চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আকর্ষণীয় অনুষদ গুলোর জন্যে বিবিএ ফ্যাকাল্টি অন্যতম । যে অনুষদের প্রতিটা সাবজেক্টই আকর্ষনীয় এবং যুগোপযোগী তা ছাড়া শিক্ষার্থীদের ও বেশ পছন্দের।
আর তাদেরই একটি অংশ জুড়ে হচ্ছে Banking & Insurance Department

২০১৪ সাল থেকেই এর যাত্রা শুরু হয়। ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. সুলতান আহমেদ স্যার। তাঁর হাত ধরেই শুধুমাত্র ৩টা রুম নিয়েই ডিপার্টমেন্ট এর যাত্রা শুরু হয়…….

বর্তমানে ডিপার্টমেন্ট এ স্থায়ীভাবে ২জন শিক্ষক এবং একজন শিক্ষিকা রয়েছেন। তাঁরা তিনজনই প্রভাষক। এছাড়া আরো কয়েকজন নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। শীঘ্রই উনারা join করবেন।

“বিবিএ’র অন্যান্য ডিপার্টমেন্ট এর সিনিয়র বেশকজন শিক্ষকেরাও ব্যাংকিং এর কিছু কিছু কোর্স নিয়ে থাকেন। আমাদের চেয়ারম্যান স্যার এটা নিশ্চিত করেন যেন ব্যাংকিং স্টুডেন্টরা সেরা শিক্ষকদের কাছ থেকে সেরা টা অর্জন করে নিতে পারে।

এছাড়া আমাদের নিজ ডিপার্টমেন্ট এর শিক্ষকেরা আমাদের সাথে এতোটাই বন্ধুভাবাপন্ন যে আমরা মজার ছলেই জ্ঞান অর্জন করতে পারি এবং এজন্যে নিজেদের সৌভাগ্যবান/সৌভাগ্যবতী মনে করি। ”

বর্তমানে বিবিএ ফ্যাকাল্টির নিচতলায় শ্রেণী কার্যক্রম চললেও, বিবিএ ফ্যাকাল্টির ঠিক opposite এ, আলাদা করে Banking & Insurance এবং HRM এর জন্য নতুন ভবন নির্মাণকাজ শীঘ্রই শুরু হবে।

এছাড়াও ডিপার্টমেন্ট এর রয়েছে কম্পিউটার ল্যাব এবং সেমিনার সুবিধা..

শিক্ষার_ধরণ:

বিবিএ ফ্যাকাল্টিতে অন্যান্য ডিপার্টমেন্ট এর মতই Banking & Insurance Department এ রয়েছে সেমিস্টার সিস্টেম। বর্তমানে, বিশেষ করে ১৫-১৬সেশন থেকেই সেশনজট দূরীকরণের লক্ষে মিডটার্ম সিস্টেম তুলে ফেলা হয়। মানে সরাসরি ফাইনাল টার্ম। কিছুদিন পরপর পরীক্ষার আর কোন ঝামেলা নেই। ৬মাসেই সেমিস্টার কমপ্লিট। কিছু কিছু ক্ষেত্রে আরো আগেই তা কমপ্লিট করা হয়..

#কোর্স_পরিচিতি:
বিবিএ’র প্রতিটা ডিপার্টমেন্ট এ 5th Semester পর্যন্ত প্রত্যেক ডিপার্টমেন্টেই একই কোর্স follow করা হয়।
6th semester থেকেই special কোর্সগুলো শুরু করা হয়।

#6th_semester:-Central Banking, Corporate & Retail Banking, Financial Market, Management of Life Insurance, Corporate Finance.

#7th_semester:-Islamic Banking & Insurance, Management of General Insurance, Commercial Bank Management, Credit Management, Strategic Management…

#8Th_semester:-Innovations & Merchant Banking, Risk Management in Banking, E-Banking & Insurance, Research Methodology, Internship & Industrial Tour..

#সেশনজট:
Banking & Insurance Dept. এ সেশনজটকে zero tolerance দেখানো হয়। একাডেমিক ক্যালেন্ডার যথাযথভাবেই পালন করা হয়ে থাকে…

#রেজাল্ট:
নতুন ডিপার্টমেন্ট হিসেবে এই ডিপার্টমেন্ট এর রেজাল্ট বেশ সন্তোষজনকই বলা যায়। অধিকাংশ স্টুডেন্ট এর রেজাল্ট ৩.৫০এর উপরে। এছাড়াও বেশ কয়েকজনের ৪.০০পাওয়ার রেকর্ডও রয়েছে।

ফ্যাকাল্টিতে বিভিন্ন ধরণের Business Competition হয়ে থাকে। আমাদের ডিপার্টমেন্টও সেইখান থেকে প্রাইজ জিতে আসে। আর ডিপার্টমেন্ট এর নিজ উদ্যোগেও এই ধরণের contest, seminar arrange করা হয়ে থাকে। এছাড়া সিনিয়র শিক্ষার্থীরা জুনিয়রদের পূর্ণ সহযোগিতা করে থাকে যেন জুনিয়ররা বিশ্ববিদ্যালয় জীবনের সাথে দ্রুত মানিয়ে উঠতে পারে এবং কম্পিটিটিভ ওয়ার্ল্ডে নিজেদের অবস্থান বুঝে নিতে পারে।

পড়ালেখার পাশাপাশি, ডিপার্টমেন্ট থেকে প্রতিবছর ক্রিকেট টুর্ণামেন্ট এবং শিক্ষাসফর এর আয়োজন করা হয়ে থাকে।

#জব_সেক্টর :
#বিবিএ’র অন্যান্য ডিপার্টমেন্ট এর শিক্ষার্থীদের মতই এই ডিপার্টমেন্ট এর শিক্ষার্থীদেরও চাকরির বাজারে যথেষ্ট সুযোগ রয়েছে।
তবে, সব চাইতে বড় advantage হচ্ছে, রেজাল্ট ভাল করলেই কপাল ভাল হলে নতুন এই ডিপার্টমেন্ট এর শিক্ষক হবার সুযোগ রয়েছে……তাছাড়া ব্যাংক জব বর্তমানে বিশ্বব্যাপী অত্যন্ত আকর্ষনীয় একটি জব।
আমাদের দেশের প্রেক্ষাপটেও এর কোন ভিন্নতা নেই! অল্প সময়ে সফল ও স্মার্ট ক্যারিয়ার গড়তে ব্যাংক জবের বিকল্প খুব কমই আছে! আমাদের দেশের প্রেক্ষাপটে যা আরও বেশী প্রতিফলিত হয়।

বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইলেও, রয়েছে যথেষ্ট সুযোগ।

পাশাপাশি BCS, Multinational Company এইসব তো আছেই….

অতএব, আর বেশি কিছুই নয়। নতুন কিছু করার প্রত্যয়েই তোমাদের জানাই শুভকামনা।

আর, BANKING & INSURANCE Department এর পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক শুভকামনা, আর অভিনন্দন….

Welcome to the heaven of nature…
I mean CHITTAGONG UNIVERSITY..💜

CU BANKING,
A PASSION TO PERFORM… এটা আমাদের ডিপার্টমেন্ট ট্যাগলাইন।

আস্থা রাখতে পারো। 🙂 ঠকবে না। 🙂

লিখেছেন :
Pranta Sen
Department of Banking & Insurance.(2nd Batch)