সাবজেক্ট রিভিউ : #নৃবিজ্ঞান বিভাগ (সমাজবিজ্ঞান অনুষদ)
.
.
প্রথমেই নৃবিজ্ঞান বিষয়টা কি, সেটা জানা দরকার।
কারণ সাধারণত আমাদের তথাকথিত শিক্ষা ব্যবস্থায় আমরা নিচের ক্লাসে এই বিষয় সম্পর্কে তেমন একটা জেনে আসি নাই। তাই নৃবিজ্ঞান সম্পর্কে ধারনা দিয়ে লেখা শুরু করছি।
.
নৃবিজ্ঞান মানুষের জৈব-সাংস্কৃতিক দিক নিয়ে সামগ্রিকভাবে আলোচনা করে।
পৃথিবীর সব সমাজের সব মানুষের যে নিজস্ব কিছু দৃষ্টিভংগি, সংস্কৃতি আছে সেটা তাদের মত করে নৃবিজ্ঞান দেখতে শিখায়, বুঝতে শিখায়।
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগের যাত্রা শুরু হয় ১৯৯৬ সালে, এবং বাংলাদেশে এই বিভাগের প্রথম যাত্রা শুরু হয় ১৯৮৬ সালে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাত্রাকালীন সময়ে এর অবস্থান লাইব্রেরী ভবনে হলেও পরবর্তী এই বিভাগের স্থান পরিবর্তিত হয়ে এখন সমাজবিজ্ঞান অনুষদে (ড. মুহাম্মদ ইউনিস ভবনে)।
.
চবিতে এই বিভাগের ইতিবাচক এবং নেতিবাচক দুই দিক সম্পর্কে বলতে গেলে বলব যে এই বিভাগের অনার্স ১ম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত সব শিক্ষার্থী দের মধ্যে সুন্দর একটা ভাতৃত্বসুলভ এবং বন্ধুসুলভ বন্ধনে সবাই আবদ্ধ। শিক্ষকদের সাথে ছাত্রছাত্রীদের সম্পর্ক অনেক ভাল যে বিভিন্ন ইভেন্টে স্যার ম্যাডামদের সক্রিয় অংশগ্রহণসহ যেকোন ভাল কাজে তাদের সহযোগিতা থাকে। এছাড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে কম্পিউটার ল্যাব (Wi- fi সহ) এবং বিভাগ চত্বরে Wi-fi সংযোগ রয়েছে। এছাড়া ভিসুয়্যাল নৃবিজ্ঞানের জন্য একটা কক্ষও তৈরি রয়েছে। এছাড়া সেমিনার কক্ষে অনেক বইসহ পড়াশোনার ভাল ব্যবস্থা রয়েছে। বিভাগের সেমিনারে অনেক বই রয়েছে, এই সত্ত্বেও নৃবিজ্ঞান সম্পর্কিত বাংলা বইয়ের সংখ্যা কম,ইংরেজী বইয়ের আধিক্য বেশি; অবশ্যই নৃবিজ্ঞানে বাংলাদেশের লেখক লেখিকার প্রাচুর্যতার অভাবের কারণেও হতে পারে।
.
বিভাগে ৮-১০জন, কিছু পিএইচডি ধারী এবং পিএইচডিরত শিক্ষক শিক্ষিকা রয়েছেন। বিভাগের সবার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান।
.
#পড়াশোনার_ধরণ :
যদিও নৃবিজ্ঞান সামাজিক বিজ্ঞানের অনুষদের একটি বিভাগ হিসেবে বাংলাদেশে পরিচিত,তারপরেও এটা জানা দরকার যে এই বিষয়ের মধ্যে অর্থনীতি, জীববিজ্ঞান, মনবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ভাষাবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, সাংস্কৃতিক বিভিন্ন অনুষঙ্গ, ফরেনসিক এবং মেডিকেল এর বিভিন্ন বিষয় সহ আরো বিভিন্ন কিছু এর সাথে জড়িত।
Socio-Cultural Anthropology, Archeology, Linguistic Anthropology, Biological Anthropology হচ্ছে নৃবিজ্ঞানের চারটি প্রধান শাখা।এইগুলার সাথে সাথে তথসম্পর্কিত আরো অনেক কিছু এর সাথে রয়েছে।
২য় বর্ষ থেকে প্রতি বছর Field work (মাঠকর্ম) এ যেতে হয় এবং এর মাধ্যমে রিপোর্ট এবং রিসার্চ পেপার জমা দিতে হয় এবং অভিজ্ঞতার সঞ্চারণ হয়।
.
প্রতিটি বর্ষে বেশ কিছু কোর্স রয়েছে,এর মধ্যে প্রধান কিছু কোর্স হচ্ছে: Introductory anthropology, Economical anthropology, Political anthropology, Linguistic anthropology, Biological anthropology, Medical anthropology, Anthropology of gender, Anthropology of religion, Applied anthropology, Psychology, Social statistics, Anthropology of state and margin, Social anthropology, Cultural anthropology, Development anthropology, Migration, Anthropology of child rights, Visual anthropology, Environment anthropology, Anthropology of education, Social movement, Anthropological theories, Contemporary issues, Methodological issues, Research monograph সহ আরো কিছু কোর্স রয়েছে।
.
#সেশন_জট :
বর্তমানে ৭-৮ মাসের সেশন জট বিদ্যমান, যেটা কাটিয়ে উঠার চেষ্টা চলছে।
.
#রেজাল্ট :
রেজাল্টের দিক দিয়ে এভারেজে ফার্স্ট ক্লাস অনেকে পেলেও সর্বোচ্চ ফলাফল ৩.৫-৩.৬ এর মধ্যেই সীমাবদ্ধ থাকে প্রায়ই।
.
#চাকরী_ক্ষেত্র :
বিভিন্ন Socio- cultural research organization, NGO, Human rights organization, Development organization এ নৃবিজ্ঞানের ছাত্রছাত্রীদের চাহিদা রয়েছে।
পাশাপাশি সরকারি প্রায় সবব্যাংক এবং বেসরকারি কিছু ব্যাংক, সরকারি অন্যান্য এই সম্পর্কিত কিছু প্রতিষ্ঠান, বিসিএস এবং বিশেষ করে বাইরের দেশে স্কলারশিপের ভাল ব্যবস্থা ও UN ও EU সম্পর্কিত বিভিন্ন সংস্থায় এই বিভাগের ছাত্রছাত্রীদের ভাল অংশগ্রহণ ও পদচারণা রয়েছে।
.
সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। ধন্যবাদ।
.
.
লিখেছেন :
মুহাম্মদ সাঈদ মুনিম
নৃবিজ্ঞান বিভাগ (চবি), ২০১১-২০১২ সেশন।
.