বাংলা বিভাগ ( কলা ও মানববিদ্যা অনুষদ )
.
.
কলা ও মানববিদ্যা অনুষদের অন্যতম নান্দনিক একটি বিষয় বাংলা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ৪ টি বিষয়ের মধ্যে বাংলাও রয়েছে।
কলা অনুষদের মধ্যে একমাত্র বাংলা বিভাগেরই সুশৃঙ্খল শ্রেণিকক্ষ রয়েছে ( অনার্স প্রথম বর্ষ থেকে এম.এ পর্যন্ত পাশাপাশি ৫ টি কক্ষ)। রয়েছে সাহিত্যের অসংখ্য বইয়ের সমাহার সমৃদ্ধ সেমিনার কক্ষ (ওয়াইফাই সুবিধাসহ)।
.
হাসি আনন্দ গানের অনাবিল আনন্দদানের অন্যতম একটি বিষয় বাংলা ভাষা ও সাহিত্য। নানা উৎসব আনন্দে মাতিয়ে রাখে ছাত্রছাত্রীদের। বিশেষ করে নবীনবরণ, বার্ষিক বনভোজন, পহেলা বৈশাখ উদযাপন, ইফতার আড্ডা, বিভিন্ন বিষয়ে সেমিনার ইত্যাদি।
.
বাংলা বিভাগের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। সৈয়দ আলী আহসান, আলাউদ্দিন আল আজাদ, আবু হেনা মুস্তফা কামাল, ড. আনিসুজ্জামান, ড. মাহবুবুল হক, ময়ূখ চৌধুরীসহ অনেক নামকরা সাহিত্যিক এই বিভাগে শিক্ষকতা করেছেন। ২০১৬ সালে জীবনানন্দ পুরষ্কার পেয়েছেন এই বিভাগের বর্তমান সভাপতি প্রফেসর ড. মহীবুল আজিজ।
.
#পড়াশোনার_ধরণ :
অনেকে মনে করেন বাংলার পড়া মানেই ব্যাকরণে ভরপুর! কঠিন! কিন্তু তা নয় বাংলা মূলত সাহিত্যনির্ভর পড়ালেখা। বি.এ. অনার্স ১ম বর্ষ থেকে এম.এ পর্যন্ত এই ৫ বছরের পড়ালেখার বিষয়গুলোতে থাকে ছোটগল্প, উপন্যাস, নাটক, কবিতা ও প্রবন্ধ, বাংলাদেশের ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাস। ব্যাকরণ থাকে ১ম, ৩য় ও ৪র্থ বর্ষের ১টি করে বিষয়ে। এছাড়াও সহায়ক বিষয় হিসেবে ১ম বর্ষে থাকে সাংবাদিকতা, সমাজতত্ত্ব ও দর্শন (যে কোন দুটি পড়তে হয়), ২য় বর্ষেও রয়েছে ইতিহাস, রাজনীতি বিজ্ঞান ও নাট্যকলা (২ টি পড়তে হয়)।
.
#সেশন_জট :
চবির বাংলা বিভাগ সম্পর্কে এখনো অনেকেই না জেনে সেশনজট বেশি বলে ছাত্রছাত্রীদের হতাশ করে। অথচ সেই কালো অধ্যায় অনেক আগে শেষ হয়েছে। বর্তমানে সর্বোচ্চ জট মাত্র ৬ মাস। এটা স্বাভাবিক বলা যায়। অর্থাৎ ৪ বছরের বি.এ. (অনার্স) ও ১ বছরের এম.এ. করতে অতিরিক্ত সময় বড়জোর ৬ মাস লাগবে কিংবা এর কম।
এই সামান্য সেশন জটকে আরো কমিয়ে আনার জন্য শ্রদ্ধেয় শিক্ষকরা কাজ করে যাচ্ছেন।
.
#ফলাফল :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের শিক্ষার্থীদের চাকরির বাজারে এগিয়ে রাখার লক্ষ্যে শিক্ষকদের একান্ত আন্তরিকতায় ছাত্রছাত্রীদের সিজিপিএর উন্নয়ন লক্ষ করা যাচ্ছে বিগত কয়েক বছর ধরে।
এখন এখানে সিজিপিএ ৩.৩০ ও উঠছে। এমনকি ৩.৫০ ও সিজিপিএও দেখা যাচ্ছে (out of 4.00 scale) ।
.
#জব_সেক্টর :
বাংলা নিয়ে পড়াশোনা করে কি করবেন?
হুম, আপনার লক্ষ্য হতে পারে চতুর্মূখী-
বাংলার ক্ষেত্র বিশাল। বাংলা এমন একটি বিষয় যা দেশের প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের বিষয়। সুতরাং যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ থাকছে।
(১) বিসিএস : বিসিএসে বাংলার উপর যেসব প্রশ্ন হয় তার প্রায় সবই বাংলা বিভাগের অনার্স মাস্টার্সের সিলেবাস থেকে। বিসিএস দিয়ে যেতে পারেন যেকোন সেক্টরে। এছাড়া বিসিএসে শিক্ষা বিভাগ তো রয়েছেই।
(২) জেনারেল জব :
সাংবাদিকতা, ব্যাংক জব, কিংবা অন্যান্য অনেক প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ থাকছে।
(৩) শিক্ষকতা :
বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লেকচারার, অধ্যাপক হিসেবে থাকছে কাজের সুযোগ।
এছাড়া সরকারী-বেসরকারী, এমপিওভুক্ত স্কুল – কলেজে বাংলা বিষয়ের শিক্ষকতা বা অধ্যাপনা করার সুযোগ তো আছেই।
.
চবি বাংলা বিভাগের রয়েছে একটি বৃহৎ ফেসবুক গ্রুপ : বাংলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বাংলা পরিবার)
.
স্বাগতম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা পরিবারে।
.
লিখেছেন :
মো. সরওয়ার হোসেন
বাংলা বিভাগ, চবি (২০১২-১৩ সেশন)