বেশ অনেকদিন হয়ে গেল ফেসবুক রিলেটেড কিছু সফটওয়্যারে Dark Mode চলে এসেছে।

২০১৯ সালে ম্যাসেঞ্জারে Dark Mode আসে সেই সাথে আসে Instagram এ। এমন কি কয়েক মাস আগে Whatsapp ও এ ব্যাপারে Officially Announcement করে।

কিন্তু এখনো ফেসবুকের মূল Application এ Dark Mood দিতে পারেনি ফেসবুক। তবে খুব সম্ভবত এই বছরেই এটা পরিবর্তন হতে চলেছে।

অন্তুত Android Facebook App এ আসতে চলেছে বহু প্রতিক্ষিত ফিচার। যদিও Dark Mode ফিচারটি এখনো রিলিজ করা হয়নি।

প্রি- রিলিজ App টি দেখা যাচ্ছে ফেসবুকের ডার্ক মোড ফিচার। এ ডার্ক মোড OLED Display ইউজারদের জন্য আশীর্বাদ স্বরূপ আর রাতে ব্যবহার করার ক্ষেত্রে চোখেত জন্য আরামদায়ক।

মূলত Dark Viewing প্রশান্তি প্রদান করার সাথে সাথে OLED Display ফোন গুলোতে ব্যাটারি সেভ করতে সাহায্য করে।

নিচের ছবিতে দেখা যাচ্চে ডার্ক মোড মূলত কালো নয় বরং ডার্ক গ্রে লাইট এর সমন্বয়। সম্পূর্ণ ব্ল্যাক হলে OLED display এর পিক্সেল গুলো অফ হয়ে যায় অন্যদিকে গ্রে প্রদর্শিত করাতে পিক্সেল জ্বলে থাকার প্রয়োজন পড়ে।

যাই হোক ব্যাটারি সেভ করতে একেবারেই পিক্সেল গুলো অফ করে দেওয়ার প্রয়োজন নেই ডার্ক গ্রে পিক্সেল যথেষ্ট ভালো ব্যাটারি সেভ করতে সক্ষমতা রাখে।

শেষ কথায় আসি এটা অনিশ্চিত যে এই ফিচারটি কবে রিলিজ হবে বর্তমানের COVID-19 ভাইরাসের জন্য কিছুদিন দেরিও হতে পারে কিন্তু এটা নিশ্চিত।

– মুহাম্মদ আশিক

ছবিগুলো দেখুন এখানে