আপনারা যারা চ্যাটজিপিটি আর ডিপসিকের কনভারসেশনের কম্পারিজন করছেন এবং ডিপসিকের উত্তরগুলোয় কোনো আহামরি কিছু পাচ্ছেন না- বরং চ্যাটজিপিটিকে বেটার মনে হচ্ছে-
তাদেরকে বলি, ডিপসিকের ইউনিকনেস তাদের অ্যাপ বা ইউএক্স বা তাড়াহুড়ো করে বানানো ইন্টারফেস না।
ডিপসিকের একটা ইউনিকনেস- এটা ভয়ংকর লো মেইনটেনেন্স। আরেকটা ইউনিকনেস হল এটা ওপেন সোর্স।
যারা LLM নিয়ে কাজ করেছে, তারা জানে যে জিপিটির মতো একটা মডেল রান করতে কি পরিমাণ হাই কনফিগারেশনের জিপিউ প্রয়োজন। এই জিপিউ সাপ্লাই দিতো Nvidia- এর মতো কোম্পানি। ফলস্বরূপ এনভিডিয়ার ব্যবসা দিন দিন বেড়েই চলছিল।
অন্যদিকে, ডিপসিক ছোট একটা রাসবেরি পাই এ চালানো যায় বা একটা ম্যাকবুকে চালানো সম্ভব।
LLM এর জন্য ‘হাইফাই’ কনফিগারেশনের যে বাধাটা ছিল, সেটা আর থাকল না এই রিলিজের পর।
একদিকে তাবৎ রিসার্চার আর ইঞ্জিনিয়াররা তাদের পিসিতে Deepseek ইনস্টল করছে, অন্যদিকে এনভিডিয়ার স্টকের দাম ড্রাস্টিকালি ফল করছে।
এবার আসি, ওপেন সোর্সের ব্যাপারে। জিপিটির API বা প্লাগইন গুলোর একটা নির্দিষ্ট প্রাইস ছিল, বেশ খরুচে বলা যায়। ডিপসিকের API পার্সোনাল ইউজের জন্য ফ্রি।
মানে দাঁড়াচ্ছে, যে কেউ তার ম্যাকবুকে ডিপসিকের API ব্যবহার করে যেকোনো কিছু বানাতে পারবে- ফ্রিতে। তখন তাইওয়ান বা ১৯৮৯ তে তাইয়ানানম্যান স্কয়ারে কি হয়েছিল, এগুলো সঠিকভাবে সে নিজেই শেখাতে পারবে, সমস্যা নাই।
এর মানে কি OpenAI বা Nvidia শেষ?
মোটেও না। আমি যদ্দুর বুঝি- এরা কম্পিটিশন হ্যান্ডেল করার মতো যথেষ্ট শক্তিশালী, স্মার্ট, টু বিগ টু ফেইল।
টেক কোম্পানিগুলো এখন প্রেডিক্ট করেই রাখে যে রাতারাতি এমন নতুন কিছু আসবে আর রাতারাতি তাদের প্ল্যান এ থেকে প্ল্যান বি বা সি তে শিফট করতে হবে।
হ্যাঁ, ট্রেন্ডের সাথে তাল মেলাতে না পারলে সবার দশাই নকিয়ার মতো হয়- কিন্তু ওইটার এক্সাম্পল কম। অ্যাডাপ্টেশনের এক্সাম্পলই বেশি।
আমার খালি মজা লাগছে Jensen Huang এর কথা চিন্তা করে। লোকটা ইদানীং লেদার জ্যাকেট পরে প্রচুর মোটিভেশন দিচ্ছিল।
তাইওয়ানিজ বংশোদ্ভূত এই লোক কোথাও বসে নিশ্চয়ই ভাবছে- চায়নাকে এর চরম মূল্য দিতে হবে!
– Shadman Zahin
Senior Product Manager at ShopUp