বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় – চুয়েট এর প্রাক্তন শিক্ষার্থী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী (BPGMS, NDC, PSC)।
সেইসাথে জাতীয় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক পদে যোগদান করছেন তিনি।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে তাকে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ জননিরাপত্তা বিভাগে দায়িত্ব অর্পণ করার মর্মে আদেশ জারি করা হয়।
অদম্য মেধাবী এ প্রকৌশলী সেনা কর্মকর্তা তাঁর পেশাগত জীবনে বীরত্ব ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন।
উল্লেখ্য, মেজর জেনারেল আইয়ুব চৌধুরীই প্রথম চুয়েটিয়ান যিনি বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল র্যাংকের কোনো পদ অলংকৃত করলেন।
তাঁর এই সাফল্যে চুয়েট পরিবার গর্বিত ও আনন্দিত। তাঁকে অভিবাদন ও শুভকামনা ❤