।
Zakaria (ce’17): 01754782621
Mostofa (ce’17): 01704517611
Shawon (cwre’17): 01859891298
Samiul(eee’17): 01823373534
Rokon (mie’17): 01517026976
“বৃহত্তর ময়মনসিংহ সমিতি” সংক্ষেপে “জিএমএ”।এই সমিতির অধিভুক্ত জেলা সমূহ হলো (ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগন্জ, নেএকোনা, জামালপুর, শেরপুর)
১.মৃন্ময় : 01704967809 CE’17
২.মুরাদ: 01797 171731 ME’17
৩. শাকিল :01780403506 EEE’17
৪.সিজান:01521101749 CE’ 17
৫.তিহান :+8801716948732 CE’17
৬.আলিফ: 01947648015 CSE’17
৭.ইফতি :01685056058 CE’17
৮.রাফাত :+8801728921072 ME’17
৯.জয় : 01521236972 EEE ’17
১০.অনি :+8801735658769 CE’17
১১.পিয়াল: 01728277227 EEE’17
১২.নাহিদ :01613335441 CE’17
১৩.প্রভাত: 01521439789 CSE’ 17
১৪.সাদাত : 01766235375 ARC’17
১৫.মোন্তাসির:01733640876 CSE’17
১৬.শুভ:01721600299 ME’17
বৃহত্তর নোয়াখালীবাসী প্রিয় পরীক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা সকলেই অবগত আছ যে, আগামী ২ নভেম্বর বাংলাদেশের অন্যতম ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় চুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার সময় থাকা, খাওয়া, সিট কোথায় পড়ছে এসব নিয়ে সবার মনেই অনেক প্রশ্ন থাকতে পারে। তবে তোমাদের চিন্তার কোনো কারণ নেই।
আমাদের “গ্রেটার নোয়াখালী স্টুডেন্টস ফোরাম, চুয়েট” এর সকল ভাইয়া ও আপুরা সার্বক্ষণিক নিবেদিত থাকবে তোমাদের সাহায্যার্থে।
তোমাদের কাজ হচ্ছে শুধু যোগাযোগ করা।
তোমাদের সাহায্যার্থে ভর্তি পরীক্ষার দিন আমাদের ফোরামের পক্ষ থেকে একটি স্টল ও থাকবে যেখানে তোমাদের ভাইয়া ও আপুরা তোমাদের অপেক্ষায় বসে থাকবে। সবাইকে স্বাগতম ❤
প্রয়োজনে ঃ
Eyasin (16) 01622798427
Ziyan (16) 01628013433
Atiq (16) 01683707589
Shufal (16) 01521210612
Aiman (16) 01781593195
Fahim (16)
Jobayer (16)
Alamgir (16)
Jamil (16)
মিরাজ (16) 01712132762
আজিম (17) +8801858087045
Riyad (17) 01997626103
রাহনুমা এষা (16)
Nabiha Ahashan (16)
pritha (16)
Ramisa (17)
Atree (17)
Fariha (17)
#BestOfLuck
Welcome to the green heaven!♥
CUET Review Link
CUET Last Preparation
CUET Website
Ask About CUET
আমাদের ওয়েবসাইটে পড়ূন