সাবজেক্ট রিভিউ: চারুকলা
.
২০১৭-১৮ সেশনে চারুকলায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট সম্পর্কে কিছু কথা। 
.
একনজরে চবি চারুকলা ইনস্টিটিউট :
.
১৯৬৯ সালে শিল্পী রশিদ চৌধুরীর উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধীনে ‘সহায়ক’ বিষয় হিসেবে শিল্পকলা বিষয় অন্তর্ভুক্তির মাধ্যমে চারুকলা শিক্ষা কার্যক্রম চালু হয়। পরবর্তীতে ১৯৭০ সালে রশিদ চৌধুরীকে বিভাগীয় প্রধান নিযুক্ত করার মধ্য দিয়ে স্বতন্ত্রভাবে এই বিভাগ প্রতিষ্ঠা লাভ করে। চারুকলা বিষয়ে উচ্চতর শিক্ষা প্রদানের লক্ষে চারুকলা বিভাগ হিসেবে এটি চালু করা হয়। শুরুতে কলা ও মানববিদ্যা অনুষদের ড. আবদুল করিম ভবনে এই বিভাগের সকল কার্যক্রম পরিচালিত হতো।
পরবর্তীতে ২০১০ সালে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী চারুকলা বিভাগ এবং চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজকে একীভূত করার মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ২০১০ সালের ২ আগষ্ট চারুকলা ইনস্টিটিউট ঘোষনা করা হয়। এরপর ২০১১ সালের ২ ফেব্রুয়ারি নগরীর বাদশাহ মিয়া চৌধুরী সড়কে বর্তমান চারুকলা ইনস্টিটিউটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
.
বিষয়,ভর্তি, সেশন জট ও ক্যারিয়ার নিয়ে টুকিটাকি:
.
#বিষয় 
চারুকলা ইনস্টিটিউটে মোট চারটি বিষয় রয়েছে। 
১/ ড্রইং এন্ড পেইন্টিং
২/ভাস্কর্য 
৩/ ছাপচিত্র
৪/এপ্লাইড আর্ট
.
#ভর্তিঃ
চারুকলা ইনস্টিটিউট এ ভর্তির জন্য বি-৩ ইউনিটে পরীক্ষা দিতে হতো বিগত বছরগুলোতে। একই দিনে এমসিকিউ এবং ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহন করতে হবে। উভয় পরীক্ষার জন্য সময় ১ ঘন্টা করে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির পর প্রথম বছর কম্বাইন্ড ক্লাস হয়। দ্বিতীয় বর্ষে পছন্দের ক্রমানুসারে এবং প্রথম বর্ষের রেজাল্ট অনুযায়ী বিষয় ভাগ করে দেয়া হয়।

#জটঃ
চারুকলা ইনস্টিটিউট এ বর্তমানে জট অনেকটাই কমে গেছে। এখন ১৪-১৫ সেশনে প্রায় ৫/৬ মাসের জট। এটাও কাটিয়ে উঠার জন্য চারুকলার সম্মানিত ডিরেক্টর নানান চেষ্টা চালাচ্ছেন।কিন্তু ১৫-১৬ সেশনের পর থেকে আর জট নেই বলা চলে।
.
#ক্যারিয়ারঃ
বর্তমানে চারুকলার শিক্ষার্থীদের টেলিভিশন মিডিয়া, অ্যাড ফার্ম, সংবাদপত্র, প্রোডাক্ট ডিজাইন, ফ্যাশন হাউস, অ্যানিমেশন ও গেম তৈরির প্রতিষ্ঠান, ইন্টেরিয়র ডিজাইন, সিরামিক শিল্প ইত্যাদি ছাড়াও ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার বহু সুযোগ আছে।বিভিন্ন চাকরিতে চারুকলার স্টুডেন্টদের ব্যাপক চাহিদা এবং ক্যারিয়ার গঠনের বিস্তর সুযোগের কারনে দিনদিন চারুকলা শিক্ষার চাহিদা বাডছে। চারুকলা ইনস্টিটিউট এর যেকোন বিষয়ে অনার্স-মাস্টার্স শেষে ক্যারিয়ার গঠনের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
.
আরো কিছু তথ্যঃ
.
# একুশে পদক প্রাপ্ত, শিল্পী রশিদ চৌধুরী স্যার, শিল্পী প্রয়াত আবদুল্লাহ খালিদ স্যার, শিল্পী মনসুর উল করিম স্যার, শিল্পী মর্তুজা বশীর স্যার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলার শিক্ষক ছিলেন। 
.
# চারুকলা বিষয়ে বাংলাদেশে প্রথম স্নাতকোত্তর ডিগ্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হয়। 
.
সর্বশেষে, চারুকলা হচ্ছে অন্যসব ডিপার্টমেন্ট থেকে আলাদা, আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে, শিল্পজগতে শিল্পভান্ডার সমৃদ্ধ করতে এবং অবদান রাখতে চবি চারুকলা একটি অন্যতম ইনস্টিটিউট।কাঙ্ক্ষিত ক্যারিয়ার গঠন ও শিল্পাঙ্গনে পদচারনার জন্য পথ প্রদর্শক হিসেবে এখানে রয়েছেন দেশ বরেন্য অনেক শিল্পী শিক্ষক । 
.
চারুকলায় ভর্তিচ্ছু সকল হবু শিল্প-শিক্ষার্থীকে অগ্রীম শুভেচ্ছা ও শুভ কামনা।
.
লিখেছেন: 
Max Sourav, ১৪-১৫ সেশন, চারুকলা।